WhatsApp: হোয়াটসঅ্যাপ কল করার জন্যও দিতে হবে টাকা ! নতুন খসড়া আনছে সরকার
WhatsApp Calling Charge: এবার থেকে হোয়াটসঅ্যাপে কল করলেও দিতে হতে পারে টাকা। আগামী দিনে এমনই নিয়ম আনতে পারে সরকার। আপাতত সেই লক্ষ্যে নতুন বিলের খসড়া তৈরি করেছে কেন্দ্র।
WhatsApp Calling Charge: এবার থেকে হোয়াটসঅ্যাপে কল করলেও দিতে হতে পারে টাকা। আগামী দিনে এমনই নিয়ম আনতে পারে সরকার। আপাতত সেই লক্ষ্যে নতুন বিলের খসড়া তৈরি করেছে কেন্দ্র। ইতিমধ্য়েই টেলিকম বিলের সেই খসড়া প্রকাশ করেছে মোদি সরকার।
WhatsApp: কী রয়েছে খসড়ায় ?
বিলের খসড়াতে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপ, ফেসবুকের মাধ্যমে কল বা বার্তা পাঠানোর সুবিধাটি আগামী দিনে টেলিকম পরিষেবা হিসাবে বিবেচিত হবে। এর জন্য এই প্রতিষ্ঠানগুলিকে লাইসেন্স নিতে হবে আলাদা করে।
WhatsApp Update: কেন প্রয়োজন এই সংক্রান্ত নিয়ম ?
বহুদিন ধরেই হোয়াটসঅ্যাপ, ফেসবুকের বিরুদ্ধে কল নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে অভিযোগ জানাচ্ছে টেলিকম সংস্থাগুলি। হোয়াটসঅ্যাপ, ফেসবুকের মতো প্ল্যাটফর্মগুলি কেন গ্রাহকদের মেসেজিং বা কলিং পরিষেবা সরবরাহ করছে তা নিয়ে প্রশ্ন তুলেছে এই কোম্পানিগুলি। এদের অভিযোগ, এর ফলে আর্থিক ক্ষতি হচ্ছে সংস্থাগুলির। টেলিকম কোম্পানিগুলির এই অভিযোগের পরই জনগণের মতামত জানতে খসড়া বিলটি প্রকাশ্যে আনা হয়েছে। ২০ অক্টোবরের মধ্যে এই বিলের বিধান সম্পর্কে জনগণ তাদের মতামত জানাতে পারবে। জনগণের মতামত পাওয়ার পর বিলটি সংসদে তোলা হবে। সাইবার জালিয়াতি রোধের বিলেও এই নিয়ে বিধান রাখা হয়েছে।
WhatsApp Calling Charge: সাইবার জালিয়াতি বন্ধ করতে বিল
নতুন টেলিকম বিল নিয়ে মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, সাইবার জালিয়াতি রোধে প্রস্তাবিত বিলে এই ধরনের অপরাধের শাস্তি বাড়ানোর বিধান রাখা হয়েছে। দেশের বিভিন্ন এলাকা যেমন জামতারা, আলওয়ার, নুহ এই ধরনের প্রতারণার জন্য কুখ্যাত হয়ে উঠেছে। প্রস্তাবিত বিলে আরেকটি বিধান রাখা হয়েছে, যার জেরে আগামী দিনে কোনও ব্যক্তি কল করলেই কল রিসিভ করা ব্যক্তিকে শনাক্ত করতে পারবেন। এর জন্য কোনও অ্যাপ ডাউনলোড করার প্রয়োজন পড়বে না। টেলিকম বিল ছাড়াও, সরকার দেশে ডিজিটাল সিস্টেম ও গ্রাহকদের স্বার্থ রক্ষা করতে ব্যক্তিগত ডেটা সুরক্ষা বিল ও ডিজিটাল ইন্ডিয়া বিলের খসড়া নিয়েও কাজ করছে।
Telecom Bill 2022: টেলিকম গ্রাহকদের সুরক্ষায় বড় পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। নতুন টেলিকম বিলে থাকবে সেই 'রক্ষকবচ'। এবার থেকে লোন, ক্রেডিট কার্ড বা লটারি জেতার অছিলায় ফোন করে আপনাকে 'উত্তক্ত' করতে পারবে না কেউ। ফোন এলেই জানতে পারবেন কে রয়েছে অপর প্রান্তে। সম্প্রতি নতুন বিলের খসড়ায় তেমনই একটি বিকল্প রেখেছে সরকার। মূলত, অনলাইন জালিয়াতি থেকে টেলিকম গ্রাহকদের বাঁচাতে এই ব্যবস্থা নিতে চলেছে কেন্দ্র।
Fraud Call: কী আছে নতুন বিলে ?
কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, টেলিকম বিল ২০২২-এর খসড়া তৈরি হয়ে গিয়েছে । এই বিলে অনেক বিষয় থাকলেও ব্যবহারকারীদের সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এবার থেকে কেউ কল করলে তার তথ্য পেয়ে যাবেন আপনি। মূলত, আর্থিক প্রতারণা বন্ধ করতেই এই উদ্য়োগ নিয়েছে কেন্দ্রীয় সরকার।
Telecom Bill 2022: কেবল মোবাইল কলারদের মধ্য়েই সীমাবদ্ধ নয় পরিষেবা
কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ব্যবহারকারীদের প্রতারণা থেকে রক্ষাকবচ কেবল মোবাইল কল বা ল্যান্ডলাইন কলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। বরং এর মধ্যে রয়েছে ফেস রিডিং, জুম কল, হোয়াটসঅ্যাপ কল, ফেসটাইমও। তিনি বলেন, ''আমরা কার সঙ্গে কথা বলছি, এটা জানা আমাদের অধিকার। আমরা খসড়ায় বিষয়টি গুরুত্বের সঙ্গে অন্তর্ভুক্ত করেছি।'' নতুন খসড়ায়, টেলিকম পরিষেবা প্রদানকারীর কেওয়াইসি বাধ্যতামূলক হবে, যাতে ব্যবহারকারী সম্পূর্ণ তথ্য পেতে পারবেন। এইভাবে সব কলিং প্ল্যাটফর্ম এই পরিধির আওতায় আনা হবে। সেটা ডাটা কলিং হোক বা মোবাইল কলিং। এই চিন্তা মাথায় রেখেই পুরো খসড়া তৈরি করা হয়েছে।