Samsung Galaxy Smartphone: ভারতে কবে লঞ্চ হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এফ১৫ ৫জি? কী কী ফিচার থাকতে পারে এই ফোনে?
Samsung Galaxy F15 5G: এই ফোন লঞ্চের পর কেনা যাবে স্যামসাং সংস্থার ওয়েবসাইট এবং ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে। Ash Black, Groovy Violet, Jazzy Green- এই তিন রঙে ভারতে লঞ্চ হতে পারে ফোনটি।
Samsung Galaxy Smartphone: স্যামসাং গ্যালাক্সি এফ১৫ ৫জি (Samsung Galaxy F15 5G) ফোন ভারতে লঞ্চ হতে চলেছে আগামী মাসে। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টে (Flipkart) একটি মাইক্রোসাইট তৈরি করা হয়েছে এই ফোনের জন্য। সেখানে স্যামসাং গ্যালাক্সি এফ সিরিজের (Samsung Galaxy F Series) এই ৫জি ফোনের (5G Phone) ডিজাইন এবং বেশ কিছু স্পেসিফিকেশন সম্পর্কে আভাস পাওয়া গিয়েছে। স্যামসাং গ্যালাক্সি এফ১৫ ৫জি ফোনে মিডিয়াটেক ডিমেনসিটি ৬১০০ প্লাস প্রসেসর থাকতে পারে। তিনটি রঙে এই ফোন লঞ্চ লঞ্চ হতে চলেছে দেশে। এছাড়াও থাকতে পারে ৬০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি। এই ফোনে চার জেনারেশনের অ্যান্ড্রয়েড আপগ্রেড এবং পাঁচ বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। আগামী ৪ মার্চ ভারতীয় সময় দুপুর ১২টায় স্যামসাং গ্যালাক্সি এফ১৫ ৫জি ফোন ভারতে লঞ্চ হতে চলেছে। এই ফোন লঞ্চের পর কেনা যাবে স্যামসাং সংস্থার ওয়েবসাইট এবং ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে। Ash Black, Groovy Violet, Jazzy Green- এই তিন রঙে ভারতে লঞ্চ হতে পারে স্যামসাং গ্যালাক্সি এফ১৫ ৫জি ফোন।
স্যামসাং গ্যালাক্সি এফ১৫ ৫জি ফোনে কী কী ফিচার থাকতে পারে?
- ফ্লিপকার্টের মাধ্যমে জানা গিয়েছে স্যামসাংয়ের এই ফোনে একটি সুপার AMOLED ডিসপ্লে থাকতে চলেছে। এছাড়াও এই ফোনে একটি অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি ৬১০০ প্লাস চিপসেট।
- ডুয়াল সিম, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস এইসব কানেক্টিভিটি থাকতে পারে স্যামসাং গ্যালাক্সি এফ১৫ ৫জি ফোনে। অ্যান্ড্রয়েড ১৪- র সাপোর্টে পরিচালিত হতে পারে ফোন। ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে স্যামসাংয়ের এই ফোনে।
- স্যামসাং গ্যালাক্সি এফ১৫ ৫জি ফোনে ৬০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। সংস্থার দাবি, একবার পুরো চার্জ দিলে প্রায় দু'দিন চালু থাকবে ফোন। এই ফোনে চার বছরের অ্যান্ড্রয়েড আপগ্রেড এবং পাঁচ বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে বলে জানিয়েছে স্যামসাং।
- ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এফ১৫ ৫জি ফোনে। ডিসপ্লের উপরে রয়েছে ওয়াটার ড্রপ স্টাইলের নচ ডিজাইন। সেখানে সেলফি ক্যামেরা সেনসর থাকতে পারে।
- স্যামসাং গ্যালাক্সি এফ১৫ ৫জি ফোনের দাম ১৫ হাজার টাকার কমে হতে পারে। স্যামসাং গ্যালাক্সি এ১৫ ৫জি ফোনের থেকে কিছুটা সস্তা হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি 'এফ' সিরিজের নতুন ৫জি ফোন।
আরও পড়ুন- ভারতে আসছে ভিভো ভি৩০ সিরিজ, কোন কোন ফোন লঞ্চ হবে? সম্ভাব্য ফিচার কী কী?