(Source: ECI/ABP News/ABP Majha)
WhatsApp Data Leak: হোয়াটসঅ্য়াপে ৫০০ মিলিয়ন ইউজারের ডেটা ফাঁস ! কী বলল কোম্পানি ?
WhatsApp Update: হোয়াটঅ্যাপে ৫০০ মিলিয়ন ইউজারের ডেটা ফাঁসের খবর সামনে আসতেই মুখ খুলল ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ।
WhatsApp Update: হোয়াটঅ্যাপে ৫০০ মিলিয়ন ইউজারের ডেটা ফাঁসের খবর সামনে আসতেই মুখ খুলল ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ। হোয়াটসঅ্যাপের মুখপাত্র জানিয়েছে, কোম্পানির 'ডেটা লিক' হওয়ার যে খবর সামনে এসেছে, তার কোনও তথ্য়-প্রমাণ নেই। সম্প্রতি হোয়াটসঅ্যাপে বিপুল পরিমাণ ব্যবহারকারীর ডেটা ফাঁস হওয়ার রিপোর্ট প্রকাশ্যে আনে সাইবার নিউজ। রিপোর্ট বলা হয়েছে, এই বিপুল ডেটার প্রচুর দাম উঠেছে বিশ্ব বাজারে।
WhatsApp : এই বিষয়ে হোয়াটসঅ্যাপের মুখপাত্র জানান, সাইবার নিউজে লেখা দাবিটি ভিত্তিহীন স্ক্রিনশটের উপর ভিত্তি করে প্রকাশ করা হয়েছে। হোয়াটসঅ্যাপ থেকে ‘ডেটা লিক’ হওয়ার কোনও প্রমাণ নেই। মুখপাত্র আরও জানান, যে তালিকা ফাঁস হয়েছে, তা ফোন নম্বরগুলির ওপর ভিত্তি করে দেওয়া হয়েছে। এগুলি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর তথ্য নয়।
Whatsapp Data Leak: বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ হল হোয়াটসঅ্যাপ (Whatsapp)। প্রচুর ইউজার রয়েছে এই অ্যাপের। সম্প্রতি তাঁদের জন্য যথেষ্ট চিন্তার একটি তথ্য প্রকাশ্যে এসেছে। সম্প্রতি একটি রিপোর্টে বলা হয়েছে ৫০০ মিলিয়নেরও বেশি হোয়াটসঅ্যাপ ইউজারের ডেটা ইন্টারনেটে ফাঁস (Whatsapp Data Leak) হয়ে গিয়েছে। সেই সঙ্গে শোনা গিয়েছে যে হ্যাকাররা যথেষ্ট সস্তায় এইসব তথ্য বিক্রি করছে। এই তথ্য প্রকাশ্যে আসার পর থেকেই আতঙ্ক ছড়িয়েছে হোয়াটসঅ্যাপ ইউজারদের মধ্যে। প্রসঙ্গত উল্লেখ্য, হোয়াটসঅ্যাপ ডেটার সঙ্গে ইউজারের ফোন নম্বর যুক্ত থাকে। Cybernews- এর রিপোর্ট অনুসারে একজন হ্যাকার ৫০০ মিলিয়নেরও বেশি হোয়াটসঅ্যাপ ইউজারের ডেটা বিক্রির জন্য একটি হ্যাকিং ফোরামে পোস্ট করেছে। বিভিন্ন দেশের হোয়াটসঅ্যাপ ইউজারের তথ্য রয়েছে এই তালিকায়।
Cybernews- এর রিপোর্টে আরও বলা হয়েছে যে Actual Data- তে ৪৮৭ মিলিয়ন ইউজারের নাম রয়েছে এবং তা কোনও অংশেই কম নয়। ৮৪টি দেশের ইউজারদের তথ্য ফাঁস হয়েছে। এই তালিকায় রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ইতালি, মিশর এবং ভারতেরও বেশ কিছু ইউজার। মিশরে প্রভাব পড়েছে ৪৫ মিলিয়ন ইউজারের উপর। ইতালিতে সংখ্যাটা ৩৫ মিলিয়ন। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় ৩২ মিলিয়ন ইউজারের তথ্য ফাঁস হয়েছে। বিভিন্ন দেশ অনুসারে ইউজারদের হোয়াটসঅ্যাপ ইউজারদের ডেটার দাম ধার্য করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ডেটা পাওয়া যাচ্ছে ৭০০০ ডলার- ভারতীয় মুদ্রায় প্রায় ৫,৬১,৮০০ টাকায়। ব্রিটেনের ক্ষেত্রে ২০০০ ডলার- ভারতীয় মুদ্রায় ১,৬১,৮০০ টাকা। আর জার্মানির ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ ইউজারদের ডেটা কেনা যাবে ২৫০০ ডলার- ভারতীয় মুদ্রায় ২,০৪,১০০ টাকায়। কীভাবে হ্যাকারের হাতে এতজন হোয়াটসঅ্যাপ ইউজারের তথ্য এসেছে তা জানা যায়নি।