Vivo Phones: ৭০০০ এমএএইচেরও বেশি ক্যাপাসিটির ব্যাটারি, সবচেয়ে শক্তিশালী ব্যাটারি নিয়ে আসছে ভিভোর ফোন
Vivo T4 5G Phone: গতবছর মার্চ মাসে ভারতে লঞ্চ হয়েছিল ভিভো টি৩ ৫জি ফোন। তারই সাকসেসর হিসেবে ভিভো টি৪ ৫জি ফোন। শোনা গিয়েছে, নতুন ফোনে নাকি ৭৩০০ এমএএইচ ক্যাপাসিটির বিশাল বড় ও শক্তিশালী ব্যাটারি থাকবে।

Vivo Phones: ভিভো টি৪ ৫জি ফোন ভারতে লঞ্চ হতে চলেছে খুব তাড়াতাড়ি। এপ্রিলে এই ফোন লঞ্চ হবে বলে শোনা গিয়েছে। তবে নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানা যায়নি। কিন্তু শোনা যাচ্ছে, আর খুব বেশি দেরি নেই। এমনিতেই মার্চ মাস প্রায় শেষ হতে চলেছে। অনুমান, হয়তো এপ্রিল মাসের শুরুর দিকেই এই ফোন ভারতে লঞ্চ হবে। ভিভো টি সিরিজের এই ৫জি ফোন ভারতে লঞ্চের পর অনলাইনে কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে। কোয়ালকমের একটি স্ন্যাপড্রাগন চিপসেট থাকতে চলেছে ভিভো টি৪ ৫জি ফোনে।
গতবছর মার্চ মাসে ভারতে লঞ্চ হয়েছিল ভিভো টি৩ ৫জি ফোন। তারই সাকসেসর হিসেবে ভিভো টি৪ ৫জি ফোন। শোনা গিয়েছে, নতুন ফোনে নাকি ৭৩০০ এমএএইচ ক্যাপাসিটির বিশাল বড় ও শক্তিশালী ব্যাটারি থাকবে। এর আগে ভারতে এত বড় ব্যাটারি নিয়ে কোনও ফোন লঞ্চ হয়নি। ৫০০০ এমএএইচ কিংবা ৬০০০ এমএএইচ এমনকি ৬৫০০ এমএএইচ ব্যটারি নিয়ে এর আগে ভারতে লঞ্চ হয়েছে ফোন। তবে ৭০০০ এমএএইচের বেশি শক্তিশালী ব্যাটারি নিয়ে এর আগে দেশে লঞ্চ হয়নি কোনও ফোন। যদিও ভিভো কর্তৃপক্ষ আসন্ন ফোনের ব্যাটারি সম্পর্কে আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি।
ভিভো টি৪ ৫জি ফোনে কার্ভড ডিসপ্লে থাকার কথা রয়েছে। এই ফোনের দাম শুরু হতে পারে ২০ থেকে ২৫ হাজার টাকা মধ্যে। ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ, ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ নিয়ে লঞ্চ হতে পারে এই ফোন। ভিভো টি৪ ৫জি ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ চিপসেট থাকতে পারে। এই ফোনে ৬.৬৭ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে। সেখানে ফুল এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া যেতে পারে। এটি একটি AMOLED কোয়াড কার্ভড ডিসপ্লে হতে পারে। এই স্ক্রিনের রিফ্রেশ রেট ১২০ হার্টজ হতে পারে। অ্যান্ড্রয়েড ১৫ বেসড Funtouch OS 15- এর সাহায্যে পরিচালিত হতে পারে ভিভো টি৪ ৫জি ফোন। সুরক্ষার খাতিরে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর থাকতে পারে এই ফোনে।
এই ফোনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর থাকতে পারে। এটি সোনি সংস্থার ক্যামেরা সেনসর হতে পারে। এছাড়াও এই ক্যামেরা সেনসরে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট থাকতে পারে। এর সঙ্গে ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর থাকার কথাও শোনা গিয়েছে। আর ফোনের ডিসপ্লের উপর ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে পারে। ফোনের ওজন হতে পারে ১৯৫ গ্রামের কাছাকাছি। ৮.১ মিলিমিটার পুরু হতে পারে এই ফোন।






















