WhatsApp New Feature: হোয়াটসঅ্যাপে নতুন বিকল্প, চাইলে নির্দিষ্ট সময় অন্তর মুছে যাবে চ্যাট
Mark Zuckerberg Announcement: তথ্য আদানপ্রদানকারী অ্যাপ হোয়াটসঅ্যাপে (WhatsApp) নতুন বিকল্প আনার কথা ঘোষণা করলেন মার্ক জুকেরবার্গ (Mark Zuckerberg)।
নিউ ইয়র্ক: তথ্য আদানপ্রদানকারী অ্যাপ হোয়াটসঅ্যাপে (WhatsApp) নতুন বিকল্প আনার কথা ঘোষণা করলেন মার্ক জুকেরবার্গ (Mark Zuckerberg)। এবার থেকে চাইলে নির্দিষ্ট সময় অন্তর আপনা হতেই মুছে যাবে হোয়াটসঅ্যাপে যাবতীয় চ্যাট।
সোমবার সন্ধ্যায় নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই তথ্য জানিয়েছেন জুকেরবার্গ। লিখেছেন, 'আমরা আজ হোয়াটসঅ্যাপে নতুন ডিসঅ্যাপিয়ারিং মেসেজ বিকল্প যোগ করছি। আপনারা চাইলে ২৪ ঘণ্টা, ৭ দিন বা ৯০ দিন অন্তর মুছে যাবে সমস্ত নতুন চ্যাট। সব মেসেজ আজীবন থাকার দরকার নেই'।
পাশাপাশি চ্যাট আরও আকর্ষণীয় ও মজাদার করে তুলতে নয়া ফিচার আনছে WhatsApp। ভয়েস মেসেজে 'ওয়েভফর্ম' আনল মেটা অধীনস্থ সংস্থা৷ এতদিন ভয়েস মেসেজ একটা লম্বা রেখা হিসাবে থাকত। এবার সেটা ওয়েভ ফরম্যাটে আসবে। মাঝে ট্যাপ করেই পজ করা যাবে। ইতিমধ্যেই কিছুটা এরকমই ফরম্যাটে ভয়েস মেসেজ দেখা যাচ্ছে ফেসবুক মেসেঞ্জারে। ইনস্টাগ্রামেও মেসেঞ্জারে এই ধরনের ওয়েভফর্ম দেখা যায়। এবার সেটাই আসবে হোয়াটসঅ্যাপে।
তবে এর জন্য প্রেরক ও প্রাপক দুজনেরই হোয়াটসঅ্যাপ লেটেস্ট ভার্সানে আপডেট করা থাকতে হবে। শেষ আপডেটে জানা গিয়েছিল যে, হোয়াটসঅ্যাপ ডাউনলোড বা না দেখেই স্টিকার ফরওয়ার্ড করার বিকল্প আনতে পারে। এর ফলে ফোনের মেমরি নষ্ট কম হবে। এটি প্রথমে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য উপলব্ধ হবে। তারপরে iOS ব্যবহারকারীদের জন্য তা চালু করা হবে।
হোয়াটসঅ্যাপ এই মুহূর্তে বিশ্বের সবথেকে জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ। আর সেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করতেই আপনাকে অ্যাপ্লিকেশনে গিয়ে মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করতে হয়। আপনি যখন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলবেন বা আপনার চালু অ্যাকাউন্টটিই নতুন ফোন থেকে রি-রেজিস্টার করবেন, তখন ফোন নম্বর দিয়েই নিশ্চিত করতে হবে যে অ্যাকাউন্টটি আপনারই। আর তাতে সুরক্ষিতও থাকবে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। আর সেই কাজটি সফল ভাবে করতে হলে আপনার একটি অ্যাক্টিভ সিম কার্ড দরকার (যে নম্বরটি দিচ্ছেন সেই সিম কার্ড)। পাশাপাশিই আবার একটি স্টেবল ইন্টারনেট কানেকশন এবং সেলুলার কানেকশনও দারকার হবে।