![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Redmi 10A Sport: ভারতে এল নতুন বাজেট ফোন রেডমি ১০এ স্পোর্ট, দাম কত? কী কী ফিচার রয়েছে দেখে নিন
Budget Phone: রেডমি ১০এ স্পোর্ট ফোন সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে। জেনে নিন এই ফোনের দাম ও বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন।
![Redmi 10A Sport: ভারতে এল নতুন বাজেট ফোন রেডমি ১০এ স্পোর্ট, দাম কত? কী কী ফিচার রয়েছে দেখে নিন Redmi 10A Sport With 6GB of RAM MediaTek Helio G25 SoC Launched in India See the Price Specifications Redmi 10A Sport: ভারতে এল নতুন বাজেট ফোন রেডমি ১০এ স্পোর্ট, দাম কত? কী কী ফিচার রয়েছে দেখে নিন](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/28/88895caf7238370ccc1619c1fb70f39f1658991312_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Redmi Smartphone: রেডমি ১০এ স্পোর্ট (Redmi 10A Sport) ফোন লঞ্চ হয়েছে ভারতে। শাওমির (Xiaomi) সাব-ব্র্যান্ড রেডমির (Redmi) এই ফোন একটি অ্যাফোর্ডেবল স্মার্টফোন (Affordable Smartphone)। অর্থাৎ ফোনের দাম সাধারণ মানুষের সাধ্যের মধ্যেই রয়েছে। বলা হচ্ছে রেডমি ৯এ স্পোর্ট (Redmi 9A Sport) ফোনের সাকসেসর মডেল হল রেডমি ১০এ স্পোর্ট। এর আগে ভারতে রেডমি ১০এ (Redmi 10A) লঞ্চ হয়েছিল। সেই ফোনের সঙ্গে নতুন মডেলের প্রচুর মিল রয়েছে। পার্থক্য রয়েছে শুধু র্যাম (RAM) এবং ইনবিল্ট স্টোরেজ কনফিগারেশনের (Inbuilt Storage Configuration) ক্ষেত্রে। এই দুটো ফারাক ছাড়া দুই ফোনেই রয়েছে মিডিয়াটেক হেলিও জি২৫ প্রসেসর, একটি ১৩ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেনসর। প্রসঙ্গত উল্লেখ্য রেডমি ১০এ ফোন চলতি বছর এপ্রিল মাসে ভারতে লঞ্চ হয়েছিল। দুটো ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছিল এই ফোন।
ভারতে রেডমি ১০এ স্পোর্ট ফোনের দাম
এই ফোনের ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ভারতে ১০,৯৯৯ টাকা। ই-কমার্স সংস্থা অ্যামাজনের পাশাপাশি Mi.com থেকেও এই ফোন কেনা যাবে। চারকোল ব্ল্যাক, সি ব্লু এবং স্লেট গ্রে- এই তিন রঙে ভারতে লঞ্চ হয়েছে রেডমি ১০এ স্পোর্ট ফোন।
রেডমি ১০এ স্পোর্ট ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন
১। এই ফোনে ৬.৫৩ ইঞ্চির একটি এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে রয়েছে। এছাড়াও রয়েছে ডুয়াল সিমের স্লট। আর রয়েছে একটি অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি২৫ প্রসেসর। তার সঙ্গে যুক্ত রয়েছে ৬ জিবি পর্যন্ত র্যাম।
২। রেডমি ১০এ স্পোর্ট ফোনে একটিই রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে। সেটি হল ১৩ মেগাপিক্সেলের। এছাড়াও রয়েছে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।
২। মাইক্রো এসডি কার্ডের সাহায্যে এই এই ফোনের ১২৮ জিবি স্টোরেজের পরিমাণ বাড়িয়ে ৫১২ জিবি পর্যন্ত করা যেতে পারে। 4G LTE কানেক্টিভিটি রয়েছে এই ফোনে।
৩। রেডমি ১০এ স্পোর্ট ফোনে রয়েছ ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০ ওয়াটের চার্জার। ফোনের ওজন ১৯৪ গ্রাম।
আরও পড়ুন- ভারতে টেকনো স্পার্ক ৯টি ফোন কবে লঞ্চ হবে? দেখে নিন সম্ভাব্য স্পেসিফিকেশন
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)