Whatsapp Scam: আন্তর্জাতিক নম্বর থেকে হোয়াটসঅ্যাপে ফোন আসছে ঘনঘন? নিরাপদে থাকতে মেনে চলুন এই তিন নিয়ম
International Call: জানা গিয়েছে, +84, +62, +60 এবং আরও অনেক নম্বর থেকে ফোন এসেছে হোয়াটসঅ্যাপে। এইসব নম্বর থেকে ভয়েস কল, ভিডিও কল, মেসেজ সবই এসেছে ইউজারদের কাছে।
Whatsapp Scam: সম্প্রতি হোয়াটসঅ্যাপে (Whatsapp) শুরু হয়েছে নতুন দুর্নীতি। ইউজারদের কাছে বিভিন্ন আন্তর্জাতিক নম্বর (Iterational Number) থেকে ফোন আসছে হোয়াটসঅ্যাপে। জানা গিয়েছে, +84, +62, +60 এবং আরও অনেক নম্বর থেকে ফোন এসেছে হোয়াটসঅ্যাপে। এইসব নম্বর থেকে ভয়েস কল, ভিডিও কল, মেসেজ সবই এসেছে ইউজারদের কাছে। এর আগেও হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইউজারদের টাকা লুঠ হয়েছে। কারণ এই অ্যাপের মাধ্যমে ইউজারদের নিশানা করা বেশ সহজ কাজ ছিল স্ক্যামারদের কাছে। বিশ্বজুড়ে জনপ্রিয় এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ। মাসে ২ বিলিয়ন অ্যাক্টিভ ইউজার রয়েছে হোয়াটসঅ্যাপের। সম্প্রতি ফের স্ক্যামারদের নিশানায় রয়েছে হোয়াটসঅ্যাপের ইউজাররা।
যদি এ জাতীয় নম্বর থেকে ফোন আসে তাহলে কী কী করবেন, কী কী করবেন না- অর্থাৎ নিজেকে কীভাবে নিরাপদে রাখবেন
প্রথম ধাপ- হোয়াটসঅ্যাপে অচেনা, অজানা নম্বর বর্তমানে বিশেষ করে আন্তর্জাতিক নম্বর থেকে ফোন এলে একেবারেই সেই ফোন তুলবেন না। যদি ভুলবশত তুলেও ফেলেন ফোন তাহলে আপনাকে কিছু বিক্রি করার চেষ্টা হলে কিছু কেনা থেকে বিরত থাকুন। দুর্দান্ত অফার দিয়ে জিনিস বিক্রি করার মতো প্রলোভন দেখাচ্ছে স্ক্যামাররা। এক্ষেত্রে সতর্ক থাকুন।
দ্বিতীয় ধাপ- এই ধরনের আন্তর্জাতিক নম্বর থেকে ফোন এলে সরাসরি সেই নম্বর ব্লক করে দিন। রিপোর্ট এবং ব্লক- দুটো করার অপশনই পাবেন ইউজাররা। যে চ্যাট বা নম্বর ব্লক করতে চাইছেন সেটার চ্যাটোবক্স খুলে ডানদিকের উপরে তিনটি ডটে ট্যাপ করলে 'more' অপশন পাবেন। এই অপশনে ক্লিক করলে আসবে ব্লক অপশন। এখানেই রিপোর্ট এবং ব্লক অপশনও পাওয়া যাবে।
তৃতীয় ধাপ- অজানা, অচেনা নম্বর বিশেষ করে কোনও আন্তর্জাতিক নম্বর থেকে যদি হোয়াটসঅ্যাপে আপনার কাছে কোনও মেসেজ বা লিঙ্ক পাঠানো হয় কিছু প্রোডাক্ট বিক্রি করার জন্য তাহলে কোনওভাবেই ওই লিঙ্কে ক্লিক করবেন না। কারণ এইসব লিঙ্কের মধ্যে থাকতে পারে ম্যালওয়্যার, যা আপনার ডেটা বা টাকা লুঠ করতে পারে। হ্যাকার বা স্ক্যামারদের উদ্দেশ্যই থাকে তথ্য বা টাকা হাতিয়ে নেওয়া। তাই সতর্ক থাকুন।
সূত্রের খবর, হোয়াটসঅ্যাপ ইউজারদের কাছে মালয়েশিয়া, কেনিয়া, ভিয়েতনাম, ইথিওপিয়ার মতো দেশ থেকে ফোন আসছে। যে সমস্ত আইএসডি কোড প্রকাশ্যে এসেছে, তার থেকেই এইসব দেশের নাম প্রকাশ্যে এসেছে। কিন্তু কেন এই সমস্ত ফোনকল হোয়াটসঅ্যাপ ইউজারদের কাছে আসছে সেই প্রসঙ্গে সঠিক ভাবে এখনও কিছু জানা যায়নি। তবে ঘনঘন এই ফোন আসছে ইউজারদের কাছে। এমনও হয়েছে যে একজন ইউজারের কাছে একই নম্বর থেকে একাধিকবার ফোন এসেছে। কিংবা একাধিক নম্বর থেকে বারংবার ফোন এসেছে হোয়াটসঅ্যাপে। এক দিন অন্তর ২ থেকে ৪ বার ফোন এসেছে এমন পরিসংখ্যানও জানা গিয়েছে। নতুন সিম নিয়ে থাকলে সেইসব ইউজার আন্তর্জাতিক নম্বর থেকে তুলনায় বেশি ফোন পাচ্ছেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে।
আরও পড়ুন- লাল-নীল, হলুদ-সবুজ, হরেক রংয়ের সম্ভার, গাড়ির নম্বর প্লেট দেখে বোঝা সম্ভব অনেক কিছুই