এক্সপ্লোর
Multibagger Stock: ১ বছরে ৭০০ শতাংশেরও বেশি মুনাফা; কোটিপতি করেছে এই স্মলক্যাপ স্টক
Small Cap Stock: এই সংস্থার নাম ইরায়া লাইফকেয়ার। মূলত হেলথকেয়ার সেক্টরের এই সংস্থার শেয়ারেই এক বছরে ৭৩৬ শতাংশ রিটার্ন এনে দিয়েছে। বিগত ২ বছরের হিসেবে এই একটি স্মলক্যাপ স্টকে ১৪,৪৬১ শতাংশ মুনাফা এসেছে।
মাল্টিব্যাগার এই স্টক ধনী করেছে বিনিয়োগকারীদের
1/9

সাতটি ট্রেডিং সেশনে টানা ৫ শতাংশ আপার সার্কিটেই রয়েছে এই স্টক। বিপুল মুনাফা দিয়েছে বিনিয়োগকারীদের।
2/9

সোমবার অর্থাৎ গতকালের বাজার বন্ধের সময় এই শেয়ারের দাম বন্ধ হয়েছিল ১৩১ টাকায়। ৫ শতাংশ লাফ দিয়েছিল শেয়ারের দাম।
Published at : 21 Jan 2025 10:47 AM (IST)
আরও দেখুন






















