Whatsapp Scam: হোয়াটসঅ্যাপে বাড়ছে দুর্নীতি, এবার শিকার কলকাতার বাসিন্দা, কী ঘটেছে?
Whatsapp Fraud: মাঝে একটু কমলেও ফের মাথাচাড়া দিয়েছে হোয়াটসঅ্যাপ স্ক্যাম। শুধু কলকাতা নয়, দেশের বিভিন্ন প্রান্তেই হোয়াটসঅ্যাপ ইউজাররা আর্থিক প্রতারণার ফাঁদে পড়েছেন।
Whatsapp Scam: হোয়াটসঅ্যাপে স্ক্যাম অর্থাৎ দুর্নীতি (Whatsapp Scam) ক্রমশ বেড়েই চলেছে। সম্প্রতি হোয়াটসঅ্যাপে দুর্নীতির (Whatsapp Fraud) শিকার হয়েছেন কলকাতার বাসিন্দা এক মহিলা। হোয়াটসঅ্যাপ স্ক্যামাররা প্রথমে ওই মহিলার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক (Whatsapp Account Hack) করে সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে। এরপর ওই মহিলার কনট্যাক্ট লিস্টে থাকা সকলকে মেসেজ করে টাকা চেয়েছে স্ক্যামাররা। ওই মহিলার কনট্যাক্টে লিস্টে হোয়াটসঅ্যাপ স্ক্যামাররা এইভাবে মেসেজ পাঠিয়েছে যাতে মনে হয় মহিলা নিজেই মেসেজ করছেন। সেখানে বার্তা দেওয়া হয়েছে যে তিনি বিপদে রয়েছেন, ওড়িশা যেতে হবে, তাই টাকা প্রয়োজন। এই দুর্নীতির কথা জানতে পেরে সাইবার সেলে যোগাযোগ করে অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা। তিনি জানিয়েছেন, তাঁর হোয়াটসঅ্যাপের কনট্যাক্ট লিস্টে থাকা ব্যক্তিদের কাছে একাধিকবার টাকা চেয়ে মেসেজ পাঠানো হয়েছে।
মহিলা জানিয়েছেন, তাঁর বাড়ির ওয়াই-ফাই ঠিকমতো কাজ করছিল না। ফলে টেলিকম সার্ভিস প্রোভাইডারের কাছে অভিযোগ জানিয়েছিলেন তিনি। ৫ জুন মহিলার কাছে ফোন আসে। ফোনের ব্যক্তি জানায় সে টেলিকম কোম্পানির এক্সিকিউটিভ। ওই ব্যক্তি মহিলাকে একটি কোড ডায়াল করতে বলেন যা ৪০১ দিয়ে শুরু হয়েছিল। এছাড়াও ৬৭ দিয়ে শুরু হওয়া একটি নম্বরও ডায়াল করতে বলা হয়। ওই ব্যক্তি মহিলাকে জানান যে ওয়াই-ফাই ঠিক হয়ে যাবে। এরপর মহিলা টের পান যে তাঁর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছে। মহিলার হোয়াটসঅ্যাপের কনট্যাক্ট লিস্টে থাকা প্রায় সকলেই মেসেজ পেয়েছেন যে মহিলা বিপদে পড়েছেন, ওড়িশা যেতে হবে, তাই টাকার প্রয়োজন।
করোনাকাল থেকেই হোয়াটসঅ্যাপে দুর্নীতির পরিমাণ বাড়ছে। মাঝে একটু কমলেও ফের মাথাচাড়া দিয়েছে হোয়াটসঅ্যাপ স্ক্যাম। শুধু কলকাতা নয়, দেশের বিভিন্ন প্রান্তেই হোয়াটসঅ্যাপ ইউজাররা আর্থিক প্রতারণার ফাঁদে পড়েছেন। কিছুদিন আগেই আরও এক দুর্নীতির প্রসঙ্গে সতর্ক করেছিল হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। ইউজারদের কাছে বিভিন্ন আন্তর্জাতিক নম্বর (Iterational Number) থেকে ফোন আসছে হোয়াটসঅ্যাপে। জানা গিয়েছে, +84, +62, +60 এবং আরও অনেক নম্বর থেকে ফোন এসেছে হোয়াটসঅ্যাপে। এইসব নম্বর থেকে ভয়েস কল, ভিডিও কল, মেসেজ সবই এসেছে ইউজারদের কাছে। সূত্রের খবর, হোয়াটসঅ্যাপ ইউজারদের কাছে মালয়েশিয়া, কেনিয়া, ভিয়েতনাম, ইথিওপিয়ার মতো দেশ থেকে ফোন আসছে। যে সমস্ত আইএসডি কোড প্রকাশ্যে এসেছে, তার থেকেই এইসব দেশের নাম প্রকাশ্যে এসেছে। কিন্তু কেন এই সমস্ত ফোনকল হোয়াটসঅ্যাপ ইউজারদের কাছে আসছে সেই প্রসঙ্গে সঠিক ভাবে এখনও কিছু জানা যায়নি। তবে ঘনঘন এই ফোন আসছে ইউজারদের কাছে। এমনও হয়েছে যে একজন ইউজারের কাছে একই নম্বর থেকে একাধিকবার ফোন এসেছে। কিংবা একাধিক নম্বর থেকে বারংবার ফোন এসেছে হোয়াটসঅ্যাপে। এক দিন অন্তর ২ থেকে ৪ বার ফোন এসেছে এমন পরিসংখ্যানও জানা গিয়েছে। নতুন সিম নিয়ে থাকলে সেইসব ইউজার আন্তর্জাতিক নম্বর থেকে তুলনায় বেশি ফোন পাচ্ছেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে।
আরও পড়ুন- লম্বায় ঠিকমতো বাড়ছে না চুল? এই নিয়মগুলো মেনে চললে পেতে পারেন উপকার