Samsung Galaxy Smartphone: লঞ্চের আগে ফাঁস স্যামসাং গ্যালাক্সি এ৫৫ ৫জি ফোনের ছবি ! কেমন দেখতে হবে এই মডেল?
Samsung Galaxy A55 5G: এক্স মাধ্যমে স্যামসাং গ্যালাক্সি এ৫৫ ৫জি ফোনের ছবি ফাঁস হয়েছে। সেখানে দেখা গিয়েছে, হলুদ রঙে এই ফোন লঞ্চ হতে পারে। ফ্ল্যাট সাইড থাকতে চলেছে এই ফোনে।
Samsung Galaxy Smartphone: স্যামসাং গ্যালাক্সি এ৫৫ ৫জি (Samsung Galaxy A55 5G) ফোন ভারতে এবং অন্যান্য দেশে লঞ্চ হতে চলেছে আগামী সপ্তাহে, সম্ভবত ১১ মার্চ। আনুষ্ঠানিক লঞ্চের আগে স্যামসাং গ্যালাক্সি 'এ' সিরিজের (Samsung Galaxy A Series) এই ৫জি ফোনের (5G Phone) ছবি প্রকাশ্যে এসেছে। সেখান থেকে এই ফোনের ডিজাইন সম্পর্কে আভাস পাওয়া গিয়েছে। তার পাশাপাশি জানা গিয়েছে স্যামসাং গ্যালাক্সি এ৫৫ ৫জি ফোন কী কী রঙে লঞ্চ হতে পারে। প্রসঙ্গত উল্লেখ্য, স্যামসাং গ্যালাক্সি এ৫৪ ফোনের সাকসেসর হিসেবে লঞ্চ হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এ৫৫ ৫জি ফোন। এই মডেলে থাকতে চলেছে স্যামসাংয়ের নিজস্ব Exynos 1480 চিপসেট। এর সঙ্গে সর্বোচ্চ ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত রয়েছে। স্যামসাং গ্যালাক্সি এ৫৫ ৫জি ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকার কথা রয়েছে।
এক্স মাধ্যমে স্যামসাং গ্যালাক্সি এ৫৫ ৫জি ফোনের ছবি ফাঁস হয়েছে। সেখানে দেখা গিয়েছে, হলুদ রঙে এই ফোন লঞ্চ হতে পারে। ফ্ল্যাট সাইড থাকতে চলেছে এই ফোনে। এছাড়াও একটি মেটালিক ফ্রেম দেখা যাবে স্যামসাংয়ের আসন্ন এই ফোনে। আগের মডেলের প্লাস্টিক ফ্রেমের তুলনায় নতুন ফোনে আপগ্রেড ফিচার রয়েছে। যে ছবি প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে, ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এ৫৫ ৫জি ফোনে। এই ক্যামেরা সেটআপ অএকটা স্যামসাং গ্যালাক্সি এস২৪ সিরিজের মতো। এছাড়াও ফোনের ডানদিকের অংশে পাওয়ার বাটন এবং ভলিউম রকার্স রয়েছে। ফোনের ডানদিকের এই অংশে সামান্য উঁচু হয়েছে বর্ডার।
ভারতে ১১ মার্চ দুপুর ২টো ৩০ মিনিটে লঞ্চ হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এ৫৫ ৫জি ফোন। এর সঙ্গে একই দিনে লঞ্চ হতে পারে স্যামসাং গ্যালাক্সি এ৩৫ ৫জি ফোন। স্যামসাং শপ অ্যাপে এই লঞ্চ প্রসঙ্গে টিজার দেখা গিয়েছে। তবে সেখানে ফোনের নাম নির্দিষ্ট করে বলা হয়েছে। কিন্তু এমন কিছু তথ্য সেখানে শেয়ার করা হয়েছে যার সঙ্গে ফোনের ফাঁস হওয়া তথ্যের মিল রয়েছে। বলা হচ্ছে, স্যামসাং গ্যালাক্সি এ৫৫ ৫জি ফোনে একটি ৬.৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে থাকতে চলেছে। এটি একটি AMOLED ডিসপ্লে হবে। এছাড়াও এই ফোনে স্যামসাংয়ের নিজস্ব Exynos 1480 প্রসেসর থাকতে পারে। এর সঙ্গে ৬ জিবি ও ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি ও ২৫৬ জিবি ইনবিল্ট স্টোরেজ যুক্ত থাকার কথা রয়েছে। এর পাশাপাশি স্যামসাং গ্যালাক্সি এ৫৫ ৫জি ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার যুক্ত থাকতে পারে। এছাড়াও আরও দুটো ক্যামেরা সেনসর থাকবে যা সম্পর্কে কিছু জানা যায়নি। ফোনের ডিসপ্লের উপর ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে চলেছে।
আরও পড়ুন- ভারতে নতুন 'নিও' ফোন লঞ্চের ইঙ্গিত পোকো সংস্থার, কোন মডেল লঞ্চ হতে পারে?