(Source: Matrize)
Whatsapp Upcoming Features: হোয়াটসঅ্যাপে স্টেটাসে ভয়েস নোট! দ্রুত নতুন ফিচার লঞ্চ করবে মেসেজিং অ্যাপ কর্তৃপক্ষ
Whatsapp: সর্বোচ্চ ৩০ সেকেন্ডের ভয়েস নোট হোয়াটসঅ্যাপ স্টেটাসে শেয়ার করার সুযোগ পাবেন ইউজাররা। আর এই ফিচার ব্যবহার করার জন্য স্মার্টফোনে হোয়াটসঅ্যাপের একদম লেটেস্ট আপডেটেড ভার্সান ইনস্টল রাখতে হবে।
Whatsapp Upcoming Features: মেটা (Meta) অধিকৃত সোশ্যাল মিডিয়া মাধ্যম হোয়াটসঅ্যাপে আসতে চলেছে নতুন একটি ফিচার। বিশ্বের জনপ্রিয় এই ইন্সট্যান্ট মেসেজিং অ্যাপে (Instant Messaging App) খুব তাড়াতাড়ি চালু হতে চলেছে এমন একটি ফিচার যার সাহায্যে ইউজাররা স্টেটাসে (Whatsapp Status) শেয়ার করতে পারবেন ভয়েস নোট (Voice Notes)। ইতিমধ্যেই এই আপডেট পেয়েছেন কিছু বিটা টেস্টার। বর্তমানে হোয়াটসঅ্যাপে স্টেটাসে শুরু ছবি এবং ভিডিও শেয়ার করা যায়। তবে দ্রুত এমন ফিচার চালু হবে যার সাহায্যে অডিও ফাইল বা ভয়েস নোট হোয়াটসঅ্যাপ স্টেটাসে শেয়ার করতে হবে। এখনও এই ফিচার সমস্ত ইউজারদের জন্য চালু হয়নি। চলছে চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা নিরীক্ষা। হোয়াটসঅ্যাপ বিটা অ্যান্ড্রয়েড 2.23.2.8 আপডেটে এই ফিচার চালু হয়েছে। অতএব বিটা টেস্টাররা এখন হোয়াটসঅ্যাপ স্টেটাসে ভয়েস নোট শেয়ার করার সুযোগ পাবেন। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo সূত্রে এমনটাই জানা গিয়েছে।
সর্বোচ্চ ৩০ সেকেন্ডের ভয়েস নোট হোয়াটসঅ্যাপ স্টেটাসে শেয়ার করার সুযোগ পাবেন ইউজাররা। আর এই ফিচার ব্যবহার করার জন্য স্মার্টফোনে হোয়াটসঅ্যাপের একদম লেটেস্ট আপডেটেড ভার্সান ইনস্টল রাখতে হবে। শুধু যে হোয়াটসঅ্যাপে স্টেটাসে ভয়েস নোট শেয়ার করা যাবে তাই নয়, ভয়েস নোট রেকর্ড করে তারপর যদি ইউজার সেটা আর পাঠাতে না চান, তাহলে সেই ব্যবস্থাও থাকবে। প্রসঙ্গত উল্লেখ্য, হোয়াটসঅ্যাপে স্টেটাসে যে ভয়েস নোট শেয়ার করা হবে সেটা এন্ড টু এন্ড এনক্রিপশন পদ্ধতিতে সুরক্ষিত থাকবে। হোয়াটসঅ্যাপে স্টেটাসে ভয়েস নোট শেয়ার করার ২৪ ঘণ্টা পর তা আপনা আপনি মুছে যাবে। তবে হোয়াটসঅ্যাপের স্টেটাসে ভয়েস নোট একবার শেয়ার করার পর তা ডিলিট করার অপশনও থাকবে ইউজারদের হাতে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার অর্থাৎ স্টেটাসে ভয়েস নোট শেয়ার করার সুবিধা সব ইউজারদের জন্য চালু হবে।
Whatsapp Status Report: অন্যের হোয়াটসঅ্যাপ স্টেটাস দেখে বিরক্তি হলে, সটান রিপোর্ট করতে পারবেন ইউজাররা। হোয়াটসঅ্যাপ স্টেটাসের ক্ষেত্রেই একটি রিপোর্ট বাটন উপলব্ধ হবে। যদি কোনও ইউজার একটি হোয়াটসঅ্যাপ স্টেটাসে রিপোর্ট করেন তাহলে মডারেশন টিমের কাছে পৌঁছে যাবে কনটেন্ট। হোয়াটসঅ্যাপের মডারেশন টিম ওই স্টেটাস কনটেন্ট রিভিউ অর্থাৎ পর্যবেক্ষণ করে দেখবে যে সেখানে সমস্যাজনক কিছু রয়েছে কিনা। তারপর সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে এই ফিচার চালু হলে কোনও ভাবেই এন্ড-টু-এন্ড এনক্রিপশন বিষয়টির লঙ্ঘন হবে না। অর্থাৎ সুরক্ষিত থাকবে ইউজারদের মেসেজ। তৃতীয় কোনও ব্যক্তি হোয়াটসঅ্যাপে ইউজারদের মেসেজ, ভয়েস কল, মিডিয়া, লোকেশন শেয়ারিং, কল এবং স্টেটাস আপডেটে আড়ি পাততে পারবে না। সবকিছুই এন্ড-টু-এন্ড এনক্রিপশন পদ্ধতিতে একদম সুরক্ষিত থাকবে।
আরও পড়ুন- নোকিয়ার নতুন ট্যাব লঞ্চ হয়েছে ভারতে, রয়েছে ১০.৩৬ ইঞ্চির ডিসপ্লে, দাম কত?