Samsung Galaxy A05: ১০ হাজার টাকার কমে স্যামসাং গ্যালাক্সির ফোন, ভারতে হাজির কোন মডেল?
Samsung Galaxy Phone: স্যামসাং গ্যালাক্সি এ০৫ একটি ৪জি ফোন। সেখানে রয়েছে ওয়াই-ফাই, ব্লুটুথ সাপোর্ট। আর রয়েছে জিপিএস, গ্লোনাস। টাইপ-সি ইউএসবি পোর্টও রয়েছে এই ফোনে।
Samsung Galaxy A05: ভারতে লঞ্চ হয়েছে স্যামসাংয়ের নতুন ফোন গ্যালাক্সি এ০৫ (Samsung Galaxy A05)। সাধারণত স্যামসাংয়ের গ্যালাক্সি ফোনের দাম একটু বেশিই হয়। তবে এটি একটি বাজেট সেগমেন্টের (Budget Segment Phone) ফোন। স্যামসাং গ্যালাক্সি এ০৫ ফোনে রয়েছে একটি মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর। এর সঙ্গে ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ যুক্ত রয়েছে। এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। অ্যান্ড্রয়েড ১৩- র সাপোর্ট রয়েছে স্যামসাং গ্যালাক্সি এ০৫ ফোনে। দুটো অপারেটিং সফটওয়্যারের আপগ্রেড পাবে এই ফোন। আর পাওয়া যাবে চার বছরের সিকিউরিটি আপডেট।
ভারতে স্যামসাং গ্যালাক্সি এ০৫ ফোনের দাম
এই ফোনের ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৯৯৯৯ টাকা। অন্যদিকে ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১২,৪৯৯ টাকা। কালো, হাল্কা সবুজ এবং রুপোলি রঙে এই ফোন লঞ্চ হয়েছে।
স্যামসাং গ্যালাক্সি এ০৫ ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন
- এই ফোনে রয়েছে ডুয়াল ন্যানো সিমের সাপোর্ট। ৬.৭ ইঞ্চির এইচডি প্লাস PLS LCD ডিসপ্লে রয়েছে এই ফোনে। এছাড়াও রয়েছে মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর।
- এই ফোনে প্রসেসরের সঙ্গে ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ যুক্ত রয়েছে। এক্সপ্যান্ডেবল মেমরি অপশনের সাহায্যে ৬ জিবি পর্যন্ত র্যামের পরিমাণ বাড়ানো সম্ভব।
- স্যামসাং গ্যালাক্সি এ০৫ ফোনের ডুয়াল ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে রয়েছে ২ মেগাপিক্সেলের ক্যামেরা। ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। এই ফোনের স্টোরেজের পরিমাণ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
- এটি একটি ৪জি ফোন। সেখানে রয়েছে ওয়াই-ফাই, ব্লুটুথ সাপোর্ট। আর রয়েছে জিপিএস, গ্লোনাস। টাইপ-সি ইউএসবি পোর্টও রয়েছে এই ফোনে। এর পাশাপাশি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ২৫ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে স্যামসাং গ্যালাক্সি এ০৫ ফোনে।
টেকনো সংস্থার নতুন ফোন আসছে ভারতে, দাম ১০ হাজার টাকার কম
টেকনো স্পার্ক গো ২০২৪ (Tecno Spark Go 2024) ফোন ইতিমধ্যেই নির্দিষ্ট কিছু দেশে লঞ্চ হয়েছে। এবার লঞ্চ হতে চলেছে ভারতে। এই ফোন আসলে টেকনো স্পার্ক গো ২০২৩ ফোনের সাকসেসর মডেল। টেকনো সংস্থার আসন্ন ফোনে একটি Unisoc T606 চিপসেট থাকতে পারে। আপাতত ই-কমার্স সংস্থা অ্যামাজনের মাইক্রোসাইটে (Amazon Microsite) টেকনো স্পার্ক গো ২০২৪ ফোনের নাম দেখা গিয়েছে। অর্থাৎ লঞ্চের পর এখান থেকে কেনা যাবে ফোন। তবে কবে এই ফোন লঞ্চ হবে তা জানা যায়নি।
আরও পড়ুন- স্মার্টওয়াচে SOS Support ! নয়েজের নতুন দুই মডেল হাজির ভারতে, দাম কত?