Signal App Features: হোয়াটসঅ্যাপের প্রতিদ্বন্দ্বী অ্যাপ সিগন্যালে আর লাগবে না ফোন নম্বর, জেনে নিন বিস্তারিত
Signal: অ্যাপের নতুন আপডেটে পাওয়া যাবে নয়া ফিচারের সুবিধা। এখানে অ্যাপ ইনস্টলের পর ইউজাররা তাদের ইউজারনেম পাঠাতে পারবেন কিউআর কোড কিংবা লিঙ্কের মাধ্যমে।
Signal App Features: সিগন্যাল- (Signal App) এটি একটি এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ (Messaging App)। অর্থাৎ সুরক্ষিত থাকবে ইউজারদের ব্যক্তিগত তথ্য। সিগন্যাল অ্যাপ অবশ্য হোয়াটসঅ্যাপের প্রতিদ্বন্দ্বী (WhatsApp Rival App) হিসেবেই বেশি পরিচিত। সম্প্রতি জানা গিয়েছে, এই সিগন্যাল অ্যাপে একটি নতুন ফিচার লঞ্চ হতে চলেছে। এর ফলে আর অন্য ইউজারদের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য ফোন নম্বরের প্রয়োজন হবে না। সংস্থার তরফে জানানো হয়েছে সিগন্যাল একটি ফিচারের পরীক্ষা নিরীক্ষা করছে যার নাম ইউজারনেম (Userame Feature)। অর্থাৎ এই ফিচার চালু হলে সিগন্যাল অ্যাপের মাধ্যমে কারও সঙ্গে সংযুক্ত হতে চাইলে আর ফোন নম্বর দেওয়ার দরকার নেই। প্রাইভেট করে রাখা যাবে ফোন নম্বর এবং তা শেয়ার করারও দরকার নেই। তবে সিগন্যাল অ্যাপে অ্যাকাউন্ট খোলার সময় ইউজারের ফোন নম্বরের প্রয়োজন হবে। পরবর্তীতে অন্যান্য ইউজারদের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য এই ফোন নম্বরের আর প্রয়োজন হবে না।
অ্যাপের নতুন আপডেটে পাওয়া যাবে নয়া ফিচারের সুবিধা। এখানে অ্যাপ ইনস্টলের পর ইউজাররা তাদের ইউজারনেম পাঠাতে পারবেন কিউআর কোড কিংবা লিঙ্কের মাধ্যমে। এর পাশাপাশি সিগন্যাল অ্যাপের সেটিংসে গিয়ে ইউজাররা ফোন নম্বর গোপনেও রাখার সুযোগ পাবেন। ২০১৯ সাল থেকে সিগন্যাল অ্যাপ এই ইউজারনেম ফিচার নিয়ে কাজ করছে বলে জানা গিয়েছে। এখনও এই ফিচার লঞ্চের দিনক্ষণ জানা যায়নি। অর্থাৎ এখনও সিগন্যাল অ্যাপের এই ফিচার এখনও পরীক্ষা নীরিক্ষা এবং পর্যবেক্ষণের পর্যায়ে রয়েছে।
ফোন নম্বর ছাড়া লগ-ইন করা যাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে !
সিগন্যালের থেকে সামান্য এগিয়ে রয়েছে তার প্রতিদ্বন্দ্বী অ্যাপ হোয়াটসঅ্যাপ। এই ইন্সট্যান্ট মেসেজিং অ্যাপে ইউজারদের সুবিধায় আসতে চলেছে নতুন ফিচার। শোনা যাচ্ছে, এবার নাকি ফোন নম্বর ছাড়াই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে লগ-ইন করতে পারবেন ইউজাররা। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo সম্প্রতি এই খবর প্রকাশ্যে এনেছে। এতদিন ফোন নম্বর না থাকলে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে লগ-ইন করা যেত না। কারণ ফোন নম্বর না থাকলে আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশনের এসএমএস কিংবা ওটিপি আসবে না। তার ফলে লগ-ইন করা সম্ভব হবে না হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে। আপাতত হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে লগ-ইন করার ক্ষেত্রে এখন কর্তৃপক্ষ ইমেল ভেরিফিকেশন নিয়ে কাজ করছে। অর্থাৎ আগামী দিনে ফোন নম্বর না থাকলে বলা ভাল সিম না থাকলেও আর অসুবিধা হবে না। ইমেল ভেরিফিকেশনের মাধ্যমে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে লগ-ইন করা যাবে। অ্যাকাউন্ট ভেরিফিকেশনের ওটিপি আসবে ইমেলের মাধ্যমে। হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে লগ-ইনের জন্য এই ইমেল ভেরিফেকশন ফিচার অ্যান্ড্রয়েড এবং আইওএস দুই ভার্সানেই চালু হবে বলে শোনা গিয়েছে।
আরও পড়ুন- ফোন নম্বর ছাড়া লগ-ইন করা যাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে ! আসছে নতুন ফিচার