Smartwatches: স্মার্টওয়াচে SOS Support ! নয়েজের নতুন দুই মডেল হাজির ভারতে, দাম কত?
Noise Smartwatch: নয়েজ কালারফিট প্রো ৫ এবং নয়েজ কালারফিট প্রো ৫ ম্যাক্স স্মার্টওয়াচ অনলাইনে কেনা যাবে GoNoise.com, ফ্লিপকার্ট, অ্যামাজন এবং মিন্ত্রা থেকে।
Smartwatches: নয়েজ (Noise) সংস্থার নতুন স্মার্টওয়াচ লঞ্চ হয়েছে ভারতে। নয়েজের কালারফিট প্রো ৫ (Noise ColorFit Pro Series) সিরিজের দুটো স্মার্টওয়াচ দেশে লঞ্চ হয়েছে। নয়েজ কালারফিট প্রো ৫ (Noise ColorFit Pro 5) এবং নয়েজ কালারফিট প্রো ৫ ম্যাক্স- ((Noise ColorFit Pro 5 Max) এই দুই স্মার্টওয়াচ লঞ্চ হয়েছে। এর মধ্যে 'প্রো' মডেল একাধিক রঙে লঞ্চ হয়েছে। এই স্মার্টওয়াচে অসংখ্য স্পোর্টস মোড রয়েছে। এছাড়াও রয়েছে এসওএস কানেক্টিভিটির সাপোর্ট। এর পাশাপাশি নয়েজ কালারফিট প্রো ৫ স্মার্টওয়াচে লেদার, সিলিকন, নাইলন এবং মেটাল- এই চার ধরনের স্ট্র্যাপের অপশন রয়েছে।
ভারতে নয়েজের নতুন দুটি স্মার্টওয়াচের দাম
নয়েজ কালারফিট প্রো ৫ ভারতে লঞ্চ হয়েছে মিডনাইট ব্ল্যাক, ভিন্টেজ ব্রাউন, সানসেট অরেঞ্জ, ক্লাসিক ব্ল্য, ক্লাসিক ব্রাউন, এলিট ব্ল্যাক, এলিট রোজ গোল্ড, অলিভ গ্রিন, রেনবো উইভ এবং স্টারলাইট গোল্ড- এইসব রঙে। এখানে থাকছে এলিট (মেটাল), ক্লাসিক (লেদার), লাইফস্টাইল (সিলিকন) এবং উইভ (নিট) স্ট্র্যাপ অপশন। এই স্মার্টওয়াচের দাম ৩৯৯৯ টাকা।
অন্যদিকে নয়েজ কালারফিট প্রো ৫ ম্যাক্স স্মার্টওয়াচের দাম ৪৯৯৯ টাকা। এই মডেলে রয়েছে জেট ব্ল্যাক, স্পেস ব্লু, ক্লাসিক ব্ল্যাক, ক্লাসিক ব্রাউন, এলিট ব্ল্যাক, এলিট সিলভার, সেজ গ্রিজ এবং শ্যাডো ব্ল্যাক রঙের স্ট্র্যাপ অপশন। নয়েজের নতুন দুই স্মার্টওয়াচের ক্ষেত্রে এলিট এডিশনের দাম ধার্য হয়েছে ৪৯৯৯ টাকা এবং ৫৯৯৯ টাকা। নয়েজ কালারফিট প্রো ৫ এবং নয়েজ কালারফিট প্রো ৫ ম্যাক্স স্মার্টওয়াচ অনলাইনে কেনা যাবে GoNoise.com, ফ্লিপকার্ট, অ্যামাজন এবং মিন্ত্রা থেকে।
নয়েজ কালারফিট প্রো ৫ এবং নয়েজ কালারফিট প্রো ৫ ম্যাক্স- এই দুই স্মার্টওয়াচের বিভিন্ন ফিচার এবং স্পেসিফিকেশন
- ১.৮৫ ইঞ্চির AMOLED ডিসপ্লে রয়েছে প্রো ৫ ভ্যারিয়েন্টে। অন্যদিকে ম্যাক্স ভ্যারিয়েন্টে রয়েছে ১.৯৬ ইঞ্চির AMOLED ডিসপ্লে। এই দুই স্মার্টওয়াচই ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস।
- এই দুই স্মার্টওয়েচে Noise Health Suite- এর সাপোর্ট রয়েছে। ইউজারের স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন বিষয় ট্র্যাক করতে সাহায্য করবে এই হেলথ ফিচার। হার্ট রেট, স্পিল প্যাটার্ন, স্ট্রেস লেভেল, SpO2- সবই নজরদারিতে রাখা সম্ভব হবে।
- এর পাশাপাশি থাকছে Productivity Suite যা আপনাকে সারাদিন বিভিন্ন জিনিস মনে করাবে অর্থাৎ রিমাইন্ডার দেবে এবং আবহাওয়ার পূর্বাভাস জানাবে। এই দুই স্মার্টওয়াচে রয়েছে ১০০-র বেশি স্পোর্টস মোড এবং ১৫০-র বেশি ওয়াচ ফেসের সুবিধা।
- নয়েজ সংস্থার এই দুই স্মার্টওয়াচে একবার পুরো চার্জ দিলে সাতদিন পর্যন্ত তা বজায় থাকবে বলে দাবি করেছে সংস্থা। Bluetooth 5.3 কানেক্টিভিটি রয়েছে দুই স্মার্টওয়াচেই। আপনার ফোনে NoiseFit App থাকলে তার মধ্যে স্মার্টওয়াচও যুক্ত করা যাবে ফোনের সঙ্গে।
আরও পড়ুন- ৮০০০ টাকার কমে নতুন স্মার্টফোন, ফের সস্তায় ভারতে ফোন লঞ্চ করতে চলেছে টেকনো