Elon Musk VS Parag Agrawal: ট্যুইটার স্প্যাম নিয়ে পরাগের সাফাই, উত্তরে এ কী করলেন মাস্ক !
Elon Musk on Twitter CEO: থামার নাম নিচ্ছে না, ট্যুইটার যুদ্ধে সিইও পরাগ অগরওয়ালকে 'নোংরা আক্রমণের' পথে হাঁটলেন ইলন মাস্ক।
Elon Musk on Twitter CEO: থামার নাম নিচ্ছে না, ট্যুইটার যুদ্ধে সিইও পরাগ অগরওয়ালকে 'নোংরা আক্রমণের' পথে হাঁটলেন ইলন মাস্ক। পরাগকে পাঠালেন 'পাইল অফ পু' এর ইমোজি। সাধারণত দুর্গন্ধযুক্ত অনুভূতির ক্ষেত্রেই ব্যবহার করা হয় এই ইমোজি।
Elon Musk VS Parag Agrawal: কোথা থেকে সংঘাতের সূত্রপাত ?
ট্যুইটার কেনার কথা বললেও শেষ পর্যন্ত এগোয়নি ইলন মাস্কের সঙ্গে ট্যুইটারের ডিল। টেসলা প্রধান 'ডিল ফাইনাল নয়' বলতেই ধস নেমেছে ট্যুইটারের শেয়ারে। ট্যুইটারে ফেক অ্যাকাউন্ট নিয়ে প্রশ্ন তুলে চুক্তি ঠান্ডাঘরে পাঠিয়েছেন টেসলা প্রধান। যদিও তার পাল্টা দিয়েছে ট্যুইটারের সিইও পরাগ অগরওয়াল।
Parag Agrawal on Twitter Spam Account: স্প্যাম নিয়ে এই বলেছেন পরাগ
ইলন মাস্কের জবাবে টানা ট্যুইট করে চলেছেন ট্যুইটারের সিইও। পরাগ অগারওয়াল জানিয়েছেন, গত চারটি ত্রৈমাসিকে সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে কোনওভাবেই স্প্যাম বা ভুয়ো অ্যাকাউন্টের সংখ্যা ৫ শতাংশের নিচে রয়েছে। এই বিষয়ে সাফাই দিতেও ছাড়েননি ভারতীয় বংশোদ্ভূত ট্যুইটারের কর্ণধার। তিনি জানান, মাইক্রো ব্লগিং প্লাটফর্মে অনেক অ্যাকাউন্ট ভুয়ো মনে হলেও আসলে সেইসব ব্যক্তিদের ট্যুইটারে অস্তিত্ব রয়েছে।
Elon Musk on Twitter CEO: এ কী করলেন মাস্ক !
বিগত কিছুদিন ধরেই নাম না করে মাস্কের ট্যুইটারকে স্প্যামের বিরুদ্ধে একের পর এক বড় ট্যুইট করছিলেন পরাগ। ট্যুইটার নিয়ে জনমনে যাতে ভ্রান্ত ধারণা তৈরি না হয়, তা নিয়ে স্পষ্ট বক্তব্য রেখেছেন তিনি। যদিও পরাগের এই বক্তব্য উড়িয়ে দিয়েছেন মাস্ক। উল্টে পাল্টা জবাবে ট্যুইটারের সিইওকে 'পাইল অফ পু'-এর ইমোজি পোস্ট করেছেন টেসলার প্রধান। ইলন মাস্কের এই প্রতিক্রিয়া অবাক করেছে ট্যুইটারাতিদের। সাধারণত বিরক্তিকর দুর্গন্ধময় অনুভূতি প্রকাশের ক্ষেত্রেই এই ধরনের ইমোজি ব্যবহার করা হয়।
Elon Musk VS Parag Agrawal: আগে যা হয়েছে
টুইটার কেনা নিয়ে চূড়ান্ত পর্যায়ের আলোচনা চলাকালীন, এপ্রিল মাসেই টুইটারের চেয়ারম্যান ব্রেট টেলরের সঙ্গে এ নিয়ে ইলনের কথা হয়েছিল। সূত্রের খবর, সেই সময়ই ইলন জানিয়ে দিয়েছিলেন যে, বর্তমান টুইটার ম্যানেজমেন্টের উপর বিন্দুমাত্র ভরসা নেই তাঁর। সেই অনুয়ায়ী মাস্ক ট্যুইটার কিনলে পরাগের ইস্তফা ছিল কেবল সময়ের অপেক্ষা।