TRAI OTP: আগামী মাস থেকে ফোনে দেরিতে আসবে ওটিপি ! কী বদল আনছে টেলিকম মন্ত্রক ?
TRAI Rule: দেশের সমস্ত টেলিকম অপারেটরগুলিকে এই টেলিকম মন্ত্রক নির্দেশ দিয়েছে যাতে তারা এবার থেকে এমন সব মেসেজ নিয়ন্ত্রণ করে যাতে ইউআরএল, ওটিটি লিঙ্ক বা কোনও অ্যাপ্লিকেশনের লিঙ্ক থাকে।
Telecom Operator: বর্তমানে দেশের যে কোনও প্রান্ত থেকেই খুব সহজে কলিং ও ইন্টারনেটের সুবিধে পান গ্রাহকরা। আর এই পরিসরেই হু হু করে বেড়েছে স্প্যাম কল ও মেসেজের মাত্রা। এই ভুয়ো মেসেজ, ফোনের মাত্রা কমাতে ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি (TRAI OTP) একটি নতুন পদক্ষেপ করতে চলেছে। দেশের সমস্ত টেলিকম অপারেটরগুলিকে এই টেলিকম মন্ত্রক নির্দেশ দিয়েছে যাতে তারা এবার থেকে এমন সব মেসেজ নিয়ন্ত্রণ করে যাতে ইউআরএল, ওটিটি লিঙ্ক বা কোনও অ্যাপ্লিকেশনের লিঙ্ক থাকে। সাদা তালিকায় না থাকলে সেই ফোন নম্বর (OTP Rule) থেকে কোনও মেসেজ বা ফোন যাতে না হয় তা দেখবে টেলিকম অপারেটরগুলি।
এই নতুন নিয়ম কার্যকর হবে আগামী ১ সেপ্টেম্বর থেকে। জালিয়াত, প্রতারকরা যাতে ভুয়ো মেসেজ, ফোন কলের মাধ্যমে মানুষকে প্রতারণা করতে না পারে, সেই জন্য ব্যাঙ্ক ও এমন ওয়েবসাইটগুলিকে (TRAI OTP) হোয়াইট লিস্টে নিজেদের নিবন্ধন করতে হবে। ৩১ অগাস্টের মধ্যে সাদা তালিকায় তাদের নাম নথিভুক্ত করাতে হবে বলেই নির্দেশ দিয়েছে টেলিকম মন্ত্রক। যে সমস্ত সংস্থা ওটিপি পাঠাবে, তাদের ক্ষেত্রে এই নিবন্ধন জরুরি।
বর্তমানে সংস্থা এবং ব্যাঙ্ককে মেসেজের কনটেন্ট বাদ দিয়ে হেডার ও টেমপ্লেট রেজিস্টার করতে হয় টেলিকম নিয়ন্ত্রক সংস্থার কাছে। যদিও এই নতুন নির্দেশিকায় নেটওয়ার্ক অপারেটরদের একটি নয়া পদ্ধতি অবলম্বন করতে বলা হয়েছে যাতে তারা মেসেজের কনটেন্টও পড়তে পারে এবং প্রয়োজনমত সেই মেসেজ ব্লক করতে পারে। এই নতুন নিয়ম কার্যকর হলে ভুয়ো মেসেজে জালিয়াতির সংখ্যা অনেকটাই কমে যাবে। তবে জানা গিয়েছে রিলায়েন্স জিও, ভারতী এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়ার মত সংস্থা এই নিবন্ধনের ডেডলাইন বাড়ানোর আবেদন করেছে টেলিকম মন্ত্রকের কাছে। তবে একটি প্রতিবেদনে জানা গিয়েছে টেলিকম রেগুলেটরি সংস্থা টেলিকম অপারেটরদের আর বেশি সময় দিতে অস্বীকার করেছে।
টেলিকম কোম্পানিগুলিকে (TRAI Rule) অবগত করে একটি ক্যাম্পেইনে TRAI জানিয়েছে এপ্রিল থেকে জুনের মধ্যে গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে এমন সমস্ত অবৈধ টেলিমার্কেটিং সংস্থার নাম তালিকাভুক্ত করতে হবে টেলিকম অপারেটরদের (Spam Call)। সাধারণত স্প্যাম কল আসে এমন সব ১০ অঙ্কের নম্বর থেকে যার কারণে গ্রাহকদের বুঝতে সমস্যা হয়। টেলিকম রেগুলেটর সংস্থা কড়া নির্দেশ দিয়েছে যাতে সমস্ত টেলিমার্কেটিং কোম্পানি ১৪০ কোড ব্যবহার করেই ফোন করেন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Bank Holidays in September: ব্যাঙ্কে গিয়ে কাজ হবে না, সেপ্টেম্বরে ১৪ দিন ছুটি থাকবে ব্রাঞ্চ