Whatsapp New Feature : হোয়াটসঅ্যাপে নতুন আপডেট, অচেনা কেউ কল করলে 'নীরব থাকবে' ফোন
Tech News: অবাঞ্ছিত কল থেকে মুক্তি ! অচেনা কেউ কল করলে এমনিতেই শোনা যাবে না হোয়াটসঅ্যাপের (WhatsApp) টিউন।
Tech News: অবাঞ্ছিত কল থেকে মুক্তি ! অচেনা কেউ কল করলে এমনিতেই শোনা যাবে না হোয়াটসঅ্যাপের (WhatsApp) রিং। এমনই নতুন বৈশিষ্ট্য আনল হোয়াটসঅ্যাপ। নিজেই নতুন ফিচারের বিষয়ে ফেসবুকে (Facebook) পোস্ট করেছেন মেটার প্রতিষ্ঠাতা সিইও মার্ক জুকারবার্গ (Mark Zuckerberg)।
Whatsapp New Feature : কীভাবে পাবেন অবাঞ্ছিত কল থেকে মুক্তি ?
মেটার সিইও জানিয়েছেন, ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষার স্বার্থে নতুন এই বৈশিষ্ট্য যোগ করা হয়েছে হোয়াটসঅ্যাপে। যেখানে স্বয়ংক্রিয়ভাবে আপনি চাইলেই অচেনা লোকের কল সাইলেন্স রাখতে পারবেন। সেই ক্ষেত্রে অপরিচিত ব্য়ক্তি কল করলে আপনার ফোনে হোয়াটসঅ্যাপের টিউন বাজবে না।
Tech News: কীভাবে পাবেন এই নতুন সুবিধা
এই নতুন সুবিধা পেতে প্রথমে ব্যবহারকারীকে প্রাইভেসি সেটিংসে যেতে হবে। সেখান থেকে Calls অপশনে 'সাইলেন্স আননোন কলারস' অপশন সক্রিয় করলেই আর আপনার কাছে অচেনা লোকের কল এলেও হোয়াটসঅ্যার রিং শোনা যাবে না। সেই ক্ষেত্রে আর অবাঞ্ছিত কলের ঝক্কি পোহাতে হবে না আপনাকে।
Whatsapp Features: হোয়াটসঅ্যাপের (Whatsapp) নতুন ফিচারের সাহায্যে একাধিক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট (Whatsapp Account) একটি ডিভাইস থেকেই ব্যবহার করা যাবে। অর্থাৎ একটি ফোনেই কাজ করবে দুটো হোয়াটসঅ্যাপ নম্বর (Multiple Whatsapp Account)। অ্যান্ড্রয়েড হোক বা আইওএস, দু'ক্ষেত্রেই পাওয়া যাবে এই সুবিধা।
মেটা অধিকৃত সংস্থা হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এই নতুন ফিচার নিয়ে ইতিমধ্যেই অ্যান্ড্রয়েড ভার্সানে পরীক্ষা নিরীক্ষা শুরু করে দিয়েছে তারা। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo- যারা হোয়াটসঅ্যাপের যাবতীয় আপডেট সংক্রান্ত খবর প্রকাশ্যে আনে, তারা জানিয়েছে এই নতুন ফিচারের সাপোর্ট এখন উপলব্ধ রয়েছে WhatsApp Business beta version 2.23.13.5- র ক্ষেত্রে। একই ডিভাইসে একাধিক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহারের এই ফিচার রেগুলার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার, যা আমি আপনি সকলে ব্যবহার করি, সেখানেও খুব তাড়াতাড়ি উপলব্ধ হবে।
আজকাল প্রায় সমস্ত স্মার্টফোনেই ডুয়াল সিমের স্লট থাকে। সেক্ষেত্রে যদি একটি ফোনে দুটো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করা যায় তাহলে ইউজারদের সুবিধাই হবে। ব্যক্তিগত কাজকর্ম এবং অফিসের কাজকর্ম, দু'ক্ষেত্রে দুটো আলাদা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন ইউজাররা। হোয়াটসঅ্যাপের এই মাল্টি-অ্যাকাউন্ট ফিচার এখনও সকলের জন্য চালু হয়নি। তবে তাড়াতাড়িই এই ফিচার সমস্ত হোয়াটসঅ্যাপ ইউজারদের জন্য চালু হবে বলে অনুমান করা হচ্ছে।
আরও পড়ুন : Cyber Fraud: ফাঁকা হবে অ্যাকাউন্ট ! রাজ্যে প্রতারকদের নতুন ফাঁদ, সতর্ক করছে কলকাতা পুলিশ