Whatsapp Group: হোয়াটসঅ্যাপ গ্রুপের পুরনো সদস্যদের এবার দেখতে পাবেন, আসছে নতুন ফিচার
Whatsapp Features: আপাতত এই নতুন ফিচার নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ সংস্থা। কবে নাফাদ তা চালু হবে এখনও জানা যায়নি।
Whatsapp Groups: বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং মাধ্যম এখন হোয়াটসঅ্যাপ। নিমেষের মধ্যে বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যোগাযোগ স্থাপন সম্ভব হয় হোয়াটসঅ্যাপের মাধ্যমে। অডিও বা ভিডিও কল, মেসেজ-ভয়েস মেসেজ-ভিডিও ইত্যাদি পাঠানোর সঙ্গে সঙ্গে এই মাধ্যমে গ্রুপ বানিয়ে আপনি একসঙ্গে অনেককে মেসেজ করতে পারেন, বা অনেকের সঙ্গে চ্যাট করতে পারেন। সাধারণত হোয়াটসঅ্যাপের গ্রুপে অ্যাডমিনই কাউকে যুক্ত করতে পারেন বা গ্রুপ থেকে বের করতে পারেন। একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে ৫১২ জনকে যুক্ত করা যেতে পারে। তবে হোয়াটসঅ্যাপ গ্রুপে কাউকে যুক্ত করা বা বাদ দেওয়ার ক্ষমতা থাকলেও অ্যাডমিনদের হাতে এখনও অনেক ক্ষমতাই নেই। যেমন- হোয়াটঅ্যাপ গ্রুপে আগে কারা সদস্য ছিলেন তা দেখতে পাওয়া যায় না। তবে এবার সেই ফিচারই চালু করতে চলেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। শোনা যাচ্ছে, এই নতুন ফিচার নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ সংস্থা। প্রসঙ্গত উল্লেখ্য, হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo জানিয়েছে, হোয়াটসঅ্যাপের বিটা আইওএস ২২.১৬.০.৭০ ভার্সানে সম্ভবত এই নতুন ফিচার আসতে চলেছে। এর মাধ্যমে হোয়াটসঅ্যাপ গ্রুপে পুরনো সদস্যদের দেখা যাবে।
এর আগে শোনা গিয়েছিল হোয়াটসঅ্যাপ এমন একটি ফিচার লঞ্চ করতে চলেছে যেখানে হোয়াটসঅ্যাপ গ্রুপে সদস্যরা নিঃশব্দে গ্রুপ ছেড়ে বেরিয়ে যেতে পারবেন। শুধু হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিনরা সেটা দেখতে পাবেন। তবে অন্যান্য সদস্যরা তা দেখতে পাবেন না। তবে ভবিষ্যতে এই নতুন ফিচার ‘পাস্ট পারটিসিপেন্ট’ চালু হলে হোয়াটসঅ্যাপ গ্রুপের সমস্ত সদস্যরাই দেখতে পাবেন যে কারা গ্রুপ ছেড়ে বেরিয়ে যাচ্ছেন।
হোয়াটসঅ্যাপে হামেশাই নতুন ফিচার চালু হয়। বছরভর নতুন আপডেট নিয়ে কাজও করে এই মেসেজিং প্ল্যাটফর্ম। সম্প্রতি হোয়াটসঅ্যাপে চালু হয়েছে একটি নতুন ফিচার, যেখানে ইউজাররা হোয়াটসঅ্যাপ চ্যাটের ডেটা অ্যান্ড্রয়েড ফোন থেকে আইফোনে এবং আইফোন থেকে অ্যান্ড্রয়েড ফোনে স্থানান্তর করা যাবে। শুধু তাই নয় হোয়াটসঅ্যাপ স্টেটাসে শেয়ার করা যাবে অডিও মেসজে বা ভয়েস নোট। এমনকি আপনি অনলাইন থাকলেও কেউ টের পাবেন না, এমন ফিচারও চালু হবে হোয়াটসঅ্যাপে।
আরও পড়ুন- ১৫ মিনিটের কম সময়ের ভিডিও রিলস হিসেবে শেয়ার করা যাবে ইনস্টাগ্রামে, জানুন বিস্তারিত