Samsung Galaxy Buds 2 Pro: স্যামসাং গ্যালাক্সি বাডস ২ প্রো- এর দাম কত হতে পারে? দেখে নিন লঞ্চের আগে
Earbuds: স্যামসাং গ্যালাক্সি বাডস ২ প্রো ইয়ারবাডস তিনটি রঙে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। কবে লঞ্চ হবে তা নিশ্চিত ভাবে জানা যায়নি এখনও।
Samsung Galaxy Buds 2 Pro: নতুন ইয়ারবাডস লঞ্চ করতে চলেছে দক্ষিণ কোরিয়ার সংস্থা স্যামসাং। জানা গিয়েছে, স্যামসাং গ্যালাক্সি বাডস ২ প্রো (Samsung Galaxy Bus 2 Pro) লঞ্চ হবে। আগামী ১০ অগস্ট স্যামসাংয়ের গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্ট (Samsung Galaxy Unpacked Event) আয়োজিত হতে চলেছে। প্রাথমিক ভাবে শোনা গিয়েছিল সেখানেই এই ইয়ারবাডস (TWS Earbuds) লঞ্চের সম্ভাবনা রয়েছে। তবে আবার শোনা গিয়েছে যে বছর শেষেও লঞ্চ হতে পারে এই ইয়ারবাডস। গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টে এই ইয়ারবাডস লঞ্চের সম্ভাবনা নেই। আনুষ্ঠানিক লঞ্চের আগে স্যামসাং গ্যালাক্সি বাডস ২ প্রো – এর সম্ভাব্য দাম প্রকাশ্যে এসেছে। বলা হচ্ছে, এই ইয়ারবাডস গ্যালাক্সি বাডস ২- এর সাকসেসর মডেল। আর স্যামসাং গ্যালাক্সি বাডস ২ প্রো- এর দাম $230 (ভারতীয় মুদ্রায় প্রায় ১৮,৩০০) হতে পারে বলে শোনা গিয়েছে। 9To5Google- এর সাম্প্রতিক একটি রিপোর্টে এই দাম সম্পর্কে জানা গিয়েছে।
ডিজাইন ও ফিচার
স্যামসাং গ্যালাক্সি বাডস ২ প্রো ইয়ারবাডস তিনটি রঙে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। Bora Purple, Graphite, White- এই তিন রঙে লঞ্চ হতে পারে স্যামসাংয়ের নতুন ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারবাডস। গত বছর লঞ্চ হওয়া গ্যালাক্সি বাডস ২- এর তুলনায় স্যামসাংয়ের এই নতুন ইয়ারবাডসের ডিজাইন আলাদা হতে পারে বলেই শোনা যাচ্ছে।
স্যামসাং গ্যালাক্সি বাডস ২
ভারতে এই ইয়ারবাডস লঞ্চ হয়েছিল ১১,৯৯৯ টাকায়। Graphite, Lavender, Olive Green, White- এই চারটি রঙে লঞ্চ হয়েছিল স্যামসাং গ্যালাক্সি বাডস ২ ইয়ারবাডস। চার্জিং কেস সমেত প্রায় ২৯ ঘণ্টা পর্যন্ত চার্জ থাকে এই ডিভাইসে। একবার চার্জ দিলে ইয়ারবাডসগুলি প্রায় ৭.৫ ঘণ্টা টানা প্লেব্যাক সাপোর্ট দিতে পারে। এই ইয়ারবাডসগুলি IPX7 রেটিং প্রাপ্ত splash and water রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ জল বা ঘামে নষ্ট হবে না।
স্যামসাংয়ের গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টে নেক্সট জেনারেশন ফোল্ডেবল ফোন লঞ্চ হবে। অগস্ট মাসের এই ইভেন্টে গ্যালাক্সি জেড ফোল্ড ৪ এবং গ্যালাক্সি জেড ফ্লিপ ৪- এই দুই ফোন লঞ্চের কথা রয়েছে।
আরও পড়ুন- গুগল ম্যাপের স্ট্রিট ভিউ ফিচার চালু হল ভারতে, কী কী সুবিধা পাবেন?