Vivo Smartphone: ভিভো জি২- নতুন বাজেট স্মার্টফোনে কী কী ফিচার রয়েছে? দামই বা কত?
Vivo G2: এই ফোনে রয়েছে ১৩ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেনসর। ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
Vivo Smartphone: ভিভোর (Vivo) নতুন বাজেট স্মার্টফোন (Budget Smartphone) ভিভো জি২ (Vivo G2) লঞ্চ হয়েছে চিনে। এই ফোনে রয়েছে ৬.৫৬ ইঞ্চির এলসিডি স্ক্রিন (LCD Screen) যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এছাড়াও এই ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৬০২০ প্রসেসর। ভিভো জি২ ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৫ ওয়াটের চার্জিং সাপোর্ট। অ্যান্ড্রয়েড ১৩ বেসড OriginOS 3 out-of-the-box- এর সাহায্যে পরিচালিত হবে ফোন। চিনে ভিভো জি২ ফোন লঞ্চ হয়েছে ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ, ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ- এই তিনটি ভ্যারিয়েন্টে। ভারতীয় মুদ্রায় এই তিনটি মডেলের দাম যথাক্রমে ১৪,০০০ টাকা, ১৭,৫০০ টাকা এবং ১৮,৭০০ টাকা (আনুমানিক)। এছাড়াও রয়েছে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত একটি ভ্যারিয়েন্ট। তার দাম ভারতীয় মুদ্রায় আনুমানিক ২২,২০০ টাকা। স্পেস ব্ল্যাক- এই একটি রঙে লঞ্চ হয়েছে ভিভো জি২ ফোন। ভারতে এই ফোন আদৌ লঞ্চ হবে কিনা সেই সম্পর্কে এখনও কিছু জানায়নি ভিভো সংস্থা।
ভিভো জি২ ফোনে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন রয়েছে
- এই ফোনে রয়েছে ডুয়াল সিম (ন্যানো) সাপোর্ট। OriginOS 3- এর সাহায্যে এই ফোন পরিচালিত হবে। রয়েছে অ্যান্ড্রয়েড ১৩- র সাপোর্টও।
- ভিভো জি২ ফোনে ৬.৫৬ ইঞ্চির ডিসপ্লে রয়েছে। সেখানে এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া যাবে। এটি একটি IPS LCD স্ক্রিন।
- এই ফোনে রয়েছে ১৩ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেনসর। ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
- এই ফোনে একটি ৭ এনএম মিডিয়াটেক ডিমেনসিটি ৬০২০ প্রসেসর। তার সঙ্গে ৮ জিবি পর্যন্ত র্যাম যুক্ত রয়েছে। এছাড়াও রয়েছে ২৫৬ জিবি স্টোরেজ।
- কানেক্টিভিটি অপশন হিসেবে ভিভো জি২ ফোনে রয়েছে ৫জি, ৪জি এলটিই, ওয়াই-ফাই ৫, ব্লুটুথ ৫.১, জিপিএস, ইউএসবি টাইপ-সি পোর্ট, একটি ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক।
- ভিভো জি২ ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৫ ওয়াটের চার্জিং সাপোর্ট রয়েছে। এছাড়াও ফোনের সাইডের অংশে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। বায়োমেট্রিক অথেনটিফিকেশনের জন্য এই ফিচারের সাপোর্ট রয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।