Vivo T1x: ভারতে ভিভো টি১ এক্স ফোনের দাম কত হতে পারে? লঞ্চের আগে জেনে নিন
Vivo Smartphone: আগামী ২০ জুলাই ভিভো টি১এক্স ফোন ভারতে লঞ্চ করতে চলেছে। এই ফোনের সম্ভাব্য দাম দেখে নিন।
Vivo T1x: ভারতে লঞ্চ হতে চলেছে ভিভো টি সিরিজের (Vivo T Series) নতুন ফোন ভিভো টি১ এক্স (Vivo T1x)। দেশে আনুষ্ঠানিক ভাবে এই ফোন লঞ্চ হবে আগামী ২০ জুলাই। লঞ্চের আগে এই ফোনের বেশ কিছু খুঁটিনাটি তথ্য যেমন দাম, কিছু স্পেসিফিকেশন, রঙ- এইসব ফাঁস হয়েছে। যদিও ভিভো (Vivo Smartphone) কর্তৃপক্ষ এইসব তথ্য জানাননি। এক টিপস্টার ভিভো টি১এক্স ফোন সম্পর্কে কিছু তথ্য প্রকাশ করেছেন। তাঁর দাবি, দুটো রঙে ভারতে লঞ্চ হতে পারে ভিভো টি১এক্স ফোন। তবে ভিভো সংস্থা জানিয়েছে যে তাদের আসন্ন এই ফোনে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর থাকবে। এছাড়াও থাকতে চলেছে একটি চার স্তরীয় কুলিং প্রযুক্তি। ফোন টানা ব্যবহারের পরেও যাতে গরম না হয় সেই জন্য এই প্রযুক্তি রাখা হচ্ছে। মালয়েশিয়ায় ইতিমধ্যেই ভিভো টি১এক্স ফোন লঞ্চ হয়ে গিয়েছে।
ভারতে ভিভো টি১এক্স ফোনের দাম কত হতে পারে
বলা হচ্ছে, এই ফোনের ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম হতে পারে ১১,৪৯৯ টাকা। এই ফোনে র্যাম বৃদ্ধি করার ফিচার থাকতে পারে। সেখানে ৪ জিবি র্যামের পরিমাণ আরও ২ জিবি বাড়ানো সম্ভব। এক্ষেত্রে ফোনের অব্যবহৃত স্টোরেজ ব্যবহার করা হবে। গ্র্যাভিটি ব্ল্যাক এবং স্পেস ব্লু- এই দুই রঙে ভিভো টি১এক্স ফোন ভারতে লঞ্চ হতে পারে। অনুমান করা হচ্ছে ভারতে ভিভোর এই ফোন ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ নিয়ে লঞ্চ হতে পারে।
ভিভো টি১এক্স ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন
এই ফোনে ৬.৫৮ ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে থাকতে পারে। এছাড়াও এই ফোনে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকার সম্ভাবনা রয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন ক্যামেরা সেনসর থাকতে পারে। এর সঙ্গে দুটো ২ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসরও থাকার সম্ভাবনা রয়েছে এই ফোনে। ফ্রন্ট ক্যামেরা সেটিংসে ৮ মেগাপিক্সেলের সেনসর থাকতে পারে। এই ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকারও সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন- স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৪ এবং গ্যালাক্সি ফ্লিপ ৪ কবে লঞ্চ হতে পারে?