Vivo Smartphones: ভারতে ভিভো ওয়াই২০০ই ফোনের দাম কত হতে পারে? কী কী ফিচার থাকার সম্ভাবনা রয়েছে?
Vivo Y200e: এই ফোনে থাকতে পারে ৫০০০ এমএএইচ ব্যাটারি। এছাড়াও থাকতে পারে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকার কথা রয়েছে।
Vivo Smartphones: ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে ভিভো সংস্থার ওয়াই সিরিজের (Vivo Y Series) একটি ফোন। এবার ভিভো ওয়াই২০০ই (Vivo Y200e) ফোন লঞ্চ হবে বলে শোনা গিয়েছে। যদিও এই ফোন লঞ্চের দিনক্ষণ আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেনি ভিভো সংস্থা। তবে ভিভো ওয়াই২০০ই ফোনের বেশ কিছু সম্ভাব্য ফিচার এবং স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে ইতিমধ্যেই। শোনা যাচ্ছে, ভিভো ওয়াই সিরিজের আসন্ন এই ফোনে থাকতে চলেছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে। এছাড়াও থাকতে পারে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকার কথা রয়েছে। এই ফোন কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসরের সাহায্যে পরিচালিত হবে বলে শোনা গিয়েছে। এছাড়াও থাকতে পারে ৫০০০ এমএএইচ ব্যাটারি।
টিপস্টার অভিষেক যাদব এক্স মাধ্যমে দাবি করেছেন, ভারতে ভিভো ওয়াই২০০ই ফোনের দাম ২০ হাজার টাকার কম হবে। তবে নির্দিষ্ট দাম জানা যায়নি। ডায়মন্ড ব্ল্যাক এবং স্যাফরন ডিলাইট- এই দুই রঙে ভিভো ওয়াই২০০ই ফোন ভারতে লঞ্চ হবে বলে শোনা গিয়েছে। এই ফোনে ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত একটি AMOLED ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হতে পারে। এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর থাকতে পারে। আর তার সঙ্গে যুক্ত থাকতে পারে সর্বোচ্চ ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ। ৬ জিবি র্যাম নিয়েও এই ফোনের একটি ভ্যারিয়েন্ট লঞ্চ হতে পারে। এর পাশাপাশি এই ফোনে রয়েছে এক্সটেনডেড র্যাম টেকনোলজির সাপোর্ট। তার সাহায্যে প্রায় ১৬ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব র্যামের পরিমাণ।
ভিভো ওয়াই২০০ই ফোন অ্যান্ড্রয়েড ১৩ অথবা অ্যান্ড্রয়েড ১৪- র সাপোর্টে পরিচালিত হতে পারে। এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে থাকতে পারে ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর থাকতে পারে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপরে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে পারে। ভিভো ওয়াই২০০ই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৪ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার কথা শোনা গিয়েছে। ডুয়াল স্টিরিও স্পিকার এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকতে পারে ভিভোর আসন্ন ফোনে। এছাড়াও শোনা যাচ্ছে, ভিভো ওয়াই২০০ই ফোন ৭.৭৯ মিলিমিটার পুরু হতে পারে। আর ফোনের ওজন হতে পারে ১৮৫.৫ গ্রাম।