![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Truecaller: ট্রুকলার অ্যাপে এআই যুক্ত কল রেকর্ডিং ফিচার, কাজ করবে অ্যান্ড্রয়েড এবং আইফোনে, কী সুবিধা পাবেন?
AI Based Call Recording: ট্রুকলারের প্রিমিয়াম ইউজাররাই শুধুমাত্র এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক কল রেকর্ডিংয়ের সুবিধা অয়াবেন। এই সাবস্ক্রিপশনের খরচ মাসে ৭৫ টাকা এবং বছরে ৫২৯ টাকা।
![Truecaller: ট্রুকলার অ্যাপে এআই যুক্ত কল রেকর্ডিং ফিচার, কাজ করবে অ্যান্ড্রয়েড এবং আইফোনে, কী সুবিধা পাবেন? Truecaller now allows users in India to record their calls using AI in android and ios version Truecaller: ট্রুকলার অ্যাপে এআই যুক্ত কল রেকর্ডিং ফিচার, কাজ করবে অ্যান্ড্রয়েড এবং আইফোনে, কী সুবিধা পাবেন?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/26/8032a97d020d27f9cdbaa642c3b7fa151708957932330485_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Truecaller: ট্রুকলার অ্যাপের (Truecaller App) সঙ্গে স্মার্টফোন ইউজাররা প্রায় সকলেই পরিচিত। আপনার ফোনে যদি কোনও অচেনা নম্বর থেকে ফোন আসে তাহলে কে ফোন করছে তা আপনি জেনে নিতে পারবেন এই ট্রুকলার অ্যাপের মাধ্যমে। অ্যান্ড্রয়েড (Android) এবং আইওএস (iOS)- দুই মাধ্যমেই এই অ্যাপ কাজ করে। আজকাল প্রায় সকলেই অ্যান্ড্রয়েড ফোন হোক বা আইফোনে- দু'ক্ষেত্রেই এই ট্রুকলার অ্যাপের ব্যবহার করে থাকেন। আপনার ফোনে সেভ না থাকা এমন নম্বর থেকে ফোন এলে কে ফোন করছেন তা জানিয়ে দেয় এই ট্রুকলার অ্যাপ। এবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI Based Call Recording) ভিত্তিক কল রেকর্ডিং ফিচার চালু হয়েছে ট্রুকলারে। ভারতের ইউজাররাও এই পরিষেবা পাবেন। অ্যান্ড্রয়েড এবং আইওএস- উভয় মাধ্যমেই ট্রুকলার অ্যাপের এই নতুন এআই ভিত্তিক কল রেকর্ডিং ফিচার কাজ করবে বলে জানা গিয়েছে। এর মাধ্যমে ইনকামিং এবং আউটগোয়িং, দু'ক্ষেত্রেই কল রেকর্ডিং করা যাবে ট্রুকলার অ্যাপের সাহায্যে। এর ফলে ইউজার গুরুত্বপূর্ণ কথোপকথন রেকর্ড করে রাখতে পারবেন।
অনেক ইউজারকেই কর্মসূত্রে দীর্ঘ সময়ের ফোনকল করতে হয়। গুরুত্বপূর্ণ কথোপকথন হলে নোট নিয়ে রাখতে হয়। কারণ আজকাল অনেক অ্যান্ড্রয়েড ফোনেই কল রেকর্ডিংয়ের পরিষেবা থাকে না। আইফোনেও এই সুবিধা নেই। অতএব সেক্ষেত্রে ইউজার ট্রুকলার অ্যাপের মাধ্যমে এই এআই ভিত্তিক ফিচারের সাহায্যে ফোনকল রেকর্ড করতে পারবেন। এমনিতেও বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রায় সর্বত্রই যুক্ত হচ্ছে। আর তাই কল রেকর্ডিংয়ের ক্ষেত্রে ট্রুকলার অ্যাপও এআই- এর হাত ধরেছে। শুধু পেশাগত কারণে নয়, ব্যক্তিগত স্তরেও ট্রুকলার অ্যাপের এই ফিচার যথেষ্ট কার্যকরী হবে বলেই মনে করছে কর্তৃপক্ষ।
কারা এই সুবিধা পাবেন
জানা গিয়েছে, ট্রুকলারের প্রিমিয়াম ইউজাররাই শুধুমাত্র এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক কল রেকর্ডিংয়ের সুবিধা অয়াবেন। ট্রুকলারের প্রিমিয়াম সাবস্ক্রিপশনের খরচ মাসে ৭৫ টাকা এবং বছরে ৫২৯ টাকা। এই সাবস্ক্রিপশন থাকলে তবেই নতুন ফিচারের সুবিধা পাওয়া যাবে ট্রুকলার অ্যাপে। তবে এমনিতে ট্রুকলার অ্যাপের পরিষেবা পাওয়ার জন্য সাবস্ক্রিপশন নেওয়ার প্রয়োজন নেই। অর্থাৎ যদি আপনার অ্যান্ড্রয়েড ফোনে কিংবা আইফোনে ট্রুকলার অ্যাপ ডাউনলোড করা থাকে, তাহলে আপনার ফোনে কোনও অজাআ, অচেনা নম্বর থেকে ফোন এলে কে ফোন করছেন, ওই সিম কোথাকার এইসব বেসিক তথ্য পাওয়া যাবে। এর ফলে সহজে স্প্যাম কল এড়াতে পারবেন ইউজাররা। এর পাশাপাশি অজানা, অচেনা নম্বর দেখে ফোন না ধরার সময় কোনও গুরুত্বপূর্ণ ফোন ইউজার মিস করে যাবেন না।
আরও পড়ুন- 'গ্যালাক্সি রিং', স্যামসাংয়ের নতুন স্মার্ট ডিভাইস, নিখুঁতভাবে খেয়াল রাখবে স্বাস্থ্যের
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)