Vivo Smartphones: ভারতে লঞ্চ হতে চলেছে ভিভো টি৩এক্স ৫জি ফোন, কী কী ফিচার থাকতে পারে এই মডেলে?
Vivo T3x 5G: ভারতে ভিভো টি৩এক্স ৫জি ফোনের দাম ১৫ হাজার টাকার মধ্যে হবে বলে অনুমান করা হচ্ছে। শোনা যাচ্ছে ১৯ থেকে ২২ এপ্রিলের মধ্যে ভিভো টি৩এক্স ৫জি ফোন ভারতে লঞ্চ হতে পারে।
Vivo Smartphones: ভারতে লঞ্চ হতে চলেছে ভিভো- র নতুন ফোন (Vivo Smartphone)। এবার ভিভো 'টি' সিরিজের (Vivo T Series Phone) একটি ফোন লঞ্চ হতে চলেছে দেশে। এটি একটি ৫জি মডেল (5G Phone) হবে। জানা গিয়েছে, ভারতের বাজারে আত্মপ্রকাশ করতে চলেছে ভিভো টি৩এক্স ৫জি (Vivo T3x 5G) ফোন। এই ফোন লঞ্চ হতে চলেছে ভিভো টি২এক্স ৫জি (Vivo T2x 5G) ফোনের সাকসেসর হিসেবে। গত বছর অর্থাৎ ২০২৩ সালের এপ্রিল মাসে ভারতে লঞ্চ হয়েছিল ভিভো টি২এক্স ৫জি ফোনটি। তার এক বছরের মাথায় সাকসেসর মডেল হিসেবে ভারতে আসছে ভিভো টি৩এক্স ৫জি ফোন। ভিভো ইন্ডিয়া এক্স মাধ্যমে ঘোষণা করেছে এই ফোন ভারতে খুব দ্রুত লঞ্চ হবে। আর দেশে লঞ্চের পর ফ্লিপকার্ট থেকে এই ফোন কেনা যাবে তা বোঝা গিয়েছে কারণ এই ই-কমার্স সংস্থায় ওই ফোনের জন্য একটি মাইক্রোসাইট তৈরি হয়েছে। তবে ভিভো টি৩এক্স ৫জি ফোন কবে ভারতে লঞ্চ হবে তার নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানা যায়নি। নতুন ফোনের রেয়ার প্যানেলে ইউজারদের জন্য ভিভো রেখেছে গ্লসি ফিনিশ এবং চিকচিক করবে এমন লাল রঙের ছোঁয়া। যে অফিশিয়াল টিজার প্রকাশ্যে এসেছে সেখানে ভিভো টি৩এক্স ফোনের রেয়ার প্যানেলের এই ডিজাইন দেখা গিয়েছে। এবছর অর্থাৎ ২০২৪ সালের মার্চ মাসে ভারতে লঞ্চ হয়েছে ভিভো টি৩ ৫জি ফোন। সেই লাইনআপেই যুক্ত হবে ভিভো টি৩এক্স ৫জি ফোন। শোনা যাচ্ছে ১৯ থেকে ২২ এপ্রিলের মধ্যে ভিভো টি৩এক্স ৫জি ফোন ভারতে লঞ্চ হতে পারে।
ভিভো টি৩এক্স ৫জি ফোনে কী কী ফিচার থাকার সম্ভাবনা রয়েছে
- বড় আকার-আয়তনের গোলাকার ক্যামেরা মডিউল থাকতে পারে এই ফোনের ব্যাক প্যানেলে। সঙ্গে থাকবে একটি গোল্ডেন রিং।
- এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে পারে। ক্যামেরা সেনসরের সঙ্গে একটি এলইডি ফ্ল্যাশ ইউনিট দেখা যাবে এই ফোনে।
- ফোনের ডানদিকের সাইডের অংশে থাকবে পাওয়ার বাটন এবং ভলিউম রকার্স।
- ভারতে ভিভো টি৩এক্স ৫জি ফোনের দাম ১৫ হাজার টাকার মধ্যে হবে বলে অনুমান করা হচ্ছে।
- এই ফোনে একটি ৪এনএম কোয়ালকম স্ন্যাপড্রাগন চিপসেট থাকতে পারে। আগে শোনা গিয়েছিল এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬ জেন ১ চিপসেট থাকতে পারে। তবে এখনও প্রসেসর কী থাকবে তা নিশ্চিত ভাবে জানা যায়নি।
- এই ফোনে ৬০০০ এমএএইচ ব্যাটারি থাকার সম্ভাবনা রয়েছে।
- এছাড়াও থাকতে পারে ডুয়াল স্টিরিও স্পিকার। তার সঙ্গে অডিও বুস্টার সাপোর্ট যুক্ত থাকতে পারে।
আরও পড়ুন- ভারতে আসছে রিয়েলমি পি সিরিজের ফোন, কোন কোন মডেল কবে লঞ্চ হতে চলেছে?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।