Flipkart iPhone 15 Offers: আইফোন ১৫- র ফ্ল্যাট ১৪ হাজার টাকা ছাড়, অফার রয়েছে আরও অনেক, রইল তারই তালিকা
iPhone 15: কম আলোতে ভাল ছবি তোলার জন্য দুর্দান্ত ফিচারের সাপোর্ট রয়েছে আইফোন ১৫- র ক্যামেরায়। এই ফোনে ৪৮ মেগাপিক্সেলের মেন রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে। এছাড়াও রয়েছে এ১৬ বায়োনিক চিপ।
Flipkart iPhone 15 Offers: আইফোন ১৫- র (iPhone 15)দামে রয়েছে ফ্ল্যাট ১৪ হাজার টাকা ছাড়। শুনে অবাক লাগছে? তবে একথা কিন্তু সত্যি। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট ইন্ডিয়াতে (Flipkart) আইফোন ১৫- র দামে এই বিপুল পরিমাণ ছাড় (iPhone 15 Offers) রয়েছে। ভারতে আইফোন ১৫ লঞ্চ হয়েছিল ৭৯,৯০০ টাকায়। তবে এখন সেই ১২৮ জিবি স্টোরেজ যুক্ত মডেল কেনা যাচ্ছে ৬৫ হাজার টাকার কমে। আইফোন ১৫ মডেলে রয়েছে অ্যাপেলের এ১৬ বায়োনিক চিপ। এছাড়াও রয়েছে ডায়নামিক আইল্যাড ফিচারের সাপোর্ট। এর আগে এই ফিচার শুধুমাত্র আইফোন ১৪ প্রো মডেলেই লক্ষ্য করা গিয়েছিল। আইফোন ১৫- র অন্যতম আকর্ষণ হল এই ফোনের ক্যামেরা ফিচার। হাই কোয়ালিটির ক্যামেরা সেনসর রয়েছে এই ফোনে। ফ্লিপকার্টে আইফোন ১৫- র দামে ছাড় দেখে একথা বলাই যায় যে এখন সবচেয়ে সস্তায় আইফোন ১৫ পাওয়া যাচ্ছে এই ই-কমার্স ওয়েবসাইটেই।
এবার দেখে নেওয়া যাক আইফোন ১৫- র দামে ফ্লিপকার্ট থেকে কী কী অফার দিচ্ছে
আইফোন ১৫- র ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ফ্লিপকার্টে ধার্য হয়েছে ৬৫,৯৯৯ টাকা। তবে এর উপরে রয়েছে ১৩,৯০১ টাকা ছাড়। লঞ্চের সময়ের দামের উপর রয়েছে এই ছাড়। এছাড়াও ফ্লিপকার্টে আইফোন ১৫ কেনার ক্ষেত্রে এক্সচেঞ্জ অফার পাবেন ক্রেতারা। সেক্ষেত্রে ৫০ হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন ক্রেতারা। পুরনো আইফোনের পরিবর্তে আইফোন ১৫ কিনলে সবচেয়ে বেশি পরিমাণ এক্সচেঞ্জ অফার পাবেন ক্রেতারা। তার ফলে আইফোন ১৫- র দাম আরও কমবে।
আইফোন ১৫ মডেলে কী কী ফিচার রয়েছে দেখে নিন একনজরে
- এই ফোনে ৬.৭ ইঞ্চির Super Retina XDR ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিনের রিফ্রেশ রেট ১২০ হার্টজ।
- আইফোন ১৫ মডেলে অ্যাপেলের এ১৬ বায়োনিক চিপ রয়েছে। এর ফলে ফোন কাজ করবে খুব স্মুদ।
- আইফোন ১৫ মডেলে ৪৮ মেগাপিক্সেলের মেন রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে।
- কম আলোতে ভাল ছবি তোলার জন্য দুর্দান্ত ফিচারের সাপোর্ট রয়েছে আইফোন ১৫- র ক্যামেরায়।
- মেন সেনসর ছাড়াও রয়েছে আলট্রা ওয়াইড এবং টেলিফটো ক্যামেরা।
- ব্যাটারির নিরিখেও আগের আইফোনগুলির তুলনায় আইফোন ১৫ অনেকটাই উন্নত। একবার পুরো চার্জ দিলে অনেকক্ষণ চার্জ থাকবে ব্যাটারিতে। ইউএসবি টাইপ-সি পোর্টের সাহায্যে ফোনে চার্জ দেওয়া সম্ভব।
- আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর রয়েছে আইফোন ১৫ মডেলে।
আরও পড়ুন- নাথিং ইয়ার এবং নাথিং ইয়ার এ লঞ্চ হয়েছে ভারতে, এই দুই ইয়ারবাডসে কী কী ফিচার রয়েছে?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।