Vivo Y21 G Launch: ভারতে বাজেট ফোন আনল ভিভো, দুর্দান্ত ডিসপ্লের সঙ্গে থাকছে ৫০০০-এর ব্যাটারি
Vivo Y21G 2.5D ফ্ল্যাট ফ্রেমে একটি পাতলা 8mm পাতলা বডি দিয়েছে কোম্পানি। এর ওজন রাখা হয়েছে 182 গ্রাম। যার ফলে সহজেই গ্রিপ করা যাবে এই ফোন।
Vivo Y21 G: এবার দেশের বাজারে বাজেটে স্মার্টফোনের দিকে ঝুঁকছে ভিভো (Vivo)। ভারতে লঞ্চ হল Vivo Y21G। এই ফোন দিয়েই কোম্পানি Y-সিরিজে ফোনের সংখ্যা বাড়াতে চলেছে। ফোনে মিডিয়াটেক MT6769 প্রসেসরের সঙ্গে "Multi-Turbo 5.0" দিচ্ছে ভিভো। যা ডেটা কানেকশন ও সিস্টেম প্রসেসরের গতি বাড়াবে। ভিভোর মতে, ফোনে একটি ফোর-কম্পোনেন্ট কুলিং সিস্টেমও রয়েছে, যা ব্যবহারের সময়ও ফোনকে ঠান্ডা রাখবে। এই ফোনে রয়েছে উন্নত গেমিং পারফরম্যান্সের লক্ষ্যে একটি "আল্ট্রা গেমিং মোড"।
Vivo Y21 G: কী স্পেকস রয়েছে ফোনে ?
Vivo Y21G 2.5D ফ্ল্যাট ফ্রেমে একটি পাতলা 8mm পাতলা বডি দিয়েছে কোম্পানি। এর ওজন 182 গ্রাম। ফোনে একটি 6.51-ইঞ্চি HD+ ডিসপ্লে রয়েছে। যা এই সেগমেন্টের ফোনে প্রায় সব ডিভাইসকেই চ্যালেঞ্জ ছুড়তে পারে। এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলকের বৈশিষ্ট্য রয়েছে। চোখের যাতে চাপ না পড়ে তাই ফোনে একটি নিরাপদ ও আরামদায়ক অভিজ্ঞতার জন্য নীল আলোর ফিল্টার দেওয়া হয়েছে।
Vivo Y21 G: কী ক্যামেরা দেওয়া হয়েছে ফোনে ?
ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 5000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে। যা 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফোনের পিছনের ডুয়াল-ক্যামেরাটিতে একটি 13MP প্রাথমিক সেন্সর ও একটি 2MP সুপার-ম্যাক্রো ক্যামেরা থাকবে। এতে পোর্ট্রেট মোড, সুপার এইচডিআর ও সুপার নাইট মোড সহ অনেক ক্যামেরা বৈশিষ্ট্য থাকছে। সামনের সেলফি ক্যামেরাটি AI বিউটিফিকেশন ফিচার সহ একটি 8MP মডিউল পেয়েছে। কোম্পানির দাবি, সব আলোয় সেলফি তুলতে সাহায্য করবে এই ক্যামেরা।
Vivo Y21 G: ফোনটি Android 12-বেস Funtouch OS 12 রয়েছে। দুটি রঙের অপশন মিডনাইট ব্লু ও ডায়মন্ড গ্লো-এ পাওয়া য়াবে এই ফোন। কোম্পানির তরফে জানানো হয়েছে, কোম্পানির গ্রেটার নয়ডা প্ল্যান্টে ফোন তৈরি করা হবে। এমনিতে ক্যামেরা কেন্দ্রিক ফোনের জন্য জনপ্রিয় ওপ্পো, ভিভোর মতো চিনা কোম্পানিগুলি। তাই ফোনের ক্যামেরার বিষয়ে আশাবাদী ভিভো ফ্যানরা।