(Source: ECI/ABP News/ABP Majha)
Tecno Spark 9T: ভারতে টেকনো স্পার্ক ৯টি ফোন কবে লঞ্চ হবে? দেখে নিন সম্ভাব্য স্পেসিফিকেশন
Tecno Smartphone: ভারতে আসছে টেকনো স্পার্ক ৯টি ফোন। আগামী ২৮ জুলাই এই ফোন লঞ্চ হবে দেশে। দেখে নিন সম্ভাব্য স্পেসিফিকেশন।
Tecno Spark 9T: টেকনো স্পার্ক ৯টি (Tecno Spark 9T) ফোন আগামী ২৮ জুলাই লঞ্চ হবে ভারত। সম্প্রতি চিনের সংস্থা টেকনো (Tecno) তাদের অফিশিয়াল সোশ্যাল মিডিয়ায় এই ফোন লঞ্চের কথা ঘোষণা করেছে। অ্যামাজন ইন্ডিয়ার (Amazon India) ওয়েবসাইট এই ফোনের মাইক্রোসাইট তৈরি হয়েছে। অর্থাৎ লঞ্চের পর অ্যামাজন থেকে এই ফোন কেনা যাবে। টেকনো (Tecno Smartphone) সংস্থার এই ফোনের ডিসপ্লের উপর ওয়াটার ড্রপ স্টাইলের নচ ডিজাইন থাকতে পারে। সেখানে সেট করা থাকবে সেলফি ক্যামেরা সেনসর। এছাড়াও এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। আর থাকতে পারে একটি মিডিয়াটেক হেলিও জি৩৫ প্রসেসর, ৫০০০ এমএএইচ ব্যাটারি, ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেনসর। ভারতে টেকনো স্পার্ক ৯টি ফোনের দাম কত হতে পারে তা এখনও জানা যায়নি। টেকনো সংস্থা বা ই-কমার্স সংস্থা অ্যামাজন, কারও তরফেই এই ফোনের দাম ঘোষণা করা হয়নি।
টেকনো স্পার্ক ৯টি ফোনের সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন
- এই ফোনে মিডিয়াটেক হেলিও জি৩৫ প্রসেসর থাকতে পারে। তার সঙ্গে ৪ জিবি র্যাম যুক্ত থাকতে পারে। এই ফোনে ৩ জিবি এক্সপ্যান্ডেবল র্যামও থাকার সম্ভাবনা রয়েছে।
- এই ফোনে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেনসর থাকতে পারে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর থাকতে পারে। এছাড়াও থাকতে পারে এলইডি ফ্ল্যাশ।
- এই ফোনে ৫০০০ এমএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। এক ঘণ্টারও কমে ফোনে ৫০ শতাংশ চার্জ হতে পারে বলে দাবি করেছে টেকনো সংস্থা।
প্রসঙ্গত উল্লেখ্য, নাইজিরিয়াতে চলতি বছর জুন মাসে এই ফোন লঞ্চ হয়েছিল। অনুমান, দামের নিরিখে ভারতীয় ভ্যারিয়েন্টের সঙ্গে নাইজিরিয়ায় লঞ্চ হওয়া ফোনের মিল থাকবে। ফোনের রঙের ক্ষেত্রেও মিল থাকতে পারে। তবে নির্দিষ্ট ভাবে এই প্রসঙ্গে কিছু জানা যায়নি। অনুমান ভারতে টেকনো স্পার্ক ৯টি ফোন লঞ্চের পরেই এই ফোন সম্পর্কিত যাবতীয় তথ্য পাওয়া যাবে।
আরও পড়ুন- ইনফিনিক্স স্মার্ট ৬ প্লাস ভারতে কবে লঞ্চ হবে? দেখুন এই ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন