Whatsapp Features: হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে গ্রুপ অ্যাডমিনদের হাতে আরও ক্ষমতা, কী সুবিধা পাবেন তাঁরা?
Whatsapp Group: হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিনদের জন্য একটি নতুন ফিচার নিয়ে কাজ শুরু করেছে মেসেজিং অ্যাপ সংস্থা।
Whatsapp Features: ইউজারদের সুবিধার্থে জনপ্রিয় মেসেজিং অ্যাপ (Messaging App) হোয়াটসঅ্যাপ (Whatsapp) মাঝে মাঝেই নতুন ফিচার (Whatsapp Features) লঞ্চ করে। সম্প্রতি শোনা গিয়েছে, হোয়াটসঅ্যাপ সংস্থা একটি নতুন ফিচার নিয়ে কাজ করছে বলে শোনা গিয়েছে। মেটা অধিকৃত এই মেসেজিং অ্যাপ সংস্থা এবার এমন একটি ফিচার আনতে চলেছে যার সাহায্যে গ্রুপ অ্যাডমিনদের হাতে আরও ক্ষমতা আসবে। এই ফিচারের নাম ‘Approve new participants’। এই ফিচারের মাধ্যমে অ্যাডমিনরা সিদ্ধান্ত নিতে পারবেন যে কে বা কারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারবেন। এর ফলে হোয়াটসঅ্যাপের গ্রুপ অ্যাডমিনদের পক্ষে গোপনীয়তা সুনিশ্চিত করার পাশাপাশি স্প্যাম মেসেজের পরিমাণ কমানোও সম্ভব হবে। হোয়াটসঅ্যাপের Android beta v2.22.18.9 ভার্সানে এই ফিচার লক্ষ্য করা গিয়েছে। গুগল প্লে বিটা প্রোগ্রামে এই ভার্সান উপলব্ধ রয়েছে। এখনও এই ফিচারের পরীক্ষা নিরীক্ষা শুরু করেনি হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।
হোয়াটসঅ্যাপের ফিচার নিয়ে বিভিন্ন খবর প্রকাশ করে ট্র্যাকার WABetaInfo। তারাই জানিয়েছে যে হোয়াটসঅ্যাপ সংস্থা এই নতুন ফিচার নিয়ে কাজ করছে। একবার ফিচার লঞ্চ হলে গ্রুপে অ্যাডমিনরা সিদ্ধান্ত নিতে পারবেন যে কারা গ্রুপে জয়েন করবে এবং কাদের বাদ দেওয়া যাবে। অর্থাৎ Approve new participants ফিচার চালু হলে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাডমিনরা নিজেদের পছন্দ মতো রিকোয়েস্ট অ্যাকসেপ্ট বা রিজেক্ট করতে পারবেন। এই ফিচার কবে লঞ্চ হতে পারে সে ব্যাপারে কিছু জানা যায়নি এখনও।
সম্প্রতি শোনা গিয়েছে, ইউজারদের সুবিধার জন্য হোয়াটসঅ্যাপ সংস্থা আরও একটি ফিচার লঞ্চ করতে চলেছে। জানা গিয়েছে, ইতিমধ্যেই হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ এমন একটি ফিচার নিয়ে কাজ শুরু করেছে যার মাধ্যমে ইউজাররা নির্দিষ্ট গ্রুপে বা আসন্ন কমিউনিটির ক্ষেত্রে নিজের ফোন নম্বর লুকিয়ে রাখতে পারবেন। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার সম্পর্কে তথ্য প্রকাশ করেছে। জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড ভার্সান 2.22.17.23- র বিটা আপডেটে নতুন এই ফিচার দেখা গিয়েছে। যেহেতু বর্তমানে এই ফিচার নিয়ে কাজ চলছে, তাই হোয়াটসঅ্যাপের এই ফিচার সব বিটা ইউজাররা দেখতে পাবেন না। WABetainfo হোয়াটসঅ্যাপের বিটা আপডেটে এই নতুন ফিচার কেমন দেখতে লাগবে তার একটি স্ক্রিনশট প্রকাশ করেছে। সেখানে দেখা গিয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের সেটিংসে একটি নতুন অপশন যুক্ত থাকবে যেখানে লেখা থাকবে turn off phone number sharing। হোয়াটসঅ্যাপের কমিউনিটির ক্ষেত্রেও যুক্ত হবে এই নতুন ফিচার।
আরও পড়ুন- প্রকাশ্যে শাওমির প্রথম Humanoid Robot, বুঝতে পারবে মানুষের অনুভূতি