WhatsApp Down: বিপর্যস্ত হোয়াটসঅ্যাপ পরিষেবা ! পাঠানো যাচ্ছে না মেসেজ; সমস্যায় গ্রাহকরা
WhatsApp Down: অনেক গ্রাহক এও জানিয়েছেন যে তারা স্টেটাসও দিতে পারছেন না, কোনও স্টোরি যোগ করতে পারছেন না তাদের হোয়াটসঅ্যাপে। এমনকী অনেকে এও জানিয়েছেন যে তারা তাদের অ্যাকাউন্টে লগ ইনও করতে পারছেন না।

WhatsApp Outage in India: মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ পরিষেবা আজ হঠাৎ করেই বিপর্যয়ের মুখে পড়ে সারা দেশে। কাজ করছে না হোয়াটসঅ্যাপ। সারা দেশজুড়ে বহু গ্রাহক সমস্যায় পড়ছেন এবং সমাজমাধ্যমে হোয়াটসঅ্যাপে (WhatsApp Down) এই পরিষেবা বিঘ্ন হওয়ার কথা জানাচ্ছেন। শনিবার সন্ধেয় হঠাৎ করেই এই সমস্যা দেখা যায়। গ্রাহকরা কোনও মেসেজ পাঠাতে পারছেন না। বেশিরভাগ সময় মেসেজ যাচ্ছে না ফোন থেকে, স্টেটাসও দিতে পারছেন না অনেকেই। আজ শনিবার ডাউনডিটেক্টরের তথ্য অনুসারে বিকেল সাড়ে পাঁচটার সময় ৪৬০ জন গ্রাহকের অভিযোগ এসেছে হোয়াটসঅ্যাপ পরিষেবা বিঘ্নকে কেন্দ্র করে। ৮১ শতাংশ মানুষ মেসেজ পাঠাতে পারছেন না বলে জানা গিয়েছে।
অনেক গ্রাহক এও জানিয়েছেন যে তারা স্টেটাসও দিতে পারছেন না, কোনও স্টোরি যোগ করতে পারছেন না তাদের হোয়াটসঅ্যাপে। এমনকী অনেকে এও জানিয়েছেন যে তারা তাদের অ্যাকাউন্টে লগ ইনও (WhatsApp Down) করতে পারছেন না। এই পরিষেবায় বিঘ্ন নিয়ে তাৎক্ষণিকভাবে যদিও কোনও বিবৃতি দেয়নি হোয়াটসঅ্যাপ সংস্থা। এর আগে ২৮ ফেব্রুয়ারিও হোয়াটসঅ্যাপ পরিষেবা বিপর্যস্ত হয়েছিল। ডাউনডিটেক্টরের তথ্য অনুসারে, সেই সময় গ্রাহকরা অভিযোগ জানিয়েছিলেন যে তারা মেসেজ পাঠাতে পারছেন না। সারা বিশ্ব জুড়ে ৫ হাজার অভিযোগ জমা পড়েছিল।
পরিসংখ্যান বলছে ভারতে হোয়াটসঅ্যাপের ব্যবহারকারীর (WhatsApp Down) সংখ্যা ৫৩০ মিলিয়ন এবং সারা বিশ্বে প্রায় ৩ বিলিয়ন মানুষ এই মেসেজিং প্ল্যাটফর্ম ব্যবহার করেন। আজ পরিষেবা বিঘ্নিত হওয়ার পরে এক্স হ্যান্ডলে হোয়াটসঅ্যাপ ডাউন হ্যাশট্যাগ ট্রেন্ড করতে শুরু করে।
জনৈক নেটিজেন লিখেছেন যে, তিনি প্রথমে ভেবেছিলেন এটা আইওএস সফটওয়্যার আপডেটের ফলে হচ্ছে, কিন্তু এই বিষয়ে গুগল সার্চ করার পরেই তিনি বুঝতে পারেন যে সারা দেশ জুড়েই হোয়াটস অ্যাপ পরিষেবা বিপর্যস্ত হয়েছে। তিনি এক্স হ্যান্ডলে পোস্ট করে জানান যে তিনি তাঁর ফোন রিস্টার্ট করে হোয়াটসঅ্যাপে স্টেটাস দেওয়ার চেষ্টা করলে তা সফল হয় না। পোস্টে একজন ব্যক্তি তাঁর হোয়াটসঅ্যাপের মেসেজিং ট্যাবের স্ক্রিনশট পোস্ট করেন যেখানে দেখা যায় তাঁর একটি স্টেটাস আপলোড হচ্ছে না এবং সেখানে লেখা দেখাচ্ছে 'সেন্ডিং আপডেটস'।
ভারত জুড়ে শত শত ব্যবহারকারী ফোনপে, গুগল পে, পেটিএম সহ একাধিক ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস ব্যবহার করতে সমস্যায় পড়ছিলেন আজ সকালেই। ইউপিআই পরিষেবাও বিঘ্নিত হয়েছিল সারা দেশে। আর তারপরেই আজ বিকেলে হোয়াটসঅ্যাপ মেসেজিং প্ল্যাটফর্মের বিভ্রাট দেখা যায়।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
