(Source: ECI/ABP News/ABP Majha)
SBI Loan Interest Rate Increased : ঋণ নিয়ে বাড়ি-গাড়ি কেনার প্ল্যান? ইএমআই-বৃদ্ধির পথে এই ব্যাঙ্ক
SBI Hikes MCLR : স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পথে হাঁটতে পারে এবার অন্যান্য ব্যাঙ্কগুলিও।
SBI hikes MCLR : এইচডিএফসির পর ঋণে সুদের হার বাড়ল এসবিআইতেও। ১০ বেসিস পয়েন্ট ঋণের হার বাড়াল এসবিআই ( State Bank Of India )। এর ফলে কপালে ভাঁজ পড়ল সাধারণ মানুষের। যাঁরা বাড়ি বা গাড়ি কিনেছেন ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে তাঁদের বোঝা বাড়ল।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ঋণে সুদের হার বৃদ্ধিতে ইএমআই বৃদ্ধি পাবে। ঋণের হার বৃদ্ধির ফলে বাড়তে পারে বাড়ি-গাড়ির ইএমআইও। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পথে হাঁটতে পারে এবার অন্যান্য ব্যাঙ্কগুলিও।
চিন্তিত অর্থনীতিবিদরা
গৃহঋণের সুদের পরিমাণ বাড়ার জেরে নতুন বাড়ি কেনার পরিকল্পনা যারা করছিলেন, সেই ভাবনা যে বেশ কিছুটা ধাক্কা খাবে, তেমনটাই মনে করছেন অর্থনীতিবিদরা। পাশাপাশি যারা ইতিমধ্যে গৃহঋণ করে ফেলেছেন, তাঁদের মূল্যবৃদ্ধির এই বাজারে আরও আর্থিক অসঙ্গতিতে পড়তে হবে বলেও মত অর্থনীতি বিশেষজ্ঞদের। পাশাপাশি অর্থনীতিবিদদের আশঙ্কা, ভবিষ্যতে রেপো রেট আরও বাড়াতে পারে আরবিআই। সেক্ষেত্রে আরও চড়তে পারে বাড়ি-গাড়ির ঋণের অঙ্ক।
ভারতের বৃহত্তম সরকারি-ক্ষেত্রের ঋণদাতা, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ১৫ মে থেকে কার্যকর ঋণের হারের প্রান্তিক ব্যয় (MCLR) ১০ বেসিস পয়েন্ট বৃদ্ধির ঘোষণা করে। ২০১৬ সালে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের প্রবর্তিত, MCLR হল সর্বনিম্ন সুদ (minimum interest ), যে হারে ব্যাঙ্কগুলি তাদের গ্রাহকদের ঋণ দিতে পারে৷ এটি সাধারণত ঋণের মেয়াদের উপর ভিত্তি করে গণনা করা হয় যখন এমসিএলআর হার নির্ধারণ করার সময় নগদ রিজার্ভ অনুপাত, তহবিলের প্রান্তিক ব্যয়, টেনার প্রিমিয়াম এবং ব্যাঙ্কের অপারেশনাল খরচের মতো বিষয়গুলি বিবেচনা করে। MCLR সাধারণত মাসিক ভিত্তিতে সংশোধিত হয়। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের রেপো রেট বাড়ানোর সিদ্ধান্তের পটভূমিতে SBI-এর MCLR-তে সংশোধনী এসেছে।
মহামারী কাটিয়ে ঘুরে দাঁড়ানোর পথে ধাক্কা
মাঝে দু'বছর অতিমারীর জেরে রুখে দাঁড়িয়েছিল দেশের অর্থনীতির চাকা। মারণ ভাইরাসের আক্রমণ কেড়ে নিয়েছিল প্রাণ থেকে জীবন-জীবিকা। করোনার ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর পথে আপাতত দেশজুড়ে ফের চোখ রাঙাচ্ছে মূল্যবৃদ্ধির আতঙ্ক। ক্রমশ চড়ছে পেট্রোল-ডিজেল সহ জ্বালানির দাম। গৃহস্তের হাত পুড়ছে রান্নার গ্যাসের দরও আকাশছোঁয়া হয়ে যাওয়ায়।