WhatsApp Desktop App: হোয়াটসঅ্যাপের ডেস্কটপ অ্যাপে যুক্ত হয়েছে নতুন সুবিধা, গ্রুপ কলে যুক্ত করা যাবে বেশি ইউজার
Whatsapp: উইন্ডোজ ভার্সানে ব্যবহার হওয়া হোয়াটসঅ্যাপ ডেস্কটপ অ্যাপে বেশ কিছু নতুন ফিচার যুক্ত হয়েছে।
Whatsapp Features: হোয়াটসঅ্যাপ ডেস্কটপ (Whatsapp Desktop) - উইন্ডোজ ভার্সানে ব্যবহার হয় এই অ্যাপ। এবার সেখানেই যুক্ত হয়েছে একটি নতুন আপডেট। হোয়াটসঅ্যাপ ডেস্কটপ অ্যাপের সাম্প্রতিক ভার্সান দ্রুত গতিতে লোড হবে বলে শোনা গিয়েছে। এছাড়াও এই ভার্সানে গ্রুপ অডিও এবং ভিডিও কলের (Group Video or Audio Call) ক্ষেত্রেও বেশ কিছু উন্নতি লক্ষ্য করা যাবে এই আপডেটে। হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে উইন্ডোজ ভার্সানের হোয়াটসঅ্যাপ ডেস্কটপ অ্যাপে ইউজাররা এখন আগের তুলনায় বেশি সংখ্যক মানুষকে গ্রুপ কলে যুক্ত করতে পারবেন। এছাড়াও এই মাধ্যমে যুক্ত হয়েছে মাল্টি ডিভাইস কেপেবিলিটি। অর্থাৎ একসঙ্গে অনেক ডিভাইস যুক্ত করার সুবিধা। সেক্ষেত্রে দ্রুত গতিতে ডিভাইস লিঙ্কিং এবং বিভিন্ন ডিভাইসের মধ্যে সিঙ্কিং বা যোগসূত্র ঠিক রাখা আগের থেকে ভাল হয়েছে।
একটি ব্লগ পোস্টে হোয়াটসঅ্যাপের পেরেন্ট অর্গানাইজেশন মেটা জানিয়েছে, উইন্ডোজ ভার্সানে গ্রুপ ভিডিও কলের ক্ষেত্রে এখন ৮ জন পর্যন্ত ইউজারকে একসঙ্গে যুক্ত করা যাবে। অডিও গ্রুপ কলের ক্ষেত্রে এই ইউজারের সংখ্যাটা ৩২ জন। ইউজার সংখ্যার এই সীমাও আগামী দিনে আরও বাড়ানে হবে বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ। এর পাশাপাশি মেটা আরও জানিয়েছে মোবাইল ভার্সানে হোয়াটসঅ্যাপ অ্যাপের যা ইন্টারফেস সেই একই ধরনের ইন্টারফেস রয়েছে উইন্ডোজ ভার্সানের হোয়াটসঅ্যাপ ডেস্কটপ অ্যাপে। এখানেও এন্ড টু এন্ড এনক্রিপশন পদ্ধতিতে মেসেজ, মিডিয়া, কল এই সবই সুরক্ষিত থাকে। মোবাইল ফোন, ট্যাবলেট, কম্পিউটারের মতোই এখানেও ইউজারদের তথ্য সুরক্ষিত থাকে।
হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাডমিনদের জন্য যুক্ত হয়েছে দুটো নতুন ফিচার
গত কয়েক মাস ধরেই হোয়াটসঅ্যাপ গ্রুপে বিভিন্ন ধরনের ফিচার অর্থাৎ আপডেট যুক্ত হয়েছে। কখনও হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে। এমন ফিচারও চালু হয়েছে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে কোনও সদস্য বেরিয়ে গেলে সেটা শুধু অ্যাডমিন জানতে পারবেন। এছাড়াও হোয়াটসঅ্যাপ গ্রুপে আসা কোনও মেসেজ ডিলিটের ক্ষমতাও রয়েছে অ্যাডমিনদের হাতে।
নতুন দুটো আপডেট
হোয়াটসঅ্যাপে গ্রপে কারা যুক্ত হবেন তা ঠিক করতে পারবেন গ্রুপ অ্যাডমিনরা। তাঁদের হাতে থাকবে ক্ষমতা। তাঁরাই সিদ্ধান্ত নেবেন যে বা কারা গ্রুপে যুক্ত হবেন আর কারা হবেন না। অনেক সময় লিঙ্ক ইনভাইটের মাধ্যমে হোয়াটসঅ্যাপে গ্রুপে যুক্ত হওয়ার বিষয় থাকে। সেক্ষেত্রে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে এই ফিচার চালু হওয়া প্রয়োজন ছিল। তাই এই নতুন ফিচারের সাহায্যে হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিনরা ঠিক করতে পারবেন যে কারা গ্রুপে যুক্ত হবেন, আর কারা হবেন না।
দ্বিতীয় আপডেটের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপের কনট্যাক্টে লিস্টে থাকা ইউজারদের সঙ্গে আপনি কোন কোন হোয়াটসঅ্যাপে গ্রুপে কমন বা একসঙ্গে রয়েছে সেটা জানা যাবে। এই ফিচারের নাম 'গ্রুপস ইন কমন'। জানা গিয়েছে, গ্লোবাল স্তরে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই দুই আপডেটের রোল আউট শুরু হবে।
আরও পড়ুন- UPI লেনদেনে ৯৫ হাজারেরও বেশি জালিয়াতি শুধু ২০২২ এই, সংসদে জানালেন অর্থ প্রতিমন্ত্রী