New Whatsapp Feature: হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিনদের হাতে আসতে চলেছে আরও ক্ষমতা, কী কী করতে পারবেন তাঁরা?
Whatsapp Features: শোনা যাচ্ছে, হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ ২১টি নতুন ইমোজির রোল আউট শুরু করেছে অ্যান্ড্রয়েড বিটা টেস্টারদের জন্য।
Whatsapp Group: ইউজারদের সুবিধায় হোয়াটসঅ্যাপ (Whatsapp) সংস্থা প্রায়ই নতুন নতুন ফিচার চালু করে। শোনা যাচ্ছে, আপাতত হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ এমন একটি ফিচার নিয়ে কাজ করছে যা গ্রুপ অ্যাডমিনদের (Whatsapp Group Admin) সাহায্য করবে। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo সূত্রে খবর, এমন একটি ফিচার চালু হতে চলেছে যার সাহায্যে গ্রুপের ক্ষেত্রে আরও বেশি নিয়ন্ত্রণ বজায় রাখতে পারবেন অ্যাডমিনরা। কারণ এই নতুন ফিচারের সাহায্যে অ্যাডমিনরাই ঠিক করতে পারবেন যে কারা গ্রুপে জয়েন করবেন, আর কারা নয়। বর্তমানে এই approval feature নিয়ে চালু হয়েছে কাজকর্ম। হোয়াটসঅ্যাপের লেটেস্ট ভার্সানে আইওএস এবং অ্যান্ড্রয়েড দুই মাধ্যমেই কার্যকর হবে এই নতুন ফিচার। অনেকসময়েই হোয়াটসঅ্যাপ গ্রুপে ইনভাইট লিঙ্কের ভিত্তিতে যুক্ত হওয়া যায়। সেক্ষেত্রে অ্যাডমিনদের হাতে নিয়ন্ত্রণ ক্ষমতা থাকবে। অর্থাৎ তাঁরা ঠিক করতে পারবেন যে কারা গ্রুপে যুক্ত হতে পারবেন, আর কারা পারবেন না।
হোয়াটসঅ্যাপে আসছে ২১টি নতুন ইমোজি
শোনা যাচ্ছে, হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ ২১টি নতুন ইমোজির রোল আউট শুরু করেছে অ্যান্ড্রয়েড বিটা টেস্টারদের জন্য। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo জানিয়েছে, এই ২১টি নতুন ইমোজি পাঠানোর জন্য ইউজারদের কোনও নতুন ধরনের কিবোর্ড ডাউনলোড করার বা ব্যবহার করার প্রয়োজন নেই। কারণ লেটেস্ট Unicode 15.0- তেই রয়েছে এই নতুন ২১টি ইমোজি যেগুলো হোয়াটসঅ্যাপের অফিশিয়াল কিবোর্ড থেকেই সরাসরি পাঠানো সম্ভব। হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে ইমোজি খুবই জনপ্রিয় ফিচার। বর্তমানে মেসেজের রিঅ্যাকশনের ক্ষেত্রেও সমস্ত ইমোজি ব্যবহার করা যায়। এমনকি হোয়াটসঅ্যাপ স্টেটাসের ক্ষেত্রেও ইমোজি দিয়ে রিঅ্যাকশন দেওয়া সম্ভব হয়।
হোয়াটসঅ্যাপে 'কল মিউট' ফিচার
হোয়াটসঅ্যাপে অচেনা নম্বর থেকে বারবার স্প্যাম কল আসে? আর বারংবার এই ঘটনায় তিতিবিরক্ত আপনি? তাহলে এবার আপনার জন্য আসছে সুখবর। হোয়াটসঅ্যাপে একটি নতুন ফিচার চালু হতে চলেছে যার মাধ্যমে অচেনা নম্বর থেকে আসা কল আগেভাগেই মিউট করার সুযোগ পাবেন ইউজাররা। জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপের নতুন এই ফিচারের নাম 'সাইলেন্স আননোন কলার'। এই ফিচারের সাহায্যে ইউজাররা সেভ না করা কিংবা অচেনা নম্বরের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ কল মিউট করার সুবিধা পাবেন। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার Wabetainfo সূত্রে খবর, আপাতত এই ফিচার নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। এখন অ্যান্ড্রয়েড ভার্সানের ক্ষেত্রে এই ফিচার নিয়েই কাজ করছে হোয়াটসঅ্যাপ সংস্থা। সূত্রের খবর, খুব তাড়াতাড়িই এই ফিচার চালু হতে চলেছে বিটা টেস্টিংয়ের জন্য।
আরও পড়ুন- হোয়াটসঅ্যাপে নতুন ফিচারের রোল আউট, কী সুবিধা পাবেন ইউজাররা?