এক্সপ্লোর
Multibagger Stock: ১ বছরে ৭০০ শতাংশেরও বেশি মুনাফা; কোটিপতি করেছে এই স্মলক্যাপ স্টক
Small Cap Stock: এই সংস্থার নাম ইরায়া লাইফকেয়ার। মূলত হেলথকেয়ার সেক্টরের এই সংস্থার শেয়ারেই এক বছরে ৭৩৬ শতাংশ রিটার্ন এনে দিয়েছে। বিগত ২ বছরের হিসেবে এই একটি স্মলক্যাপ স্টকে ১৪,৪৬১ শতাংশ মুনাফা এসেছে।

মাল্টিব্যাগার এই স্টক ধনী করেছে বিনিয়োগকারীদের
1/9

সাতটি ট্রেডিং সেশনে টানা ৫ শতাংশ আপার সার্কিটেই রয়েছে এই স্টক। বিপুল মুনাফা দিয়েছে বিনিয়োগকারীদের।
2/9

সোমবার অর্থাৎ গতকালের বাজার বন্ধের সময় এই শেয়ারের দাম বন্ধ হয়েছিল ১৩১ টাকায়। ৫ শতাংশ লাফ দিয়েছিল শেয়ারের দাম।
3/9

এই সংস্থার নাম ইরায়া লাইফকেয়ার। মূলত হেলথকেয়ার সেক্টরের এই সংস্থার শেয়ারেই এক বছরে ৭৩৬ শতাংশ রিটার্ন এনে দিয়েছে।
4/9

আর বিগত ২ বছরের হিসেবে এই একটি স্মলক্যাপ স্টকে টাকা রাখলে আজকের দিনে বিনিয়োগকারীরা পেতেন ১৪,৪৬১ শতাংশ মুনাফা।
5/9

আর শেষ তিন বছর ধরে এই স্টকে কেউ বিনিয়োগ ধরে রাখলে আজকের দিনে বিনিয়োগকারীরা রিটার্ন পেতেন ১৫,৮৮১ শতাংশ।
6/9

২০২৪ সালের অক্টোবর পর্যন্ত হিসেবে দেখা যাচ্ছে এই সংস্থায় পাবলিক শেয়ারহোল্ডিং সবথেকে বেশি ৩৬.৭ শতাংশ।
7/9

আর এই সংস্থার মালিকদের কাছে স্টেক রয়েছে এই সংস্থার ৩৫.২ শতাংশ, বিদেশি বিনিয়োগ রয়েছে ২৬.৮৩ শতাংশ।
8/9

মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।
9/9

ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।
Published at : 21 Jan 2025 10:47 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
মালদা
Advertisement
ট্রেন্ডিং
