Vivo Phones: একই ফোনে ৫০ মেগাপিক্সেলের তিনটি ক্যামেরা সেনসর ! ভারতে হাজির ভিভো ভি৬০, দাম কত ?
Vivo V60: ভিভো ভি৫০ ফোনের সাকসেসর হিসেবে ভিভো ভি৬০ ফোন লঞ্চ হয়েছে। ভিভোর এই ফোন একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস।

Vivo Phones: ভিভো ভি৬০ ফোন লঞ্চ হয়েছে ভারতে। এই ফোনে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ জেন ৪ প্রসেসর। এর সঙ্গে রয়েছে ৬৫০০ এমএএইচ ব্যাটারি। ৫০ মেগাপিক্সেলের মেন রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে এই ফোনে। এছাড়াও রয়েছে ৫০ মেগাপিক্সেলের টেলিফটো শুটার এবং ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা। এই ফোনের ডিসপ্লের উপর ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর রয়েছে। ভিভোর এই ফোন একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। এই ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর। ভিভো ভি৫০ ফোনের সাকসেসর হিসেবে ভিভো ভি৬০ ফোন লঞ্চ হয়েছে।
ভিভো ভি৬০ ফোনের দাম ভারতে কত
ভিভো ভি৬০ ফোনের ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৬,৯৯৯ টাকা। এছাড়াও রয়েছে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেল, যার দাম ৩৮,৯৯৯ টাকা। এই ফোনের ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ৪০,৯৯৯ টাকা। ভিভো ভি৬০ ফোনের ১৬ জিবি র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৪৫,৯৯৯ টাকা। তিনটি রঙে ভিভো ভি৬০ ফোন লঞ্চ হয়েছে ভারতে। আপাতত প্রি-অর্ডার করা যাচ্ছে এই ফোন। আগামী ১৯ অগস্ট থেকে এই ফোনের বিক্রি শুরু হতে চলেছে। অনলাইনে কেনা যাবে ভিভো ইন্ডিয়া ই-স্টোর এবং অন্যান্য ই-কমার্স সাইট থেকে। অফলাইনেও পাওয়া যাবে ভিভোর এই ফোন। সর্বোচ্চ ১৬ জিবি র্যাম এবং সর্বোচ্চ ৫১২ জিবি স্টোরেজ যুক্ত রয়েছে ভিভো ভি৬০ ফোনে।
ভিভো ভি৬০ ফোনে কী কী ফিচার রয়েছে দেখে নিন একনজরে
- এই ফোনে ৬.৭৭ ইঞ্চির কোয়াড কার্ভ AMOLED ডিসপ্লে রয়েছে যেখানে 1.5K রেজোলিউশন পাওয়া যাবে এবং স্ক্রিনের রিফ্রেশ রেট ১২০ হার্টজ। একটি ৪ এনএম অক্টা-কোর প্রসেসর রয়েছে এই ফোনে। আর পাবেন অ্যান্ড্রয়েড ১৫- র সাপোর্ট। একাধিক AI ফিচারও রয়েছে এই ফোনে।
- এই ফোনে ৯০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। ইন-ডিসপ্লে অপটিকাল ফিঙ্গারপ্রিন্ট সেনসর রয়েছে ভিভো ভি৬০ ফোনে। এটি একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। ইউএসবি টাইপ-সি পোর্টের সাহায্যে চার্জ দেওয়া যাবে ফোনে।
- Wi-Fi, Bluetooth 5.4, GPS, NFC কানেক্টিভিটি সাপোর্ট রয়েছে এই ফোনে। রেয়ার এবং ফ্রন্ট ক্যামেরার মধ্যে 4K ভিডিও রেকর্ডিং করার ক্ষমতা রয়েছে। ৪ বছরের অপারেটিং সফটওয়্যার এবং ৬ বছরের সিকিউরিটি ফিচারের আপডেট পাবেন আপনি।






















