Vivo Smartphones: ভারতে লঞ্চ হতে চলেছে ভিভো ওয়াই২৮ ৫জি, কী কী স্পেসিফিকেশন থাকতে পারে এই ফোনে?
Vivo Y28 5G: ভিভো ওয়াই২৭ ৫জি ফোনের সাকসেসর হিসেবে এই মডেল লঞ্চ হতে চলেছে দেশে। প্রসঙ্গত উল্লেখ্য, ভিভো ওয়াই২৭ ৫জি ফোন এবছর জুলাই মাসে লঞ্চ হয়েছে।
Vivo Smartphones: ভিভো ওয়াই২৮ ৫জি (Vivo Y28 5G) ফোন ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে বলে শোনা গিয়েছে। এখনও নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়ন্নি। তবে ভিভো ওয়াই২৭ ৫জি (Vivo Y27 5G) ফোনের সাকসেসর হিসেবে এই মডেল লঞ্চ হতে চলেছে দেশে। প্রসঙ্গত উল্লেখ্য, ভিভো ওয়াই২৭ ৫জি ফোন এবছর জুলাই মাসে লঞ্চ হয়েছে। সাকসেসর মডেল ভিভো ওয়াই২৮ ৫জি ফোনে বেশ কিছু উন্নত ও আধুনিক ফিচার থাকবে বলে অনুমান করা হচ্ছে। সূত্রের খবর, ভিভো ওয়াই২৮ ৫জি ফোন ভারতে লঞ্চ হতে পারে ক্রিস্টাল পার্পল এবং গ্লিটার অ্যাকোয়া- এই দুই রঙে। এই ফোন লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ জানা না গেলেও এই ফোনের র্যাম এবং স্টোরেজ ভ্যারিয়েন্ট সম্পর্কে আভাস পাওয়া গিয়েছে। সেই সম্পর্কে এই ফোনের দাম সম্পর্কেও ইঙ্গিত পাওয়া গিয়েছে।
ভিভো ওয়াই২৮ ৫জি ফোনের সম্ভাব্য র্যাম ও স্টোরেজ ভ্যারিয়েন্ট এবং দাম
এই ফোনের ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৩,৯৯৯ টাকা হতে পারে। এর পাশাপাশি ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম হতে পারে ১৫,৪৯৯ টাকা। আর ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম হতে পারে ১৬,৯৯৯ টাকা। ভিভো সংস্থা এই ফোনের ক্ষেত্রে ১৫০০ টাকা ডিসকাউন্ট দেবে বলে শোনা গিয়েছে। ইএমআই- এর অপশনও পাবেন ক্রেতারা। এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। এর সঙ্গে সার্কুলার এলইডি ফ্ল্যাশ থাকতে পারে। দুটো গোলাকার ক্যামেরা ইউনিট থাকবে। সেকেন্ড সেনসরের নীচে থাকবে এলইডি ফ্ল্যাশ। ফোনের ডানদিকের অংশে থাকতে পারে ভলিউম রকার এবং পাওয়ার বাটন। ভিভো ওয়াই২৮ ৫জি ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৬১০০ প্লাস চিপসেট থাকতে পারে। এছাড়াও থাকতে পারে ৫০ মেগাপিক্সেলের মেন ক্যামেরা সেনসর। এছাড়াও থাকতে পারে ৫০০০ এমএএইচ ব্যাটারি।
Oppo Reno 11 Series: ওপ্পোর নতুন স্মার্টফোন (Oppo Smartphones) সিরিজ ভারতে লঞ্চ হতে পারে খুব তাড়াতাড়ি। শোনা যাচ্ছে, ওপ্পো রেনো ১১ সিরিজ ভারতে লঞ্চ হতে পারে দ্রুত। এই স্মার্টফোন সিরিজের মধ্যে ওপ্পো রেনো ১১ (Oppo 11 Reno) এবং ওপ্পো রেনো ১১ প্রো (Oppo Reno 11 Pro) - এই দুই ফোন লঞ্চ হতে পারে। চিনে ইতিমধ্যেই এই দুই ফোন লঞ্চ হয়েছে। তবে ওপ্পো রেনো ১১ সিরিজের ভারতে লঞ্চ প্রসঙ্গে সংস্থার তরফে আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করা হয় নি। মালয়েশিতেও ওপ্পো রেনো ১১ সিরিজ লঞ্চ হবে বলে শোনা গিয়েছে। এর পাশাপাশি প্রকাশ্যে এসেছে ওপ্পো রেনো ১১ সিরিজের গ্লোবাল ভ্যারিয়েন্টের ডিজাইন। ভ্যানিলা মডেল অর্থাৎ ওপ্পো রেনো ১১ চিনে যেভাবে লঞ্চ হয়েছে অনুমান, গ্লোবাল ভ্যারিয়েন্টের ডিজাইনে কিছুটা পরিবর্তন থাকবে।
আরও পড়ুন- বছর শেষে দাম কমেছে ওয়ানপ্লাস নর্ড ৩ ৫জি ফোনের, এখন কত টাকায় কিনতে পারবেন আপনি?