Realme Tab: ২০ হাজার টাকার কমে কেনা যাবে রিয়েলমির নতুন ট্যাব, একবার চার্জে চলবে প্রায় ১৫ ঘণ্টা
Realme Pad 2 Lite: কবে থেকে এই ট্যাবের বিক্রি শুরু হবে তা স্পষ্ট নয়। তবে কেনা যাবে রিয়েলমি ইন্ডিয়ার ওয়েবসাইট, ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট এবং অফলাইন দোকান থেকে।
Realme Tab: রিয়েলমির নতুন ট্যাব লঞ্চ হয়েছে ভারতে। এবার লঞ্চ হয়েছে রিয়েলমি প্যাড ২ লাইট (Realme Pad 2 Lite) মডেল। এই ট্যাবে (Realme Tab) রয়েছে একটি অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি৯৯ চিপসেট। এর সঙ্গে ৮ জিবি পর্যন্ত র্যাম এবং ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজ যুক্ত রয়েছে। এই ট্যাবে ১০.৯৫ ইঞ্চির ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিনের রিফ্রেশ রেট ৯০ হার্টজ। 2K রেজোলিউশন পাওয়া যাবে এই ট্যাবলেটে। একটি স্টিরিও কোয়াড স্পিকার রয়েছে রিয়েলমির নতুন ট্যাবে। Realme UI 5- এর সাপোর্টে রিয়েলমি প্যাড ২ লাইট পরিচালিত হবে। ডুয়াল টোনের ভেগান লেদার ফিনিশ রয়েছে এই ট্যাবের রেয়ার প্যানেলে।
ভারতে রিয়েলমি প্যাড ২ লাইট ট্যাবের দাম কত
এই ট্যাবের ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৪,৯৯৯ টাকা। এছাড়াও এই ট্যাবের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৬,৯৯৯ টাকা। নেবুলা পার্পল এবং স্পেস গ্রে- এই দুই রঙে লঞ্চ হয়েছে রিয়েলমি প্যাড ২ লাইট ট্যাব। কবে থেকে এই ট্যাবের বিক্রি শুরু হবে তা স্পষ্ট নয়। তবে কেনা যাবে রিয়েলমি ইন্ডিয়ার ওয়েবসাইট, ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট এবং অফলাইন দোকান থেকে।
রিয়েলমি প্যাড ২ লাইট ট্যাবে কী কী ফিচার রয়েছে দেখে নিন একনজরে
- এই ট্যাবের ডিসপ্লে একটি আই কমফোর্ট স্ক্রিন। অর্থাৎ ইউজারদের চোখে প্রভাব পড়বে না এই ট্যাবের ডিসপ্লে দেখলে।
- এই ট্যাবের স্ক্রিনে এআই আই প্রোটেকশন, আই কমফোর্ট, রিডিং, সানলাইট, ডার্ক, নাইট এবং আরও অনেক মোড রয়েছে।
- স্প্লিট স্ক্রিন মোড রয়েছে এই ট্যাবে। এর সাহায্যে মাল্টি টাস্কিং করা সম্ভব। অ্যান্ড্রয়েড ১৪ বেসড Realme UI 5- এর সাহায্যে পরিচালিত হবে এই ট্যাবটি।
- এই ট্যাবে ৮ জিবি ফিজিক্যাল র্যাম রয়েছে। ভার্চুয়াল ভাবে আরও ৮ জিবি বাড়ানো যাবে র্যামের পরিমাণ।
- ৮ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে এই ট্যাবে। ৮ মেগাপিক্সেলেরই ফ্রন্ট ক্যামেরা সেনসরও রয়েছে।
- ৮৩০০ এমএএইচ ব্যাটারি রয়েছে এই ট্যাবে। সঙ্গে রয়েছে ১৫ ওয়াটের ওয়্যারড SuperVOOC চার্জিং সাপোর্ট।
- একবার পুরো চার্জ দিলে এই ট্যাব চলবে প্রায় ১৫ ঘণ্টা। ইউএসবি টাইপ-সি পোর্টের সাহায্যে চার্জ দেওয়া যাবে এই ট্যাবে। এই ট্যাব ৮.৩২ মিলিমিটার পুরু।
আরও পড়ুন- ওয়ানপ্লাসের নতুন ইয়ারবাডস হাজির ভারতে, একবার চার্জ দিলে কতক্ষণ চলবে?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।