UPI Fraud : UPI লেনদেনে ৯৫ হাজারেরও বেশি জালিয়াতি শুধু ২০২২ এই, সংসদে জানালেন অর্থ প্রতিমন্ত্রী
UPI Payment : 'দেশে ২০২২ - ২৩ সালে ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস অর্থাৎ ইউপিআই লেনদেনে ৯৫ হাজারেরও বেশি জালিয়াতির ঘটনার অভিযোগ জমা পড়েছে।'
নয়া দিল্লি : পকেটে ক্যাশ বয়ে বেড়ানোর ইচ্ছে ক্রমেই কমছে। মানুষ ক্রমেই স্বচ্ছন্দ বোধ করছে ইউপিআই লেনদেন-এ । ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার দেওয়া তথ্য বলছে,শুধুমাত্র গত বছরই ১২৫ কোটি টাকারও বেশি UPI লেনদেন সম্পন্ন হয়েছে দেশে। কিন্তু আশঙ্কা অন্য জায়গায়। ডিজিট্যাল পেমেন্ট যেমন বাড়ছে ক্রমেই, তেমনই বাড়ছে ডিজিট্যাল লেনদেন করতে গিয়ে ঠকে যাওয়ার ঘটানোও।
কেন্দ্র কী জানিয়েছে
কেন্দ্রীয় অর্থ মন্ত্রক সংসদে একটি তথ্য পেশ করেছে। জানানো হয়েছে, দেশে ২০২২ - ২৩ সালে ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস অর্থাৎ ইউপিআই লেনদেনে ৯৫ হাজারেরও বেশি জালিয়াতির ঘটনার অভিযোগ জমা পড়েছে। ২০২০ - ২১ সালের সেই তুলনায় ইউপিআই পেমেন্টে প্রতারণার অভিযোগ কমই ছিল। সেবার সংখ্যাটা ছিল ৭৭ হাজার। ২০২১ এ এই সংক্রান্ত ৮৪ হাজার অভিযোগ নথিভুক্ত হয়।
কত টাকা UPI লেনদেন হয়েছে
২০২২ সালে ১২৫ কোটি টাকারও বেশি মূল্যের UPI লেনদেন হয়েছে ভারতে। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) এই তথ্য প্রকাশ করেছে। গত তিন বছরের নিরিখে এটি সর্বোচ্চ।
ভারতীয় ডিজিটাল পেমেন্ট সিস্টেমটিও বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা অর্জন করেছে। সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরশাহী, মরিশাস, নেপাল এবং ভুটানে এখন ইউপিআই ব্যবহার করা যায়। ভারতে ডিজিটাল পেমেন্ট জালিয়াতির ক্রমবর্ধমান সংখ্যা নিয়ে রাজ্যসভার সাংসদ কার্তিকেয় শর্মার উত্থাপিত একটি প্রশ্নের জবাবে এই তথ্যটি প্রকাশ করা হয়েছে।