Realme Narzo Phones: ভারতে কবে লঞ্চ হতে চলেছে রিয়েলমি নারজো টার্বো ৭০ ৫জি ফোন? কী কী ফিচার থাকতে পারে? কেমন দেখতে হবে ডিভাইস?
Realme Narzo Turbo 70 5G Phone: রিয়েলমির এই ফোনের রেয়ার প্যানেলের ক্যামেরা মডিউলে তিনটি ক্যামেরা সেনসর থাকবে। তার সঙ্গে দেখা যাবে একটি এলইডি ফ্ল্যাশ প্যানেল।
Realme Narzo Phones: রিয়েলমি নারজো ৭০ টার্বো ৫জি ফোন (Realme Narzo Turbo 70 5G) ভারতে লঞ্চ হতে চলেছে একথা আগেই জানা গিয়েছিল। এবার প্রকাশ্যে এল দিনক্ষণ। আগামী ৯ সেপ্টেম্বর দুপুর ১২টায় রিয়েলমি নারজো সিরিজের (Realme Narzo Series) এই ৫জি ফোন (5G Phone) দেশে লঞ্চ হবে। মোটরস্পোর্ট অনুপ্রাণিত ডিজাইনে এই ফোন আসছে ভারতের বাজারে। ফোনের ব্যাক প্যানেলে থাকবে কালো রং। তার উপরে থাকবে হলুদ রঙের লম্বালম্বি স্ট্রাইপ। ফোনের রেয়ার প্যানেলের প্রায় মাঝ-বরাবর এই হলুদ রঙের স্ট্রাইপ থাকবে। ফোনের ব্যাক প্যানেলে থাকবে চৌকো আকৃতির রেয়ার ক্যামেরা মডিউল। মাঝ-বরাবর যে হলুদ রঙের স্ট্রাইল থাকবে তার মাঝখানে এই ক্যামেরা মডিউল বসানো থাকবে। রিয়েলমি নারজো ৭০ সিরিজের অন্যান্য ফোন আগেই ভারতে লঞ্চ হয়েছে। সেই দলেই যুক্ত হতে চলেছে আসন্ন রিয়েলমি নারজো ৭০ টার্বো ৫জি ফোন।
রিয়েলমির এই ফোনের রেয়ার প্যানেলের ক্যামেরা মডিউলে তিনটি ক্যামেরা সেনসর থাকবে। তার সঙ্গে দেখা যাবে একটি এলইডি ফ্ল্যাশ প্যানেল। এছাড়াও ফ্ল্যাট ডিসপ্লে নিয়ে লঞ্চ হতে চলেছে রিয়েলমি নারজো ৭০ টার্বো ৫জি ফোন। ফোনের ডিসপ্লের উপরের দিকে মাঝ-বরাবর থাকবে হোল পাঞ্চ কাট আউট যেখানে ফ্রন্ট ক্যামেরা সেনসর সাজানো থাকবে। ফোনের ডানদিকের অংশে থাকবে পাওয়ার বাটন এবং ভলিউম রকার্স। আর ফোনের নীচের দিকে থাকবে একটি স্পিকার গ্রিল এবং ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক। ভারতে লঞ্চের পর অনলাইনে ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে রিয়েলমি নারজো ৭০ টার্বো ৫জি ফোন কেনা যাবে।
রিয়েলমি নারজো ৭০ টার্বো ৫জি ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৭৩০০ এনার্জি ৫জি চিপসেট থাকবে বলে জানা গিয়েছে। এই ফোন ৭.৬ মিলিমিটার পুরু হতে চলেছে। আর ওজন হবে ১৮৫ গ্রামের আশপাশে। এর আগে শোনা গিয়েছিল রিয়েলমির এই ফোন লঞ্চ হতে পারে ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ, ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ- এই কনফিগারেশনে। ৫০ মেগাপিক্সেলের মেন রেয়ার ক্যামেরা সেনসর থাকতে পারে রিয়েলমি নারজো ৭০ টার্বো ৫জি ফোনে। এছাড়াও ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর দেখা যেতে পারে এই ফোনে।
আরও পড়ুন- 'ফ্লিপ ফিচার' ফোন ভারতে আনছে আইটেল, থাকবে কাচের মতো স্বচ্ছ কিপ্যাড
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।