Murshidabad News : তৃণমূল নেতার দাদার দোকানে আগুন লাগাল কে...আবার হিংসা? পুলিশের তদন্তে চাঞ্চল্যকর দাবি
পুলিশের দাবি মুর্শিদাবাদের ধুলিয়ানে পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। কিন্তু বুধবার সকালে ফের জ্বলল আগুন ।

রাজীব চৌধুরী ও আবির দত্ত,মুর্শিদাবাদ: রাস্তাজুড়ে ছড়িয়ে ছিটিয়ে ইটের টুকরো, পাথর। কোথাও পুড়ে গেছে দোকান, কোথাও ঘরবাড়ি। ওয়াকফ-বিক্ষোভের নামে অশান্তির জেরে নিজভূমে ভিটেহারা হতে হয়েছে বহু পরিবারকে। আর যে পরিবারগুলো বাড়িতে রয়েছে, তাঁদেরও তাড়া করছে আতঙ্ক। মুর্শিদাবাদের ধুলিয়ানের জাফরাবাদের দাস পরিবারে এবার পয়লা বৈশাখ বলে কিছু নেই। ধুলিয়ানে একটি হোটেলের ভিতরেও চলেছে বেলাগাম তাণ্ডব। তাই গ্রামে আছে শুধু আতঙ্ক। পুলিশের দাবি মুর্শিদাবাদের ধুলিয়ানে পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। কিন্তু বুধবার সকালে ফের জ্বলল আগুন ।
সকালে দোকান খুলতে এসে তৃণমূল পরিচালিত মুর্শিদাবাদের ধুলিয়ান পুরসভার ভাইস চেয়ারম্যানের দাদা দেখলেন, সব শেষ ! চারিদেকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পোড়া চুড়ি, কসমেটিক্স। পুড়ে ছাই দোকানে মজুত থাকা অন্যান্য জিনিস। আগুনের তাপে গলে ঝুলে পড়েছে ফলস সিলিং! ধুলিয়ানে বন্ধ দোকানে আগুন লেগে সব শেষ হয়ে গেন। কে লাগাল আগুন ? কীসের রাগে? ফের কি হিংসার আগুনের গ্রাসে চলে গেল দোকানটি?
৫ নম্বর ওয়ার্ডের কসমেটিক্সের দোকানটিতে আজ সকালে আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, আগুন লাগানো হয়েছে। কিন্তু প্রাথমিক তদন্তের পর পুলিশের দাবি, দুর্ঘটনাবশত দোকানে আগুন লাগে। এর সঙ্গে স্থানীয় অশান্তির ঘটনার কোনও যোগ নেই।
গত কয়েকদিনের ভয়াবহতার রেশ এখনও ম্লান হয়নি। এরই মধ্যে এই ঘটনার জেরে আতঙ্কিত এলাকার বাসিন্দারা। দাবি করছেন,
সঠিক তদন্ত করে দোষীদের শাস্তি দিতে হবে। আমরা আতঙ্কিত। স্থানীয় বিধায়ক আশ্বস্ত করেছেন, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। সামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম এদিন বলেন, ' দোকানে আগুন লাগার ঘটনার সিসি ফুটেজ আছে। সেই ফুটেজ সংগ্রহ করতে বলা হয়েছে। সিসি ফুটেজে দোষীকে দেখা গেলে প্রকাশ্যে ব্যবস্থা নেওয়া হবে। কেন্দ্রীয় বাহিনী এই উস্কানি দিচ্ছে, না হলে তারা কোনও কাজ করছে না।'
চোখের সামনে যেভাবে ভাঙচুর হয়েছে, লুঠপাট চলেছে, আগুন লাগানো হয়েছে, তাতে আতঙ্কিত স্থানীয়রা। গ্রামে গ্রামে তৈরি করা হয়েছে শান্তি কমিটি। নতুন করে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হওয়া আটকাতে কমিটির সদস্যরা কখনও পথসভা করছেন। কখনও গ্রামবাসীদের নিয়ে মিছিল করছেন।






















