(Source: ECI/ABP News/ABP Majha)
VLC Media Player Ban: ভারতে নিষিদ্ধ হয়েছে VLC মিডিয়া প্লেয়ার, কিন্তু কেন?
VLC Media Player: ভারতে VLC Media Player ব্যান বা নিষিদ্ধ হয়েছে। কিন্তু কেন এই জনপ্রিয় সফটওয়্যার নিষিদ্ধ করা হয়েছে? জেনে নিন।
VLC Media Player: ভারতে নিষিদ্ধ অর্থাৎ ব্যান হয়েছে জনপ্রিয় মিডিয়া প্লেয়ার সফটওয়্যার (Media Player Software) এবং স্ট্রিমিং মিডিয়া সার্ভার (Streaming Media Server) VLC মিডিয়া প্লেয়ার (VLC Media Player)। VideoLAN Project নামের একটি সংস্থা এই VLC Media Player নির্মাণ করেছিল। সম্প্রতি MediaNama- র রিপোর্ট থেকে জানা গিয়েছে যে এই VLC Media Player ভারতে ব্যান হয়েছে। শোনা যাচ্ছে, প্রায় ২ মাস আগেই নাকি এই মিডিয়া প্লেয়ার ভারতে নিষিদ্ধ করা হয়েছে। তবে যদি আপনার ডিভাইসে এই সফটওয়্যার ইনস্টল করা থাকে তাহলে সেটা এখনও কাজ করবে। অন্যদিকে আবার VLC কর্তৃপক্ষ বা ভারত সরকার, কারও তরফেই এই মিডিয়া প্লেয়ার ব্যান হওয়ার ব্যাপারে আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি।
তবে VLC Media Player ভারতে নিষিদ্ধ হওয়ার প্রসঙ্গে আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা না হলেও, বর্তমানে VLC Media Player- এর ওয়েবসাইট এবং ডাউনলোড লিঙ্ক দেশে নিষিদ্ধ হয়েছে। সহজ ভাষায় বললে, ভারতে কেউ কোনও ধরনের কাজ করার জন্য এই প্ল্যাটফর্মের অ্যাকসেস পাবেন না। অর্থাৎ নতুন করে কেউ এই মাধ্যমে ঢুকতে পারবেন না। যাঁদের ফোনে বা অন্য কোনও ডিভাইসে এই সফটওয়্যার ইতিমধ্যেই রয়েছে, তাঁরাও কিছু সীমাবদ্ধতা লক্ষ্য করবেন বলে শোনা গিয়েছে।
কেন ব্যান করা হল VLC Media Player
বেশ কিছু রিপোর্ট সূত্রে শোনা যাচ্ছে, চিনের সিকাডা হ্যাকিং গ্রুপ সাইবার অ্যাটাক করার জন্য এই VLC মিডিয়া প্লেয়ার ব্যবহার করে। কয়েক মাস আগেই সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের নজরে এসেছিল এই বিষয়টি। একটি দীর্ঘস্থায়ী সাইবার অ্যাটাকের উদ্দেশ্যে malicious malware loader- এর অংশ হিসেবে ব্যবহার করা হচ্ছিল এই VLC মিডিয়া প্লেয়ার। আর তা ব্যবহার করছিল চিনের হ্যাকিং গ্রুপ সিকাডা (Cicada)। অনুমান এর জেরেই ভারতে ব্যান বা নিষিদ্ধ হয়েছে VLC Media Player।
চিনা অ্যাপ ব্যান
এর আগেও ভারতে চিনা অ্যাপ নিষিদ্ধ বা ব্যান হয়েছে। ২০২০ সালে ১০০-র বেশি চিনা অ্যাপ নিষিদ্ধ করেছিল ভারত। সেই তালিকায় জনপ্রিয় ভিডিও গেম পাবজি এবং টিকটকের মতো অ্যাপও ছিল। এই পাবজি ব্যান হওয়ার পর ফের ভারতে লঞ্চ হয়েছিল প্রায় একই রকমের ভিডিও গেম ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া। সম্প্রতি সেই গেমও ভারতে নিষিদ্ধ হয়েছে। গুগল প্লে স্টোর এবং অ্যাপেল প্লে স্টোর থেকে ইতিমধ্যেই বিজিএমআই বা ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া গেম সরানো হয়েছে।
আরও পড়ুন- হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে গ্রুপ অ্যাডমিনদের হাতে আরও ক্ষমতা, কী সুবিধা পাবেন তাঁরা?