New Whatsapp Feature: হোয়াটসঅ্যাপে নতুন ফিচারের রোল আউট, কী সুবিধা পাবেন ইউজাররা?
Whatsapp: হোয়াটসঅ্যাপ বিটার উইন্ডোজ 2.2309.2.0 ভার্সানে যুক্ত হয়েছে এই নতুন ফিচার। মাইক্রোসফট স্টোরে এই আপডেট উপলব্ধ রয়েছে।
New Whatsapp Feature: একটি নতুন ফিচারের রোল আউট শুরু করেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। উইন্ডোজ বিটা ভার্সানের ক্ষেত্রে 'মাল্টি সিলেকশন' ফিচারের রোল আউট শুরু হয়েছে। শুধুমাত্র মেসেজের জন্যই এই ফিচার চালু করা হয়েছে। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo জানিয়েছে, বিটা টেস্টাররা এখন একটি কথোপকথনের মধ্যে থেকে একাধিক মেসেজ সিলেক্ট করার সুযোগ পাবেন। তারপর এইসব মেসেজ বেছে নেওয়ার পর ডিলিট বা ফরওয়ার্ডের অপশন পাবেন ইউজাররা। একসঙ্গেই পাঠানো যাবে এইসব সিলেক্টেড মেসেজ। উইন্ডোজের হোয়াটসঅ্যাপ ভার্সানে কাজ করবে এই ফিচার। আগে উইন্ডোজ হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে একটা করে মেসেজ ডিলিট বা ফরওয়ার্ড করতে হতো। সেক্ষেত্রে এই নতুন ফিচার ইউজারদের সময় বাঁচাবে। জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপের একটি কনভারসেশনের কনটেক্সট মেনুর 'সিলেক্ট' অপশনে ক্লিক করে তারপর মাল্টিপল মেসেজের অপশন পাবেন ইউজাররা। এছাড়াও কনভারসেশনের মধ্যে যেকোনও জায়গায় ক্লিক করলে সিলেক্ট মেসেজ অপশন দেখা যাবে।
কোথায় পাবেন এই ফিচারের সুবিধা
হোয়াটসঅ্যাপ বিটার উইন্ডোজ 2.2309.2.0 ভার্সানে যুক্ত হয়েছে এই নতুন ফিচার। মাইক্রোসফট স্টোরে এই আপডেট উপলব্ধ রয়েছে। আপাতত বিটা টেস্টারদের জন্য চালু হলেও খুব তাড়াতাড়ি এই ফিচার আরও বেশি সংখ্যক ইউজারদের জন্য হোয়াটসঅ্যাপের এই সিলেক্ট মাল্টিপল মেসেজ ফিচার চালু হবে।
Whatsapp Emoji: বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া মাধ্যম হল হোয়াটসঅ্যাপ (Whatsapp)। এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপের (Instant Messaging App) বেশ জনপ্রিয় ফিচার হল বিভিন্ন ধরনের ইমোজি। শোনা যাচ্ছে, হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ ২১টি নতুন ইমোজির রোল আউট শুরু করেছে অ্যান্ড্রয়েড বিটা টেস্টারদের জন্য। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo জানিয়েছে, এই ২১টি নতুন ইমোজি পাঠানোর জন্য ইউজারদের কোনও নতুন ধরনের কিবোর্ড ডাউনলোড করার বা ব্যবহার করার প্রয়োজন নেই। কারণ লেটেস্ট Unicode 15.0- তেই রয়েছে এই নতুন ২১টি ইমোজি যেগুলো হোয়াটসঅ্যাপের অফিশিয়াল কিবোর্ড থেকেই সরাসরি পাঠানো সম্ভব।
হোয়াটসঅ্যাপে 'কল মিউট' ফিচার
হোয়াটসঅ্যাপে অচেনা নম্বর থেকে বারবার স্প্যাম কল আসে? আর বারংবার এই ঘটনায় তিতিবিরক্ত আপনি? তাহলে এবার আপনার জন্য আসছে সুখবর। হোয়াটসঅ্যাপে একটি নতুন ফিচার চালু হতে চলেছে যার মাধ্যমে অচেনা নম্বর থেকে আসা কল আগেভাগেই মিউট করার সুযোগ পাবেন ইউজাররা। জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপের নতুন এই ফিচারের নাম 'সাইলেন্স আননোন কলার'। এই ফিচারের সাহায্যে ইউজাররা সেভ না করা কিংবা অচেনা নম্বরের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ কল মিউট করার সুবিধা পাবেন। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার Wabetainfo সূত্রে খবর, আপাতত এই ফিচার নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। এখন অ্যান্ড্রয়েড ভার্সানের ক্ষেত্রে এই ফিচার নিয়েই কাজ করছে হোয়াটসঅ্যাপ সংস্থা। সূত্রের খবর, খুব তাড়াতাড়িই এই ফিচার চালু হতে চলেছে বিটা টেস্টিংয়ের জন্য।
আরও পড়ুন- আইফোন ১৪ ও আইফোন ১৪ প্লাস ফোনে ব্যাপক ছাড়! কত দামে কেনা যাচ্ছে?