Suzuki Intruder: চাহিদা নেই বাজারে ! সুজুকি বন্ধ করে দিল এই ক্রুজার বাইক
Suzuki Intruder Bike: দীর্ঘ পাঁচ বছরেও ভারতের বুকে সেভাবে বাজার করতে পারেনি এই বাইক। শেষে কোম্পানির এই কম দামি ক্রুজার বাইককে বন্ধ করে দিল সুজুকি ইন্ডিয়া।
Suzuki Intruder Bike: দীর্ঘ পাঁচ বছরেও ভারতের বুকে সেভাবে বাজার করতে পারেনি এই বাইক। শেষে কোম্পানির এই কম দামি ক্রুজার বাইককে বন্ধ করে দিল সুজুকি ইন্ডিয়া। শোনা যাচ্ছে, সুজুকি ইনট্রুডারের পরিবর্তে এবার সেই জায়গায় অন্য বাইক আনবে কোম্পানি।
Suzuki Intruder: অফিশিয়াল সাইট থেকে সরেছে ইনট্রুডারের ছবি
সুজুকি ইন্ট্রুডার বন্ধ করে দিলেও কোম্পানি এ ব্যাপারে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। যদিও সুজুকি ইন্ট্রুডার বাইকটিকে তার অফিশিয়াল সাইট থেকে সরিয়ে দিয়েছে কোম্পানি। হতে পারে, V-Storm SX 250 এর মতো নতুন মডেলের উপর কাজ করছে সুজুকি। যা ইন্ট্রুডারের পরিবর্তে ভারতের রাস্তায় দেখা যাবে।
Suzuki Intruder Bike: সেলের কারণেই বন্ধ বাইক ?
অটো সাইটগুলির মতে, বিক্রি কম হওয়ার কারণেই আর এই বাইকের দিকে নজর দিচ্ছিল না সুজুকি। কোম্পানি চিপের অভাব ও অন্যান্য কিছু বিষয়ের কথা উল্লেখ করে উৎপাদন বন্ধ করার ইঙ্গিত দিয়েছিল আগেই। তবে মন রাখতে হবে, সুজুকির বাইক হওয়া সত্ত্বেও সেভাবে ভারতের ক্রুজার মার্কেট ধরতে পারেনি ইনট্রুডার।
Suzuki Intruder: নকশাই কাল হল ?
2017 সালে কোম্পানি সুজুকি ইন্ট্রুডার চালু করেছিল। এই ক্রুজার বাইকটি জিক্সার প্ল্যাটফর্মে তৈরি করা হয়েছিল। রোডস্টারের মতো এই বাইকে ইঞ্জিন ও ভাল ফিচার দেওয়া হয়েছিল। ওই সময়ে এই ক্রুজার বাইকটি বাজাজ অ্যাভেঞ্জারের সঙ্গে প্রতিযোগিতায় নেমেছিল। কোম্পানির মতে, এই বাইক বিক্রি না হওয়ার প্রধান কারণ এর নকশা। যা মানুষকে আকৃষ্ট করতে পারেনি। এমন পরিস্থিতিতে বাজারে টিকে থাকা কঠিন হয়ে উঠেছিল বাইকের।
Suzuki Intruder Bike: কত দাম ছিল বাইকের ?
এটি 2017 সালে চালু হওয়ার এক বছর পরে আপডেট করা হয়েছিল। 2020 সালে এটি BS6 ইঞ্জিনের একটি আপডেট পেয়েছিল। যার পরে বাইকের দাম 1.20 লক্ষ (এক্স-শোরুম) এর উপরে পৌঁছেছে। একই সময়ে বাজাজ অ্যাভেঞ্জার 220 এর মতো প্রতিযোগী বাইকগুলিকে কম দামে বাজারে পাওয়া যাচ্ছিল। যার প্রভাব পড়ে ইনট্রুডারের ওপর।