(Source: Poll of Polls)
Tecno Spark 20 5G Phone: ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা, ৫০০০ এমএএইচ ব্যাটারি, টেকনোর নতুন ৫জি ফোনে কী কী ফিচার রয়েছে?
Budget 5G Phone: ভারতে টেকনো স্পার্ক ২০ প্রো ৫জি ফোন লঞ্চ হয়েছে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ নিয়ে। এই ভ্যারিয়েন্টের দাম ১৩,৯৯৯ টাকা। এই ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছে টেকনো স্পার্ক ২০ প্রো ৫জি ফোনের।
Tecno Spark 20 5G Phone: ভারতে একের পর এক সংস্থা কম দামে ৫জি ফোন (5G Phone) লঞ্চ করছে। তার মধ্যে একটি হল টেকনো (Tecno Phones) সংস্থা। এর আগে ১০ হাজার টাকার ৫জি ফোন ভারতে লঞ্চ করেছিল টেকনো। এবার ফের একটি মাঝামাঝি দামের মধ্যে ৫জি ফোন এনেছে এই সংস্থা। ভারতে লঞ্চ হয়েছে টেকনো স্পার্ক ২০ ৫জি ফোন (Tecno Spark 20 5G Phone)। এই ফোনে রয়েছে একদম অন্য ধরনের রেয়ার প্যানেল ডিজাইন। সেখানে রয়েছে একটি বাক্সের মতো ক্যামেরা আইল্যান্ড। টেকনো স্পার্ক সিরিজের এই ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত ডিসপ্লে, ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা এবং মিডিয়াটেক ডিমেনসিটি চিপসেট রয়েছে।
ভারতে টেকনো স্পার্ক ২০ প্রো ৫জি ফোন লঞ্চ হয়েছে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ নিয়ে। এই ভ্যারিয়েন্টের দাম ১৩,৯৯৯ টাকা। এই একটিই ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছে টেকনো স্পার্ক ২০ প্রো ৫জি ফোনের। দুটো রঙে এই ফোন ভারতে লঞ্চ হয়েছে।
টেকনো স্পার্ক ২০ প্রো ৫জি ফোনে কী কী ফিচার রয়েছে
- এই ফোনে ৬.৭৮ ইঞ্চির ডিসপ্লে রয়েছে। তার মধ্যে রয়েছে পাঞ্চ হোল কাট আউট। সেখানে ফ্রন্ট ক্যামেরা সেনসর সাজানো থাকবে। এই ডিসপ্লেতে ফুল এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া যাবে। এই স্ক্রিনের রিফ্রেশ রেট ১২০ হার্টজ।
- একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে ফোনের ডিসপ্লের উপর। এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে। একটি চৌকো আকৃতির ক্যামেরা মডিউল দেখা যাবে এই ফোনে।
- ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিটে রয়েছে ১০৮ মেগাপিক্সেলের মেন সেনসর এবং তার সঙ্গে ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ইউনিট রয়েছে। 1080p ভিডিও রেকর্ড করা যাবে এই ফোনে।
- টেকনো স্পার্ক ২০ প্রো ৫জি ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৬০৮০ অক্টা-কোর চিপসেট। এর সঙ্গে ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ যুক্ত রয়েছে। মাইক্রো এসডি কার্ডের সাহায্যে স্টোরেজের পরিমাণ বাড়ানো সম্ভব। আর র্যামের পরিমাণ আরও ৮ জিবি বাড়িয়ে ১৬ জিবি করা যাবে এক্সটেন্ডেড র্যাম ফিচারের সাহয্যে।
- এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। Dolby Atmos সাপোর্ট যুক্ত ডুয়াল স্পিকার রয়েছে এই ফোনে। এছাড়াও রয়েছে ব্লুটুথ ৫.৩ সাপোর্ট।
- ইউজারদের সুরক্ষার জন্য রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এফএম শোনার সুবিধাও পাবেন ইউজাররা।
আরও পড়ুন- ১৫ হাজারের কমে রেডমির আকর্ষণীয় ৫জি ফোন, ক্যামেরা থেকে ব্যাটারি- ভাল ফিচার সবেতেই
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।