Sony Play Station 5 Offers: সোনির প্লেস্টেশন ৫ গেমিং কনসোলে ব্যাপক ছাড়, কোথায় কী কী সুবিধা পাবেন ক্রেতারা?
Sony Gaming Console: অ্যামাজন ইন্ডিয়ার নতুন ছাড়ের ফলে ই-কমার্স সংস্থা থেকে সোনি প্লেস্টেশন ৫ স্ট্যান্ডার্ড ডিস্ক এডিশন এখন কেনা যাবে ৪৪,৯৯০ টাকা। এই গেমিং কনসোলের আসল দাম ৫৪,৯৯০ টাকা।
Sony Play Station 5 Offers: ভিডিও গেম (Video Games) খেলার নেশা রয়েছে? প্লেস্টেশন (Sony Play Station) কেনার পরিকল্পনা রয়েছে অনেকদিন থেকে? তাহলে এটাই আপনার জন্য সবচেয়ে ভাল সময়। কারণ ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়ার (Amazon India) ওয়েবসাইটে সোনি সংস্থার জনপ্রিয় গেমিং কনসোল (Sony Gaming Console) প্লেস্টেশন ৫ (Play Station 5) মডেলের বিভিন্ন ভ্যারিয়েন্টে রয়েছে বিপুল পরিমাণ ছাড়। সোনি কর্তৃপক্ষ একটি সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে বার্তা দিয়েছে যে তাদের পিএস৫ (PS5) কেনার ক্ষেত্রে ক্রেতারা অ্যামাজনে ১০ হাজার টাকা পর্যন্ত ছাড় পাবেন।
সোনির গেমিং কনসোলে অ্যামাজনের ছাড়, কত কম দামে কেনা যাবে প্লেস্টেশন, দেখে নিন
অ্যামাজন ইন্ডিয়ার নতুন ছাড়ের ফলে ই-কমার্স সংস্থা থেকে সোনি প্লেস্টেশন ৫ স্ট্যান্ডার্ড ডিস্ক এডিশন এখন কেনা যাবে ৪৪,৯৯০ টাকা। এই গেমিং কনসোলের আসল দাম ৫৪,৯৯০ টাকা। অন্যদিকে পিএস৫ স্লিম ডিস্ক এডিশন পাওয়া যাবে ৫১,৭১৫ টাকায়। এক্ষেত্রে আবার নো-কস্ট ইএমআই০ এর সুবিধাও রয়েছে ক্রেতাদের জন্য। প্রতিদিন ২৮৮ টাকা কিস্তি দিতে হবে। অ্যামাজনে প্লেস্টেশন ৫ স্লিম ডিজিটাল এডিশনের দাম ছাড় যুক্ত হওয়ার পরে এখন ৪৩,৭৪০ টাকা। এই ডিভাইসের আসল দাম ৪৪,৯৯০ টাকা। এই গেমিং কনসোল কেনার ক্ষেত্রেও ক্রেতারা নো-কস্ট ইএমআই- এর সুবিধা পাবেন যেখানে প্রতিদিন ২৪৩ টাকা কিস্তি দিতে হবে। এছাড়াও ক্রেতারা অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে সোনির পিএস৫ স্লিম এডিশন গেমিং কনসোল ক্রেনার ক্ষেত্রে নো-কস্ট ইএমআই- এর সুবিধা পাবেন।
সোনির জনপ্রিয় গেমিং কনসোল প্লেস্টেশন ৫ ডিভাইসে কী কী ফিয়ার রয়েছে, দেখে নিন
- এই গেমিং কনসোলে গেমাররা যে গেমে প্রয়োজন সেখানে 120fps- এও গেম খেলতে পারবেন।
- এই গেমিং কনসোলে রয়েছে 4K ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ।
- 8K আউটোপুট সাপোর্ট রয়েছে এই গেমিং কনসোলে যার সাহায্যে গেমাররা 4320p রেজোলিউশন ডিসপ্লেতে গেম খেলার সুযোগ পাবেন।
- পিএস৫ স্ট্যান্ডার্ড এডিশন মডেলে ইউজাররা স্ক্রিনশট নিয়ে তা পিএস নেটওয়ার্ক এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অন্যান্য গেমারদের সঙ্গে শেয়ার করতে পারবেন।
আরও পড়ুন- ভারতে আসছে নাথিং ফোন ২এ ফোনের স্পেশ্যাল এডিশন, দেশের জন্যই বিশেষভাবে তৈরি হয়েছে এই ফোন