Samsung Galaxy Smartphones: স্যামসাং গ্যালাক্সি 'এফ' সিরিজের 'স্লিমেস্ট' ফোন লঞ্চ হয়েছে ভারতে, দাম কত? কী কী ফিচার রয়েছে?
Samsung Galaxy F56 5G: স্যামসাং গ্যালাক্সি এফ৫৬ ৫জি ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। এই ফোন ৭.২ মিলিমিটার পুরু।

Samsung Galaxy Smartphones: স্যামসাং গ্যালাক্সি এফ৫৬ ৫জি ফোন লঞ্চ হয়েছে ভারতে। স্লিম ডিজাইনের এই ফোনে রয়েছে স্যামসাংয়ের নিজস্ব Exynos 1480 চিপসেট রয়েছে। তার সঙ্গে যুক্ত রয়েছে ৮ জিবি র্যাম। স্যামসাং গ্যালাক্সির এই ফোনে ৬.৭ ইঞ্চির ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়াও এই ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। ৬ বছরের অ্যান্ড্রয়েড আপগ্রেড পাওয়া যাবে স্যামসাংয়ের এই ফোনে, এমনই দাবি করেছে সংস্থা। স্যামসাং গ্যালাক্সি এফ৫৬ ৫জি ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারির সাপোর্ট রয়েছে।
ভারতে স্যামসাং গ্যালাক্সি এফ৫৬ ৫জি ফোনের দাম কত
এই ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৫,৯৯৯ টাকা। এছাড়াও রয়েছে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত মডেল, যার দাম ২৮,৯৯৯ টাকা। আপাতত শুরুর দিকে ২০০০ টাকা ব্যাঙ্ক অফার দিয়ে এই দাম রাখা হয়েছে ফোনে। সবুজ ও বেগুনি রঙে লঞ্চ হয়েছে স্যামসাংয়ের এই ফোনটি।
স্যামসাং গ্যালাক্সি এফ৫৬ ৫জি ফোনে কী কী ফিচার রয়েছে দেখে নিন একনজরে
- এই ফোনে ৬.৭ ইঞ্চির ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লেতে রয়েছে ফুল এইচডি প্লাস রেজোলিউশনের সাপোর্ট। এটি একটি Super AMOLED+ ডিসপ্লে। এর স্ক্রিনের রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ভিশন বুস্টার টেকনোলজি সাপোর্ট রয়েছে স্যামসাং গ্যালাক্সি এফ৫৬ ৫জি ফোনে। সুরক্ষার খাতিরে এর উপরে রয়েছে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস প্লাস কোটিং। ফ্রন্ট ও রেয়ার দুই প্যানেলেই রয়েছে এই সাপোর্ট।
- ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে স্যামসাং গ্যালাক্সি এফ৫৬ ৫জি ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে যার সঙ্গে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচারের সাপোর্ট রয়েছে। ফোনের স্ক্রিনের উপর রয়েছে ১২ মেগাপিক্সেলের এইচডিআর সেলফি ক্যামেরা সেনসর। এই ফোনের ক্যামেরার সঙ্গে একাধিক এআই ফিচারের সাপোর্ট রয়েছে। এই ফোনের রেয়ার ক্যামেরার সাহায্যে ২এক্স জুম ফিচার পাওয়া যায়। আর ৩০ ফ্রেম পার সেকেন্ড ১০ বিট এইচডিআর- এ ৪কে ভিডিও রেকর্ডিং করা সম্ভব।
- স্যামসাং গ্যালাক্সি এফ৫৬ ৫জি ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। এই ফোন ৭.২ মিলিমিটার পুরু। স্লিমেস্ট ফোন বলা হচ্ছে এই ফোনকে। স্যামসাং গ্যালাক্সি 'এফ' সিরিজের স্লিমেস্ট ফোন বলা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এফ৫৬ ৫জি ফোনকে।






















