Twitter New Rule: অনুমতি ছাড়া দেওয়া যাবে না অন্যের ছবি, ট্যুইটারের নতুন নিয়ম
Twitter's New Rule কোম্পানির জানিয়েছে , কোন পরিপ্রেক্ষিতে অন্যের ছবি শেয়ার করা হয়েছে তা কোম্পানির কাছে বিচার্য বিষয়। জনগণের স্বার্থে কোনও মিডিয়ার ভিডিয়ো বা ছবি শেয়ার করলে তা সরাবে না কোম্পানি।
Twitter New Rule: ট্যুইটারে (Twitter) সিইও বদল হতেই আরও কড়া হল মাইক্রো ব্লগিং প্লাটফর্ম। এবার থেকে বিনা অনুমতিতে ট্যুইটারে দেওয়া যাবে না অন্যের ছবি। এই নিয়ে অভিযোগ পেলেই সেই ছবি সরিয়ে দেবে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট (Social Networking Site)।
ইতিমধ্যেই বিষয়টি নিয়ে মুখ খুলেছে কর্তৃপক্ষ। ট্যুইটারের(Twitter) তরফে জানানো হয়েছে, 'পাবলিক ফিগার' নন এমন কোনও ব্যক্তির ছবি বা ভিডিয়োতাঁর অনুমতি ছাড়া প্রকাশ করা যাবে না। এরকম ধরনের কোনও ঘটনা ঘটলে ট্যুইটারকে ছবি সরানোর জন্য বলতে পারবেন ইউজাররা। তবে ট্যুইটারের এই নিয়ম কিছু ক্ষেত্রে লাগু হবে না। যেমন কোনও পাবলিক ফিগার ছাড়াও সাধারণ ব্যক্তি জনগণের কল্যাণের উদ্দেশ্যে কোনও মিডিয়ার ট্যুইট টেক্সট শেয়ার করলে তা বৈধ হিসাবেই ধরা হবে।
Twitter's New Rule : কোম্পানির তরফে বলা হয়েছে, কোন পরিপ্রেক্ষিতে অন্যের ছবি শেয়ার করা হয়েছে তা কোম্পানির কাছে বিচার্য বিষয়। জনগণের স্বার্থে কোনও মিডিয়া ট্যুইটের (Twitter) ভিডিয়ো বা ছবি শেয়ার করা হলে তা সরাবে না কোম্পানি। দেশের বর্তমান পরিস্থিতি বলছে, নিত্যদিন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে অন্যের ছবি দিয়ে কুৎসার ঘটনা বেড়েই চলেছে। যা নিয়ে ভুরি ভুরি অভিযোগ হচ্ছে নিত্যদিন। এবার সেই কথা মাথায় রেখেই নীতি বদলাচ্ছে ট্যুইটার(Twitter) ।
ইতিমধ্যেই ব্যক্তির ফোন নম্বর বা ঠিকানার মতো ব্যক্তিগত তথ্য প্রকাশ নিষিদ্ধ করেছে ট্যুইটার। তবে এই মাইক্রো ব্লগিং প্লাটফর্মে ব্যক্তিদের হয়রানি, ভয় দেখানো ও তাদের পরিচয় প্রকাশ করে কুৎসার ঘটনা ক্রমশই বেড়ে চলেছে। যা নিয়ে উদ্বেগ বাড়ছে সবার। তবে ট্যুইটারের এই নতুন নীতি নিয়ে শুরু হয়েছে সমালোচনা। নতুন নিয়মের বিষয়ে প্রশ্ন করেছেন City University of New York-এর জার্নালিজমের অধ্যাপক জেফ জার্ভিস।তাঁর প্রশ্ন, সেন্ট্রাল পার্কের কোনও কনসার্টের ছবি পোস্ট করতে গেলে সবার অনুমতি নিতে হবে তাঁকে ?
আরও পড়ুন : Fraud Apps : সাবধান ! এই অ্যাপগুলি ডাউনলোড করেননি তো ?
আরও পড়ুন : WhatsApp Tricks: নম্বর সেভ না করেই করা যাবে চ্যাট, হোয়াটসঅ্যাপের নতুন টোটকা