Vijay Sales Big Dussehra Sale: আইফোন ১৪ এবং আইফোন ১৪ প্রো- তে দুরন্ত ছাড়, কী অফার দিচ্ছে বিজয় সেলস
iPhone 14 and iPhone 14 Pro: বিজয় সেলসের দশেরা উপলক্ষ্যে এই সেলের মূল আকর্ষণ হল আইফোন ১৪ (iPhone 14) এবং আইফোন ১৪ প্রো- র (iPhone 14 Pro) দামে ছাড়।
Vijay Sales: দশেরা (Dussehra) উপলক্ষ্যে জনপ্রিয় ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের পাশাপাশি সেল ঘোষণা করেছে বিজয় সেলসও (Vijay Sales)। জানা গিয়েছে বিজয় সেলসের অফলাইন এবং অনলাইন, দু’ধরনের স্টোরেই পাওয়া যাবে এই ছাড়। স্মার্টফোনের পাশাপাশি হোম ইলেকট্রনিক্স এবং এনটারটেনমেন্ট গ্যাজেটস এবং আরও অনেক জিনিসের উপর থাকছে অফার। তবে বিজয় সেলসের দশেরা উপলক্ষ্যে এই সেলের মূল আকর্ষণ হল আইফোন ১৪ (iPhone 14) এবং আইফোন ১৪ প্রো- র (iPhone 14 Pro) দামে ছাড়। এইচডিএফসি ব্যাঙ্কের কার্ডে কেনাকাটা করলেই ক্রেতারা ব্যাপক আকর্ষণীয় ছাড় পাবেন। আইফোন ১৪- র দাম বিজয় সেলসের এই সেলে শুরু হচ্ছে ৭৪,৯০০ টাকা থেকে। তার সঙ্গে থাকছে ক্যাশব্যাক অফার।
বিজয় সেলসের স্টোর এবং অনলাইন ওয়েবসাইটের কেনাকাটায় ক্রেতারা ক্যাশব্যাকের পাশাপাশি ইনস্ট্যান্ট ডিসকাউন্টও পাবেন। এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ড থাকলে ও ইএমআই ট্রানজাকশন করলে ৩০০০ টাকা পর্যন্ত অর্থাৎ ৭.৫ শতাংশ ইনস্ট্যান্ট ছাড় পাবেন ক্রেতারা। ১৫ হাজার টাকা পর্যন্ত কেনাকাটা করলে এই ছাড় পাওয়া যাবে। অন্যদিকে ক্রেডিট কার্ড নন-ইএমআউই ট্রানজাকশনের ক্ষেত্রে ৫ শতাংশ, প্রায় ১৫০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে ১৫ হাজার টাকার উপর কেনাকাটায়।
আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের ক্ষেত্রে ৭.৫ শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। ২০ হাজার টাকার উপর কেনাকাটায় প্রায় ৩০০০ টাকা ছাড় পাওয়া যাবে। অন্যদিকে ৫ শতাংশ বা ১৫০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে নন-ইএমআই ট্রানজাকশনের ক্ষেত্রে। ২০ হাজার টাকার কেনাকাটায় এই ছাড় পাওয়া যাবে। ইএমআই এবং নন-ইএমআই, দু’ক্ষেত্রেই ক্রেতারা ৫০০০ টাকা ইনস্ট্যান্ট ছাড় পাবেন। কোটাক মহিন্দ্রা ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের ক্ষেত্রে ক্রেতারা ৭.৫ শতাংশ ছাড় পাবেন ইনস্ট্যান্ট। ১৫ হাজার টাকা বা তার বেশি ইএমআই ট্রানজাকশনে ২৫০০ টাকা পর্যন্ত ছাড় পাবেন ক্রেতারা। এইচএসবিসি ক্রেডিট কার্ডের ক্ষেত্রেও ৭.৫ শতাংশ বা ৭৫০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। ইএমআই ট্রানজাকশনের ক্ষেত্রে এই ছাড় পাওয়া যাবে সর্বনিম্ন ২০ হাজার টাকার কেনাকাটায় বা তার থেকে বেশিতে।
ইয়েস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড থাকলে ১০ শতাংশ অর্থাৎ প্রায় ২০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে নন-ইএমআই ট্রানজাকশনের ক্ষেত্রে। আর ইএমআই ট্রানজাকশনের ক্ষেত্রে ৫ শতাংশ অর্থাৎ প্রায় ২০০০ টাকা ছাড় পাবেন ক্রেতারা। ১৫ হাজার টাকার কেনাকাটায় এই ছাড় পাওয়া যাবে। ব্যাঙ্ক অফ বরোদার ক্রেডিট কার্ডের থাকছে ৫ শতাংশ, প্রায় ১৫০০ টাকা পর্যন্ত ছাড়। ইএমআই ট্রানজাকশনের এই ছাড় পাওয়া সম্ভব।