Vivo X100 Series: ভিভো এক্স১০০ সিরিজ ভারতে লঞ্চ হতে আর বেশি দেরি নেই, কী কী স্পেসিফিকেশন থাকছে ফোনে?
Vivo Smartphones: অনুমান, আগামী বছরের শুরুতে অর্থাৎ ২০২৪ সালের জানুয়ারি মাসে এই স্মার্টফোন সিরিজ লঞ্চ হবে ভারতে। যদিও সংস্থার তরফে এই প্রসঙ্গে আনুষ্ঠানিক ভাবে কিছুই ঘোষণা করা হয়নি।
Vivo X100 Series: ভিভো এক্স১০০ সিরিজ (Vivo X100 Series), চিনের পর গ্লোবাল মার্কেটেও লঞ্চ হয়ে গিয়েছে। এবার আসছে ভারতে। সংস্থা ভারতীয় ওয়েবসাইটে একটি আলাদা মাইক্রোসাইট দেখা গিয়েছে। তা থেকেই অনুমান ভিভো এক্স১০০ সিরিজ ভারতে লঞ্চ হতে খুব বেশি দেরি নয়। যদিও নির্দিষ্ট দিনক্ষণ এখনও প্রকাশ্যে আসেনি। ভিভো এক্স১০০ (Vivo X100) এবং ভিভো এক্স১০০ প্রো (Vivo X100 Pro) - এই দুই ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। ভিভো এক্স১০০ সিরিজের ফোনের অন্যতম আকর্ষণ ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ এবং সেখানে থাকা ৫০ মেগাপিক্সেলের ১ ইঞ্চি টাইপ মেন ক্যামেরা সেনসর। ভিভো সংস্থা জানিয়েছে ভারতে ভিভো এক্স১০০ এবং ভিভো এক্স১০০ প্রো ফোনের যে ভ্যারিয়েন্ট লঞ্চ হবে সেখানে মিডিয়াটেক ডিমেনসিটি ৯৩০০ প্রসেসর, Zeiss ব্র্যান্ডের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ, V3 imaging chip এবং 8T LTPO ডিসপ্লে থাকবে। অনুমান, আগামী বছরের শুরুতে অর্থাৎ ২০২৪ সালের জানুয়ারি মাসে এই স্মার্টফোন সিরিজ লঞ্চ হবে ভারতে। যদিও সংস্থার তরফে এই প্রসঙ্গে আনুষ্ঠানিক ভাবে কিছুই ঘোষণা করা হয়নি। প্রসঙ্গত উল্লেখ্য, ভিভো এক্স৯০ সিরিজের সাকসেসর হিসেবে লঞ্চ হতে চলেছে ভিভো এক্স১০০ সিরিজ।
জানুয়ারিতে ভারতে লঞ্চ হতে চলেছে আরও স্মার্টফোন
গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে চলেছে ওয়ানপ্লাস ১২ সিরিজ। সংস্থার তরফে জানানো হয়েছেওয়ানপ্লাস ১২ এবং ওয়ানপ্লাস ১২আর এই দুই ফোন গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে চলেছে। প্রসঙ্গত উল্লেখ্য, ৫ ডিসেম্বর চিনে ওয়ানপ্লাস ১২ লঞ্চ হয়েছিল। এবার তা লঞ্চ হতে চলেছে বিশ্বের বিভিন্ন দেশে। তালিকায় রয়েছে ভারতও। আগামী ২৩ জানুয়ারি, ২০২৪ অর্থাৎ নতুন বছরের প্রথম মাসেই এই ফোন আসছে ভারতের বাজারে। এর সঙ্গে লঞ্চ হবে ওয়ানপ্লাস ১২আর ফোন। ভারতীয় সময় সন্ধে ৭টা ৩০ মিনিটে হবে ওয়ানপ্লাসের লঞ্চ ইভেন্ট। ভারতে ওয়ানপ্লাস ১২ এবং ওয়ানপ্লাস ১২আর- এই দুই ফোনের দাম কত হতে চলেছে তা জানা যাবে ওই ইভেন্টেই। প্রসঙ্গত উল্লেখ্য, ওয়ানপ্লাস ১২ ফোনের সম্ভাব্য কিছু স্পেসিফিকেশন প্রকাশ্যে এলেও ওয়ানপ্লাস ১২আর সম্পর্কে সেভাবে এখনও কিছু জানা যায়নি। শুধু শোনা যাচ্ছে এই ফোন সম্ভবত OnePlus Ace 3 মডেলের রিব্র্যান্ডেড ভার্সান হতে চলেছে। এই ফোন আসলে ওয়ানপ্লাস ১১আর মডেলের সাকসেসর। গেমারদের জন্য সাধারণ গেমিং ফোনের তুলনায় কিছুটা কম দামে ওয়ানপ্লাস ১২আর লঞ্চ করতে চলেছে সংস্থা।