Whatsapp Chat Security: হোয়াটসঅ্যাপে কীভাবে সুরক্ষিত রাখবেন আপনার চ্যাট? রয়েছে একাধিক পদ্ধতি, জেনে নিন বিশদে
Whatsapp: দেখে নেওয়া যাক হোয়াটসঅ্যাপে ইউজারদের চ্যাট সুরক্ষিত রাখার জন্য এবং গোপনীয়তা সঠিকভাবে বজায় রাখার জন্য কী কী ফিচার রয়েছে।
Whatsapp Chat Security: হোয়াটসঅ্যাপে (Whatsapp) কীভাবে সুরক্ষিত রাখবেন আপনার চ্যাট? চারদিকে যেভাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রতারণার (Whatsapp Scam) পরিমাণ বাড়ছে, তার জেরে মনে হতে পারে হ্যাকার বা স্ক্যামারদের আটকানো বোধহয় কার্যত অসম্ভব। কিন্তু এমনটা মোটেই নয়। বরং হোয়াটসঅ্যাপে চ্যাট সুরক্ষিত রাখার জন্য একাধিক ফিচার রয়েছে। শুধু সেগুলো জেনে নিয়ে সঠিকভাবে ব্যবহার করতে পারলেই মুশকিল আসান হবে। এবার দেখে নেওয়া যাক হোয়াটসঅ্যাপে ইউজারদের চ্যাট সুরক্ষিত রাখার জন্য এবং গোপনীয়তা সঠিকভাবে বজায় রাখার জন্য কী কী ফিচার রয়েছে।
Protect your chats with WhatsApp's multiple privacy features - End-to-end encryption, Chat-Lock, Privacy Check-Ups, and many more 🔒 pic.twitter.com/MYhzuCDgRK
— WhatsApp (@WhatsApp) June 23, 2023
চ্যাট লক- সম্প্রতিই এই ফিচার চালু হয়েছে। আগে শুধু হোয়াটসঅ্যাপ অ্যাপটি লক করে রাখা যেত। তবে এখন আপনি নির্দিষ্ট চ্যাটও লক করে রাখতে পারবেন। ব্যক্তিগত চ্যাট হোক বা গ্রুপ চ্যাট-দু'ক্ষেত্রেই এই ফিচার কাজ করবে। নতুন এই চ্যাট লক ফিচারের সাহায্যে হোয়াটসঅ্যাপ ইউজারদের প্রাইভেসি আরও ভালভাবে বজায় থাকবে। সুরক্ষিত থাকবে চ্যাট। অর্থাৎ ইউজারদের নিরাপত্তা, গোপনীয়তা সবই বাড়বে।
এন্ড-টু-এন্ড এনক্রিপশন এবং টু স্টেপ ভেরিফিকেশন- হোয়াটসঅ্যাপের সমস্ত ইউজারদের চ্যাট এন্ড-টু-এন্ড এনক্রিপশন পদ্ধতিতে সুরক্ষিত থাকে। অর্থাৎ দু'পক্ষের কথোপকথনের কিছুই জানতে পারে না খোদ হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষও। কোথাও কোনও রেকর্ডও রাখা হয় না। এছাড়াও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের ক্ষেত্রে রয়েছে টু স্টেপ বা দ্বিস্তরীয় ভেরিফিকেশনের সুবিধা। এক্ষেত্রে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের নিরাপত্তা আরও বাড়ে।
ভিউ ওয়ান্স- হোয়াটসঅ্যাপে রয়েছে ভিউ ওয়ান্স অপশন। অর্থাৎ আপনি কোনও ছবি বা মেসেজ অন্য ইউজারকে ভিউ ওয়ান্স অপশন সহযোগে পাঠাতে পারবেন। এক্ষেত্রে অন্য প্রান্তের ইউজার আপনার পাঠানো ছবি, মেসেজ বিশেষ করে ছবি একবার দেখে নিলে আর সেই ছবি খুলে দেখা যাবে না। এছাড়াও ভিউ ওয়ান্স অপশন যুক্ত ছবি ডাউনলোড করা যায় না, স্ক্রিনশটও তোলা যায় না। অতএব আপনার ছবি নিয়ে অন্য প্রান্তের ইউজার কোনও আপত্তিজনক কাজ করতে পারবে না।
সাইলেন্ট গ্রুপ লিভ- হোয়াটসঅ্যাপে এমন একটি ফিচার চালু রয়েছে যার সাহায্যে আপনি কোনও গ্রুপ ছেড়ে বেরিয়ে গেলে শুধুমাত্র অ্যাডমিনই টের পাবেন। গ্রুপের অন্যান্য সদস্যরা বুঝতে পারবেন না যে আপনি গ্রুপ ছেড়ে বেরিয়ে গিয়েছেন। এর ফলে ইউজারের প্রাইভসি বা গোপনীয়তা সুরক্ষিত থাকবে।
সাইলেন্ট আননোন কল- হোয়াটসঅ্যাপে ইউজারদের কাছে অনেকসময়েই অজানা, অচেনা নম্বর থেকে অডিও বা ভিডিও কল আসে। এর মধ্যে অনেকক্ষেত্রেই থাকে স্প্যাম কল। অর্থাৎ আপনি ফোন রিসিভ করলেই প্রতারণার ফাঁদে পা দিয়ে ফেলেন। হোয়াটসঅ্যাপ এমন একটি নতুন ফিচার চালু হয়েছে যার মাধ্যমে একটি বিশেষ সুবিধা পাওয়া যাবে। হোয়াটসঅ্যাপে অজানা, অচেনা নম্বর থেকে ফোনকল এলে ফোন সাইলেন্ট হয়ে যাবে। অচেনা, অজানা লোক হোয়াটসঅ্যাপে ফোন করলে তার থেকে মুক্তির একটা পথ পাওয়া গিয়েছে। শোনা যাবে না ওই ফোনকলের আওয়াজ।