Realme P1 5G Series: ভারতে বিক্রি শুরু রিয়েলমি পি১ ৫জি সিরিজের, দাম কত ফোনের, কী কী অফার রয়েছে?
Realme P1 5G And Realme P1 Pro 5G: রিয়েলমি পি১ ৫জি সিরিজের এই দুই ফোনেই রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াটের ওয়্যারড SuperVOOC চার্জিং সাপোর্ট।
Realme P1 5G Series: ভারতে বিক্রি শুরু হয়েছে রিয়েলমি পি১ ৫জি (Realme P1 5G) এবং রিয়েলমি পি১ প্রো ৫জি (Realme P1 Pro 5G) - এই দুই ফোনের। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট ইন্ডিয়ার (Flipkart India) ওয়েবসাইট এবং রিয়েলমি সংস্থার ইন্ডিয়া ই-স্টোর (Realme India E-Store) থেকে এই দুই ফোন কেনা যাবে। রিয়েলমি পি১ ৫জি ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৭০৫০ প্রসেসর। অন্যদিকে রিয়েলমি পি১ প্রো ৫জি ফোনে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬ জেন ১ প্রসেসর। রিয়েলমি পি১ ৫জি সিরিজের এই দুই ফোনেই রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াটের ওয়্যারড SuperVOOC চার্জিং সাপোর্ট।
দেখে নেওয়া যাক ভারতে রিয়েলমি পি১ ৫জি এবং রিয়েলমি পি১ প্রো ৫জি- এই দুই ফোন কত দামে কেনা যাচ্ছে এবং কী কী লঞ্চ অফার রয়েছে
ভারতে রিয়েলমি পি১ ৫জি ফোনের ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৪,৯৯৯ টাকা। এই ফোনেরই ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৬,৯৯৯ টাকা। Peacock Green এবং Phoenix Red- এই দুই রঙে ভারতে কেনা যাবে রিয়েলমি পি১ ৫জি ফোন।
অন্যদিকে রিয়েলমি পি১ প্রো ৫জি ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম ১৯,৯৯৯ টাকা। আর এই ফোনেরই ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম ২০,৯৯৯ টাকা। Parrot Blue এবং Phoenix Red - এই দুই রঙে ভারতে রিয়েলমি পি১ প্রো ৫জি ফোন কেনা যাবে।
আজ রাত ১২টা পর্যন্ত রিয়েলমি পি১ ৫জি সিরিজের ফোনের দামে কিছু ছাড় পাবেন ক্রেতারা। বেস মডেলে থাকছে ১০০০ টাকা কুপন ডিসকাউন্ট। আর প্রো মডেলে থাকছে ২০০০ টাকার কুপন ডিসকাউন্ট।
যাঁরা রিয়েলমি পি১ ৫জি ফোন কিনবেন তাঁরা ওয়্যারলেস ২ নিও পাবেন ৮৯৯ টাকায় এবং রিয়েলমি টি১১০ পাবেন ১২৯৯ টাকায়। এটা হল অ্যাড-অন অফার। অন্যদিকে রিয়েলমি পি১ প্রো ৫জি ফোনে কিনলেও ওয়্যারলেস ২ নিও ৮৯৯ টাকায় এবং রিয়েলমি টি১১০ ১২৯৯ টাকায় পাবেন।
আরও পড়ুন- আইফোন ১৫- র ফ্ল্যাট ১৪ হাজার টাকা ছাড়, অফার রয়েছে আরও অনেক, রইল তারই তালিকা
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।