Poco Phones: বছরশেষে ১৫ হাজারের কমে ঝাঁ-চকচকে ৫জি ফোন ভারতের বাজারে, কোন মডেল কেনা যাবে কত টাকায়?
Poco C85 5G: ওয়্যারড ফাস্ট চার্জিংয়ের পাশাপাশি রিভার্স চার্জিংয়ের সাপোর্টও রয়েছে এই ফোনে। ভারতে তিনটি রঙে লঞ্চ হয়েছে পোকো সি৮৫ ৫জি ফোন।

Poco Phones: পোকো সি৮৫ ৫জি ফোন ভারতে লঞ্চ হয়েছে সম্প্রতি। পোকো 'সি' সিরিজের এই ৫জি ফোনে রয়েছে ৬.৯ ইঞ্চির ডিসপ্লে যেখানে ইউজাররা পাবেন এইচডি প্লাস রেজোলিউশনের সাপোর্ট। এই ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৬০০০ সিরিজের চিপসেট রয়েছে। এছাড়াও এই ফোনে ৬০০০ এমএএইচ ব্যাটারির সাপোর্ট পাবেন ইউজাররা। একবার পুরো চার্জ দিলে ১০৬ ঘণ্টা গান শোনা যাবে এই ফোনে। ওয়্যারড ফাস্ট চার্জিংয়ের পাশাপাশি রিভার্স চার্জিংয়ের সাপোর্টও রয়েছে এই ফোনে। ভারতে তিনটি রঙে লঞ্চ হয়েছে পোকো সি৮৫ ৫জি ফোন।
ভারতে পোকো সি৮৫ ৫জি ফোনের দাম কত
এই ফোনের ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১২,৪৯৯ টাকা। এই ফোনের ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৩,৪৯৯ টাকা। এছাড়াও রয়েছে ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ যুক্ত একটি ভ্যারিয়েন্ট, যার দাম ১৪,৪৯৯ টাকা। ১৬ ডিসেম্বর থেকে এই ফোনের বিক্রি শুরু হবে ফ্লিপকার্টের মাধ্যমে। ক্রেতারা পাবেন ছাড়। তবে তার জন্য এইচডিএফসি, আইসিআইসিআই এবং এসবিআই- এর ক্রেডিট কিংবা ডেবিট কার্ডের সাহায্যে ফোন কিনতে হবে। সেক্ষেত্রে অফার হিসেবে ১০০০ টাকা করে ছাড় থাকবে তিনটি ভ্যারিয়েন্টের উপরই।
আর ইন্ট্রোডাক্টরি অফার হিসেবে পোকো সি৮৫ ৫জি ফোনের বেস মডেল কেনা যাবে ১০,৯৯৯ টাকায়, যেখানে ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ রয়েছে। এর পরের ভ্যারিয়েন্ট কেনা যাবে ১১,৯৯৯ টাকায়, যেখানে ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ রয়েছে। আর হাই-এন্ড মডেল যেখানে ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশন রয়েছে, তা কেনা যাবে ১৩,৪৯৯ টাকায়। মিস্টিক পার্পল, স্প্রিং গ্রিন এবং পাওয়ার ব্ল্যাক- এই তিন রঙে ভারতে লঞ্চ হয়েছে পোকো সি৮৫ ৫জি ফোন।
Poco X8 Pro - এই ফোনও ভারতে লঞ্চ হতে চলেছে বলে শোনা গিয়েছে। যদিও পোকো সংস্থা আনুষ্ঠানিক ভাবে এখনও কিছু ঘোষণা করেনি। তবে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস অর্থাৎ বিআইএস- এর ওয়েবসাইটে দেখা গিয়েছে এই ফোনের মডেল নম্বর। তার থেকেই অনুমান, ভারতে পোকো 'এক্স' সিরিজের এই ফোন ভারতে লঞ্চ হতে আর বেশি দেরি হয়তো নেই। চিনে এই ফোন আগেই লঞ্চ হয়েছে। এবার আসতে চলেছে ভারতে। অনুমান, চিনে লঞ্চ হওয়া ভ্যারিয়েন্টের সঙ্গে ডিজাইন, ফিচার এবং দামের মিল থাকবে ভারতে লঞ্চ হতে চলা ফোনের।






















